কিভাবে আমরা পাওয়ার আপ ও ডেলিগেশন করবো?

in Steem Bangladesh3 years ago (edited)

IMG_20211013_190748.jpg


এই পোস্টটি শুধুমাত্র নতুন ইউজারদের জন্য তৈরি করা। যারা এখনো পাওয়ার আপ ও ডেলিগেশন করতে পারেন না। তাদের জন্যই আমি এই টিউটোরিয়াল টি তৈরি করেছি। আমি কয়েকটি স্ক্রীনশটের মাধ্যমে বুঝানোর চেষ্টা করবো। আশাকরি সবাই অতি সহজে তা বুঝতে পারবেন।

চলুন দেখে নেয়া যাক কিভাবে আমরা পাওয়ার আপ করবো।

ধাপ :-১

আপনি আপনার আইডি লগ ইন করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। তারপর আপনাকে ওয়ালেটে প্রবেশ করতে হবে। এখানে আপনি ২টি উপায়ে আপনার ওয়ালেটে প্রবেশ করতে পারবেন।১টি হচ্ছে আপনার প্রোফাইলে প্রবেশ করলেই আপনি Wallet লেখা দেখতে পারবেন। যা আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে ক্লিক করে আপনি সরাসরি ওয়ালাটে প্রবেশ করতে পারবেন। ২য় টি হচ্ছে, আপনি আপনার একাউন্টের ডান পাশে ঠিক উপরে আপনার প্রোফাইলে পিকচারে ক্লিক করলে Wallet অপশন খুঁজে পাবেন। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ওয়ালেটে প্রবেশ করতে পারবেন।

IMG_20211012_024149.jpg

ধাপ:২

ওয়ালেটে প্রবেশ করার পর আপনাকে আপনার ওয়ালেট টি সাইন ইন করে নিতে হবে। তার জন্য সবার উপরে ডান পাশের থ্রি বার চিহ্নিত যায়গায় ক্লিক করতে হবে।

IMG_20211012_024354.jpg

ধাপ : ৩

থ্রি বার চিহ্নিত যায়গায় ক্লিক করলে আমরা সাইন ইন নামে একটি অপশন দেখতে পারবো। এখানে ক্লিক করলেই আমাদের ইউজার নাম ও এক্টিক কী চাইবে। এগুলো দেয়ার পর লগ ইন নামক অপশনে ক্লিক করলে আমাদের ওয়ালেট টি সচল হয়ে যাবে এবং আমরা লেনদেন সহ সকল কাজ করতে পারবো।

IMG_20211012_024550.jpg

IMG_20211012_024814.jpg

ধাপ : ৪

এখন আমাদের পাওয়ার আপ করার জন্য STEEM নামে এক অপশন দেখতে পাচ্ছি যা আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে।এই অপশনটিতে ক্লিক করলে আমরা পাওয়ার আপ নামে অপশন দেখতে পাবো যা আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি।

IMG_20211012_024930.jpg

IMG_20211012_025027.jpg

ধাপ : ৫

পাওয়ার আপ নামক অপশনে ক্লিক করলে নিম্নরূপ একটি পেজ আসবে। এখানে আমাদের ইউজার নাম অটোমেটিক দেয়া থাকবে । নিজের ফাঁকা জায়গায় শুধুমাত্র আমাদের পরিমাণ মতো STEEM সংখ্যা লিখতে হবে [ যত পরিমাণ STEEM আপনি পাওয়ার আপ করতে ইচ্ছুক ] । আমি ১০ STEEM পাওয়ার করেছি তাই ফাঁকা ঘরে ১০ লিখেছি। এরপর নিচে আমরা পাওয়ার আপ নামক একটি অপশন দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলেই আমাদের আরও একবার কনফার্ম করার জন্য একটি পেজ আসবে। এখানে OK অপশনে ক্লিক করলেই আমাদের পাওয়ার আপ সম্পন্ন হবে।

IMG_20211012_025224.jpg

IMG_20211012_025311.jpg

20210828_154317.jpg

20210828_154317.jpg

👉ডেলিগেশন করার প্রক্রিয়া।👈


ডেলিগেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম নিচের দেয়া লিংক এ প্রবেশ করতে হবে। লিংক এ ক্লিক করলেই Dashboard নামে একটি অপশন দেখা যাবে। এখানে ক্লিক করতে হবে।

https://steemworld.org/

IMG_20211013_175954.jpg

Dashboard অপশনে ক্লিক করার পর নিচের লাল কালি দিয়ে চিহ্নিত করা থ্রী ডট অপশনে ক্লিক করে আপনার ইউজার নাম টি লিখে ok বাটনে ক্লিক করতে হবে।

IMG_20211013_180101.jpg

IMG_20211013_180155.jpg

আপনার ইউজার নাম সেট করার পর আপনি Delegation নামে একটি অপশন দেখতে পাবেন তা আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এখানে ক্লিক করলে আপনি আর একটি delegate নামে অপশন খুঁজে পাবেন। এখানে ক্লিক করলেই একটি ছক আসবে। To account নামের ফাঁকা জায়গায় আপনি যে একাউন্টে ডেলিগেশন করতে চান তার ইউজার নাম লিখুন। এবং Amount Sp নামের খালি জায়গায় যত পরিমাণ Sp ডেলিগেশন করতে চান লিখুন। তারপর ok বাটনে ক্লিক করলেই আপনার ডেলিগেশন সম্পন্ন হবে।

IMG_20211013_180256.jpg

IMG_20211013_181114.jpg

IMG_20211013_180409.jpg

আশাকরি সকলেই এখন টিউটোরিয়াল দেখে অতি সহজে পাওয়ার আপ ও ডেলিগেশন করতে পারবেন।

20210828_154317.jpg

20210828_154317.jpg

Best regards.
@sobuj28

Sort:  

নতুনদের জন্য অনেক হেল্প হবে।

 3 years ago 

হুম, আশা করা যায়।

 3 years ago 

ভাই আমি কালকে ডেলিগেশন করছি আমার ডেলিগেশনটা দেখা যাচ্ছেনা ভেরিফাইটের সাথে

 3 years ago 

আপনার লেভেল আপডেট করে দেয়া হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

Thanks for sharing this @sobuj28 Vai.

Ami 100 Steem Power Delegation kore ekti post o korechi. Inshallah ekhon theke Steem Bangladesh a niomito post korbo. Ebong earning er 50% power up korbo.

My Post Link

 3 years ago 

আপনার আইডি টি steem-bangladesh থেকে ভেরিফাইড করে নিতে হবে। তার জন্য আপনাকে একটি ভিডিও আপলোড করে পোস্ট করতে হবে। আর এই ভিডিওতে আপনার নাম, ইউজার নাম, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন💖💖

 3 years ago 

Valobasa accepted ☺️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, পাওয়ার আপ এবং ডেলিগেশনের বিষয়টি খুব সুন্দর ভাবে বোঝানোর জন্য❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই।

ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দেওয়া তথ্যটি নতুন ব্যবহারকারী হিসেবে আমার জন্য খুবই উপকারী।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

Sundor kore bujhia diyesen via❤️❤️❤️❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য 🥰

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

You have been upvoted by @toufiq777, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15