Photo number : 01
আমাদের জয়পুরহাট সরকারি কলেজ গেইটের সামনে এই বড় পুকুরটি অবস্থিত। এই বড় পুকুরটির নাম বারোঘাটি পকুর। যদিওবা এই পুকুরে আমরা একটির বেশি ঘাট দেখতে পারিনা। তবু কেন যে এই পুকুরটির নাম বারোঘাটি দেওয়া হলো তা আজো আমার অজানা। |
Photo number : 02
এটি আমাদের জয়পুরহাট সরকারি কলেজের মাঠ। এখানে ক্রিকেট খেলা হচ্ছে। |
Photo number : 03
Photo Description : 03 |
এটি একটি স্পেকট্রোমিটার যন্ত্র। এটির সাহায্যে একটি প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করা যায়। তাছাড়া এটির সাহায্যে প্রিজমের বিশ্লেষণী ক্ষমতাও নির্ণয় করা যায়। এই ছবিটি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাব থেকে তোলা। |
Photo number : 04
Photo Description : 04 |
এটি একটি ইনডাক্টর। যে তারের কুন্ডলীর মধ্য দিয়ে এসি কারেন্ট প্রেরন করলে বাঁধার সম্মুখীন হয়ে এসির কম্পাংক বাড়ালে রোধের মান বেড়ে যায়, অপর দিকে এসির কম্পাংক কমালে রোধের মান কমে যায় এবং ডিসি কারেন্ট সহজে চলাচল করতে পারে তাকে ইনডাক্টর বলে। |
Photo number : 05
এটি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের নোটিশ বোর্ড। আমাদের ডিপার্টমেন্টের কেরানি ভাই নোটিশ বোর্ডটি পরিস্কার করছেন। তারপর তিনি নোটিশ বোর্ডে নতুন নোটিশ ঝুলিয়ে দেন।
Photo number : 06
Photo Description : 06 |
এই বিল্ডিং টি আমার বন্ধুর ছাত্রাবাসের সামনে অবস্থিত। এটি একটি তিন তলা বিল্ডিং। |
Photo number : 07
Photo Description : 07 |
এটি একটি রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার ও হার্ডওয়্যারের দোকান। এখানে খুচরা ও পাইকারি দুটোয় বিক্রি করা হয়। |
Photo number : 08
এটি একটি ডিজেল তেলবাহী যান। এটির ইন্জিন সেচযন্ত্র দিয়ে তৈরি। এই গাড়িটিতে ট্রাকের কাঠামো দেয়া হয়েছে। এই গাড়িতে সাধারণত গরু হাট-বাজারে বহন করা হয়।
Photo number : 09
একজন শিক্ষার্থী রাস্তা দিয়ে বাই সাইকেল চালিয়ে প্রাইভেটে যাচ্ছে। |
Photo number : 10
JOIN WITH US ON DISCORD SERVER:
Thanks