The Diary Game - A Simple Day | | 27-01-2022 | | 30% benefit set to @hive-138339
আসসালামু আলাইকুম
- আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
🌄 সকাল 🌄
গতকাল ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করলাম। তারপর আমার মামাতো ভাই রাজুকে নিয়ে হাটতে বের হলাম। বাইরে গিয়ে একটু হাটাহাটি করে তারপর বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবারো বাইরে চলে গেলাম। জমির হাটে গিয়ে দেখি যে ক্রিকেট খেলা চলতেছে। সেখানে গিয়ে ক্রিকেট খেলা দেখলাম। খেলা দেখতে দেখতে দুপুর হয়ে গেলো। তাই আমরা আর সেখানে দেরি না করে বাড়ি ফিরলাম।
☀️ দুপুর ☀️
দুপুরে বাড়িতে এসে গোসল করে গায়ে সরিষার তেল মেখে রোদে দাঁড়িয়ে শরীরটা গরম করে নিলাম। তারপর সেখানে দাঁড়িয়েই কিছুক্ষণ মোবাইল চালালাম। সেখান থেকে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর মামাতো ভাই রাজু ঘুমিয়ে পড়লো। আমি প্রতিদিনের মতো আমার মোবাইলে ক্যান্ডি ক্রাস গেম খেলতে শুরু করলাম। আজকে ৯৪০ লেভের কমপ্লিট করে ৯৪১ লেভেলে এসেছি।
🕔 বিকাল 🕔
বিকালে নাস্তা করে আমার মামা ও মামাতো ভাই রাজু চলে গেলো। ওদেরকে বিদায় দিয়ে আমি চলে গেলাম মাঠে। সেখানে গিয়ে দেখলাম। ক্রিকেট খেলা চলতেছে। ওখানেই বসে বসে খেলা দেখলাম। খেলা দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। তারপর খেলা শেষ হলে সবাই একসাথে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে আমি ভালোভাবে ফ্রেস হয়ে নিলাম।
🌇 সন্ধ্যা ও রাত 🌇
তারপর বড়ার দোকানে গিয়ে গরম গরম পিয়াজু বড়া খেলাম। খাওয়া শেষ করে বাড়ির জন্য কয়েকটা বড়া নিয়ে আসলাম। বাড়িতে এসে বই পড়তে বসলাম। বই পড়ার পর রাত নয়টায় রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে মোবাইল টিপতে শুরু করলাম। তারপর আবারো বই পড়তে বসলাম। বই পড়ার পর রাত এগারোটায় শুয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শেষ বিকেলের দৃশ্য খুবই চমতকার দেখতে। আপনি শুধু খেলাই দেখলেন, ক্রিকেট খেলেন না নাকি ? নাইস ডায়েরি।
মাঝে মাঝে খেলি ভাই😁
আপনার ডাইরিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।শেষ বিকালের ছবিটা অসাধারণ হয়েছে। আপনার ডাইরিটি পড়ে অনেক ভালো লাগলো ।
ধন্যবাদ
ভালোই ছিল আপনার দিনটি ভাই। পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলার দৃশ্যটির ছবি সত্যিই খুব অসাধারণ।ডাইরিটা পড়ে খুবই ভালো। লাগলো।
ধন্যবাদ