Eid day work contest on steem bangladesh.

in Steem Bangladesh4 years ago

মেঘলা আকাশ মেঘলা দিন, আজকে ছিলো ঈদের দিন, কাপড় চোপড় পড়ে নিন, গরিব দুঃখীর খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন।

IMG_20200801_230346.jpg

রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। "ঈদ মোবারাক"!

সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে কনটেস্টে আমি পার্টিসিপেট করতে যাচ্ছি।

বৃষ্টি হওয়ার সম্ভাবনায় মেঘযুক্ত আকাশের নিচে আজকে ঈদের দিনটি পালন করেছি।

সকালে ঘুম থেকে উঠার পরে ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই যদিও মেঘাচ্ছন্ন ছিল আকাশ।

পরে গোসল করার জন্য চলে গেলাম যেহেতু সকাল-সকাল ঈদের জামাত হবে, তাই গোসল করে রুমে গিয়ে ঈদ জামাতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম।

গত কালকে ঈদ জামাতের কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছেন যে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে বা যদি বৃষ্টির হয় তাহলে ঈদের জামাত মসজিদে হবে আর না হলে মাঠেই হবে।

যেহেতু সকালে উঠে দেখলাম যে সম্ভাবনা বৃষ্টি হওয়ার তাই বুঝে নিলাম ঈদ জামাত মসজিদে ই হবে।

তারপর মসজিদ দিকে চলে গেলাম ঈদ জামাতে ঈদের নামাজ পড়ার জন্য,যেহেতু কোরবানির ঈদেরর জামাত একটু সকাল সকাল হয়ে থাকে কারণ মানুষ জন ঈদ জামাত শেষ করে এসে কোরবানির গরু জবাই করতে হয় তাই ঈদ জামাত শেষে কিছু কিছু লোকের সাথে কোলাকুলি করলাম সবার সাথে করা হয় নাই।

তারপর ফিরে আসলাম বাসায়, বাসায় এসে আম্মু নুডুলর্স বানিয়েছিল নুডুলর্স খেয়ে চলে যাই গরু জবাই করার জন্য।

এই বছর আমরা তিন শরিকে কোরবানি দিচ্ছি এবং গরুর দাম ছিলো এক লাখ 17 হাজার টাকা।

আমাদের গরুর কাজ করার লোকজন খুবই কম যার কারণে একটা লোককে আমরা আগে থেকে বরাদ্দ করে রেখেছিলাম ঈদের দিন আমাদেরকে কাজে সহায়তা করার জন্য।

তারপর সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম যার যার গরু নিয়ে শুধু মসজিদের ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা সবার।

সবাই তাড়াহুড়া করতেছে কার আগে কে জবাই করাবে এই জন্য।তাই সবাই তাকিয়ে আছে ইমাম সাহেব কখন আসবে আর কার আগে কে ইমাম সাহেবের হাতে জবাই করাবে।

অবশেষে মসজিদের ইমাম সাহেব আসলো এবং একে একে সবার গরু জবাই করতে লাগলো।

আমাদের গরু তিন নাম্বার পজিশনে ছিল তো দুইটা গরু শেষে আমাদের গরু জবাই করেছিল একটা বিষয় হলো একজনের গরু আরেকজন এসে হেল্প করতে ছিল, যাতে কোন প্রকার সমস্যা না হয়।

তো আমাদের গরু কাটার জন্য অনেকেই আসছে আমাদের গরুটা ধরার জন্য জবাই করার সময়।

জবাই করা শেষ হলো তারপরে ওই জায়গা থেকে যে শরিকানা ওইগুলা ঐখানে কেটে ভাগ করা হয়ে গেছে এবং যারা গরীব মানুষ মাংসের জন্য এদিক ওদিক হাঁটাহাঁটি করেছিল তাদের কে ওইখান থেকে দিয়ে দেয়া হয়েছিল মাংস।

তারপর যারযার ভাগ যার যার শরিকানা তার তার ঘরে পৌঁছে গেল আমি গুরু রান কে নিয়ে আমাদের বেলকনি সামনে আমাদের বিল্ডিংয়ের নিচে আমি ওখানে গিয়ে কাটতে শুরু করলাম।

হয়তো কাজের কারনে আমার ছবি উঠানো সম্ভব হয় নাই তাই অল্প কয়েকটা ফটো তুলেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম।

আর ছবি তুলে দিয়েছে আমার চাচাতো ভাই তাকে বললাম কয়টা তুলতে সে তুলে দিছে।

যখন সম্পূর্ণ কাজ শেষ হয় তখন কিছু কিছু ভাগ বন্টন করে কিছু কিছু জায়গা পাঠানোর জন্য আমি রেডি হলাম তারপর সেগুলো নিয়ে যাকে যাকে দেওয়ার বাইকে করে গিয়ে নিয়ে দিয়ে আসলাম তারপর বাসায় এসে রুটি দিয়ে মাংস দিয়ে খেলাম।
20200801_214800.jpg
Screenshot_20d200801-120955.jpg

wddwdsd.jpg
ascs.jpg

sdsdas.jpg

@@@@@@@@@@@@@@@*@

দুরের মানুষ আসুক কাছে, কাছের জনও থাকুক পাশে, মন ছুটে যাক মনের টানে, নয়া চাঁদের আগমনে, ঈদ কাটুক খুশিতে। ঈদ মুবারক

LOT OF THANKS FOR THE KEEPING THIS EID WORK CONTEST.HAVE A GREAT DAY AGAING ♥"EID MUBARAK"♥

Sort:  
 4 years ago 

Eid Mubarak

 4 years ago 

Eid Mubarak.

You had a great day. Nice post.

Thank you

You have been able to present your day to us in a very good way. It is good to hear your story. I have understood that you have worked hard. I hope that this day of your hard work will be successful and I wish you a happy Eid Mubarak. Stay well, stay healthy

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66618.20
ETH 3498.13
USDT 1.00
SBD 2.63