হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা ডু ডু

in Steem Bangladesh3 years ago

পার্বতীপুর,দিনাজপুর।

২৬ এপ্রিল ২০২২ ইং


women-s-kabaddi-action-9926431.jpg
source


হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা ডু ডূ অর্থাৎ কাবাডি। কালের বিবর্তন ও তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার আজ আমাদের মাঝে থেকে এই ঐতিহ্যবাহী খেলাটিকে দূরে ঠেলে দিচ্ছে। আমাদের দেশে কাবাডি খেলা প্রায় বিলুপ্তির পথে।হাতে গোনা কিছু জায়গায় এই খেলাটি খেলা হলেও তা শুধু মাত্র কোনো উৎসব পার্বনকে কেন্দ্র করে।অথচ প্রাচীনকালে কাবাডি ছিল গ্রাম বাংলার মানুষের নিত্য দিনের সঙ্গি।উৎসব কিংবা মেলা, কাবাডি ছাড়া জমতোই না।তারা ধুমধামের সাথে এই খেলাটি খেলে থাকতো।

কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা।অথচ কাবাডি কোনো জনপ্রিয়তা আমাদের এখানে দেখা যায় না। আমাদের দেশে বর্তমানে সবথেকে জনপ্রিয় খেলাগুলো হলো ক্রিকেট ও ফুটবল।এদিক থেকে অবশ্য ক্রিকেটের জনপ্রিয়তাই আকাশচুম্বী।আজ সাকিব তামিম মোস্তাফিজদের কারনে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে সমাদৃত হয়। ক্রিকেটের কারনেই বাংলাদেশকে অনেক দেশের কাছে পরিচিত।তবে এ কথা ভুলে গেলে চলবে না যে কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা।


kabaddi-known-as-mix-wrestling-rugby-chanting-tag-contact-team-sport-originated-ancient-india-tamil-89108318.jpg
source


কাবাডি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। বাংলাদেশেও কাবাডি ফেডারেশন রয়েছে।আর এই কাবাডি ফেডারেশন গঠিত হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরপরই। কাবাডি ফেডারেশন গঠনের এত দিন হওয়ার পরও আন্তর্জাতিক পর্যায়ে নেই কোনো উল্লেখযোগ্য অর্জন।তবে বেশ কিছু বছর ধরে বাংলাদেশের কাবাডি খেলায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা পর্যায়ে কাবাডি খেলার আয়োজন করা হচ্ছে যেন কাবাডি খেলার ঐতিহ্য টিকে থাকে। বাংলাদেশ সরকারও এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছে।এরই ধারাবাহিকতায় ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচ দলের সমন্বয়ে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে বাংলাদেশ তাদের সামর্থ্যের পরিচয় দেয় এবং অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়।


images.jpg
source


জাতীয় খেলা কাবাডি এর ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য সরকারের তৎপরতাকে বাড়াতে হবে। বাংলাদেশ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। সরকারের অধীনে জেলা ও থানা পর্যায়ে কাবাডি খেলার ছোট ছোট টুর্নামেন্টের আয়োজন করতে হবে।এতে করে যুব সমাজ এ ব্যাপারে সজাগ হবে ও এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।আর এসকল পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমেই কাবাডি খেলা ও এর ঐতিহ্যকে টিকিয়ে রাখা সম্ভব হবে।


আমি @abidshikh@carolkal কে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।


ধন্যবাদ


Sort:  
 3 years ago 

এ হাডুডু খেলা টি একসময় আমরা প্রচুর পরিমাণ খেলতাম আরে এখনই হাডুডু খেলা প্রায় গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে। জাতীয় খেলা বিষয়ে অনেক তথ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ বড় ভাই।

 3 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

আগে বাচ্চাদের এই খেলাটি খেলতে দেখতাম। কিন্তু নতুন প্রজন্ম এই খেলার প্রতি তেমন আগ্রহী নয়।

 3 years ago 

জ্বি ভাই। কিছুদিন আগে আমরাও খেলতাম। কিন্তু এখন খেলাই হয় না।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.040
BTC 98656.44
ETH 3524.63
USDT 1.00
SBD 3.25