The Diary Game | 03-09-2021

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ডাইরি গেম পোস্ট করবো। তাহলে চলুন শুরু করা যাক।


20210903_133249.jpg

w3whttps://w3w.co/melted.abstract.luring

আজকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলাম। কিছুক্ষন পড়ার পর ফ্রেস হয়ে নাস্তা করলাম। তারপর একটু খোলাহাটি গেলাম মাছ কিনতে। আমাদের বাড়ির কাছেই অবশ্য জমির হাট বাজার রয়েছে। কিন্তু সকাল বেলা সেখানে মাছ পাওয়া যায় না। তাই সকালে খোলাহাটি গেলাম মাছ কিনতে। মাছ নিয়ে আসার পথে একজন আখ বিক্রেতার সাথে দেখা। তার কাছ থেকে আখ কিনলাম এবং তার ছবিও তুললাম। তারপর বাড়িতে এসে মাছগুলো আমার নানির হাতে দিলাম। আমি আমার নানার বাড়িতে থাকি। নানি সেগুলো রান্না করলো। তারপর ভাত খেলাম সবাই একসাথে। তারপর কিছুক্ষন ফেসবুক চালালাম।


20210823_130519.jpg

w3whttps://w3w.co/smokiness.motorist.plight

আজ যেহেতু শুক্রবার তাই আজকে সাড়ে বারোটায় আযান দিলো। বাড়িতে গিয়ে গোসল সেরে ফেললাম। তারপর মসজিদে গিয়ে নামাজ পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু বই পড়লাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটু টিভি দেখলাম। তারপর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম বিকাল ৪ টার পর। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে মুড়ি চানাচুর খেতে খেতে খেলা দেখতে শুরু করলাম।


20210709_180946-01.jpeg

w3whttps://w3w.co/timeliness.fringed.dentist

আগের ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অল আউট করেছিলো। আজকে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটি বেশ ভালোই একটা সংগ্রহ এনে দিয়েছে। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতার কারনে বেশী রান হয়নি। শেষদিকে মাহামুদুল্লাহ ও সোহানের নৈপুন্যতায় বাংলাদেশ ১৪১ রানের পুজি পায়। বাংলাদেশের ব্যাটিং দেখে বাইরে চলে আসি ও কিছু ছবি তুলি। তারপর আবার খেলা দেখতে শুরু করি। প্রথম অবস্থায় বাংলাদেশ বেশ ভালোই বল করছিলো কিন্তু তারপর নিউজিল্যান্ড ব্যাক করে ম্যাচে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ ৪ রানে জয়লাভ করে। খেলা দেখা শেষ করে এই পোস্টটি লেখা শেষ করি। আমি আগেই পোস্ট অর্ধেক পোস্ট লিখে রেখেছিলাম। তাই তাড়াতাড়ি করে পোস্ট লেখা শেষ হলো।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। ছবিগুলোতে ক্যাপশন দেয়ার চেষ্টা করবেন। ভালো দেখাবে। প্রতিনিয়ত পোস্ট করে যান। ধন্যবাদ।

 3 years ago 

চেষ্ঠা করবো ভাই

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85680.89
ETH 2224.62
USDT 1.00
SBD 0.68