মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত পরিচিতি

in Steem Bangladesh3 years ago


হ্যালো বন্ধুরা। আশাকরি সকলে ভালো আছেন। আজকে আমি স্টিম-বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্পোর্টস টপিকস এর উপর লিখতে চলেছি। স্পোর্টস বলতে আমার কাছে সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। অন্যান্য সকল খেলার তুলনায় ক্রিকেট কে বেশি ভালোবাসি। আর আজকে আমি ক্রিকেটার সম্পর্কে লিখতে চলেছি। তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চলুন তার ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।


49cc1e3caf40011dfe0539994416442b.jpg

source


প্রথম জীবন ও পরিবার


মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা জন্মগ্রহণ করেন। তার ডাক নাম কৌশিক। তিনি ছোটবেলায় ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করতেন। তিনি সাঁতার কাটতেও পছন্দ করতেন। মাশরাফির আর একটি পছন্দের জিনিস রয়েছে। তিনি বাইক চালাতে খুব পছন্দ করেন।

মাশরাফি ১৯৯৯ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা এবং ২০০১ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন।

মাশরাফি ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

mashrafee-family-2006250622.jpg

source



ব্যক্তিগত বিবরণ


সম্পূর্ণ নামমাশরাফি বিন মর্তুজা
জন্ম৫ অক্টোবর ১৯৮১
ডাক নামম্যাশ, কৌশিক, নড়াইল এক্সপ্রেস
উচ্চতা১.৮৫ মি ( ৬ ফিট ১ ইঞ্চি )
ব্যাটিংডান-হাতি
বোলিংডান-হাতি ফাস্ট-মিডিয়াম
রোলবোলিং অলরাউন্ডার


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক


টেষ্ট ক্রিকেটে অভিষেক

২০০১ সালে ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মাশরাফি অভিষেক হয়। টেষ্ট অভিষেক ক্যাপ নম্বর ১৯।

ওডিআই ক্রিকেটে অভিষেক

২০০১ সালে ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের অভিষেক হয় । অভিষেক ক্যাপ নম্বর ৫৩।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক

২০০৬ সালে ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয়। ক্যাপ নম্বর ৪।


অভিষেক পারফরম্যান্স


টেষ্ট অভিষেকে মাশরাফির পারফরম্যান্স

অভিষেক ম্যাচেই মাশরাফি দারুন পারফরম্যান্স করেছেন। তিনি অভিষেক টেস্টে ৩২ ওভারে ১০৬ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। সাথে তিনি ৮ টি ম্যাডেইন ওভার করেছেন। ব্যাটিং এ তিনি ২২ বলে ৮ রান‌ করেছেন

ওয়ানডে অভিষেকে মাশরাফির পারফরম্যান্স

অভিষেক ম্যাচে তিনি ৮.২ ওভারে ২৬ রান‌ দিয়ে ২ উইকেট নিয়েছেন। তিনি গ্রান্ট ফ্লাওয়ার ও অ্যান্ডি ফ্লাওয়ার দুজন কে আউট করেছেন। মাশরাফি ব্যাট হাতে ১০ বলে ১ রান‌ করেছিলেন।

টি-২০ অভিষেকে মাশরাফির পারফরম্যান্স

টি-২০ অভিষেকে মাশরাফি ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন। কিন্তু তিনি ব্যাট হাতে মাত্র ২৬ বল খেলে ২ চার ও ২ ছয়ে ৩৬ রান করেছিলেন।


download.jpeg

source



মাশরাফির ইনজুরি


মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের অনেকটা সময় ইনজুরি তে ভুগতে হয়েছে। যারফলে তার টেষ্ট ক্যারিয়ার বেশি লম্বা হয় নি।বল করতে গিয়ে অনেক কয়েকবার তিনি পিচে লুটিয়ে পড়ে গিয়েছিলেন। তার ক্যারিয়ারে মোট ১১ বার তিনি ইনজুরি তে পড়েছেন। তার মধ্যে ৭ বার তার অপারেশন হয়েছে। সাত বার অপারেশন এর পরেও পায়ের ইনজুরি তাকে দমিয়ে রাখতে পারে নি। যদিওবা তিনি মাত্র ৩৬ টি টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে তিনি নিয়মিত খেলেছেন।


injured-mashrafe-bin-mortaza.jpg

source



বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অধিনায়কত্ব


এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি একমাত্র অধিনায়ক যার হাত ধরে বাংলাদেশ ওয়ানডে র্যাংকিয়ে ৭ নম্বর পজিশনে এসেছিল। তার হাত ধরেই বাংলাদেশ টিম প্রথমবারের মতো ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। একজন নেতা হিসাবে তার পারফরমেন্স অসাধারণ ছিল। যারফলে তিনি বাংলাদেশের ক্রিকেট কে নতুন করে চিনিয়েছেন ।

পরিসংখ্যান দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তিনি কতটা সফল।


mashrafee1.jpg

source


মাশরাফির অধিনায়কত্ব রেকর্ড


ধরনম্যাচজয়পরাজয়ড্র /পরিত্যক্ত
টেষ্ট
ওডিআই৮৮৫০৩৬
টি-২০২৮১০১৭


ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্যারিয়ার


ধরনম্যাচইনিংসরানসর্বোচ্চগড়স্ট্রাইক৫০
টেষ্ট৩৬৬৭৭৯৬৭৯১২.৮৫৬৭.২
ওডিআই২২০১৫৮১৭৮৭৫১১৩.৭৫৮৭.৫৬
টি -২০৫৪৩৯৩৭৭৩৬১৩.৪৬১৩৫.৬১

2019-07-02t172006z_280258751_rc189825c6a0_rtrmadp_3_cricket-worldcup-bgd-ind.jpg

source



ইন্টারন্যাশনাল বোলিং ক্যারিয়ার


ধরনম্যাচইনিংসবলরানউইকেটবিবিআইবিবিএমইকোনমিগড়স্ট্রাইক৫ উইকেট
টেষ্ট৩৬৫১৫৯৯০৩২৩৯৭৮৪/৬০৫/৮৮৩.২৪৪১.৫৩৭৬.৭৯
ওডিআই২২০২২০১০৯২৮৮৮৯৭২৭০৬/২৬৬/২৬৪.৮৮৩২.৯৫৪০.৪৭
টি-২০৫৪৫৩১১৩৯১৫২৮৪২৪/১৯৪/১৯৮.০৫৩৬.৩৮২৭.১২

mashrafe_mortaza.jpg

source



এই ছিল মাশরাফি বিন মর্তুজার ক্রিকেট ক্যারিয়ারের সংক্ষিপ্ত পরিচিতি। ৯০০ শব্দের মধ্যে একজন মানুষের ক্যারিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তাই তার সকল তথ্য উপস্থাপন করতে পারিনি।

ধন্যবাদ সবাইকে


শুভেচ্ছান্তে
@sobuj28



Sort:  
 3 years ago (edited)

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।কিন্তু খেলতে গিয়ে আবার কোমর ভাঙ্গি ফেলেন না যেন চাচা😆

 3 years ago 

😁😁

Valo chilo post ta

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে ভাই। মাশরাফি আমার ও প্রিয় খেলোয়ার।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43