The Diary Game - A Simple Day | | 17-01-2022 | | 30% benefit set to @hive-138339
আসসালামু আলাইকুম
- আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।
🌄 সকাল 🌄
ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমার ভাবির ভাই অর্থাৎ বেয়াইসহ নাস্তা করে নিলাম। নাস্তা করে বেয়াইকে নিয়ে বাইরে হাটতে বের হলাম। বাশ বাগানের দিকে এগোতেই দেখলাম যে ব্যাডমিন্টন খেলা চলতেছে। সেখানে গিয়ে আমরাও খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে খেলতে গা ঘেমে গেলো আর আস্তে আস্তে রোদও উঠলো। তাই খেলা সেখানেই শেষ করে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর গতকালও বাইরে ঘুরতে বের হলাম।
☀️ দুপুর ☀️
ঘুরতে ঘুরতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ওই দিকে গেলাম। তারপর সেখান থেকে শাহ হোটেলে নাস্তা করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে গোসল করে ভালোভাবে সরিষার তেল মেখে রোদে দাঁড়িয়ে শরীরটা গরম করে নিলাম। তারপর ভাত খেতে ডাকলো কিন্তু পেট ভরা ছিলো তাই দুজনেই খেলাম না। তারপর দুপুর আড়াইটার সময় আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। তারপর বেয়াইয়ের যাবার সময় হয়ে এলো।
🕔 বিকাল 🕔
বিকালে বেয়াই চলে গেলো। তারপর আমিও হাটতে হাটতে আমাদের ইট ভাটার এই দিকে আসলাম। দেখলাম একটি পুকুর খনন করে সেখানকার মাটি ইট ভাটায় নিয়ে আসা হচ্ছে। ট্রাক্টরের ছবি তুলে নিলাম। তারপর সেখান থেকে জমির হাটে চলে গেলাম। জমির হাটে গিয়ে দেখলাম মাঠে কোনো খেলা নেই আবার আমার কোনো বন্ধুও নেই। তাই কি আর করার চানাচুর মাখার দোকানে গিয়ে চানাচুর মাখা নিয়ে খেতে খেতে বাড়ি ফিরলাম।
🌇 সন্ধ্যা ও রাত 🌇
বাড়িতে এসে ফ্রেস হয়ে পড়তে বসলাম। কিছুক্ষন বই পড়ার পর আমাকে খেতে ডাকলো। রাতের খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবারো পড়তে বসলাম। তারপর আমার এক বন্ধু এস.এম.এস দিয়ে আমাকে মেসেঞ্জারে আসতে বললো। তারপর মেসেঞ্জারে গিয়ে বন্ধুর সাথে কথা বললাম। কথা বলার পর বাকিটা সময় মোবাইল টিপেই পার করলাম। তারপর রাত ১২ টার দিকে শুয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
JOIN WITH US ON DISCORD SERVER:
শীতের দিনে ব্যাডমিন্টন খেলতে ভালোই লাগে।সুন্দর ছিল আপনার দিনটি ভাই। ছবি গুলো খুবই সুন্দর।