The Diary Game - A Simple Day | | 03-01-2022 | | 30% benefit set to @hive-138339

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


  • আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

🌄 সকাল 🌄


20211124_141231.jpg

একটি ফড়িং এর ম্যাক্রো ফটোগ্রাফি

সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে নিলাম। তারপর আমার রুমে শুয়ে শুয়ে Spider-man no way home মুভিটি দেখতে শুরু করলাম কারন বাইরে প্রচুর ঠান্ডা ছিলো। মুভি দেখা শেষ করে সকাল এগারোটায় ভাত খেয়ে বাইরে বের হলাম। তখন অনেক কুয়াশা ছিলো মনে হচ্ছিলো যে রোদ উঠবে না তাই ঠান্ডার কারনে গতকাল ক্রিকেট খেলা হয় নি। আমি আবারো বাড়িতে ফিরে আসলাম।

☀️ দুপুর ☀️


20220103_141732.jpg

দুপুরের মিষ্টি রোদে পেপে গাছ

আবহাওয়া দেখে ঠিক করেছিলাম যে গতকাল গোসল করবো না কিন্তু দুপুর দেড়টার দিকে রোদ উঠলো। তাই তাড়াতাড়ি গিয়ে গোসলটা সেরে নিলাম। গোসল করে গায়ে ভালো করে সরিষার তেল মাখলাম। তারপর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবারো আমার মোবাইলে ক্যান্ডি ক্রাস গেম খেলতে শুরু করলাম। ক্যান্ডি ক্রাস গেমটা খেলতে আমার অনেক ভালো লাগে। ৫টা লাইফ শেষ হওয়ার পর বাইরে গেলাম।

🕔 বিকাল 🕔


20211205_163440.jpg

শেষ বিকালে খোলা মাঠে একটি গরু

তারপর বিকালে বাইরে গয়ে দেখলাম যে ছোটোরা ফুটবল খেলতে। বসে বসে মোবাইল চালাতে চালাতে ছোটোদের ফুটবল খেলা দেখলাম। সূর্যও বেশ ভালোভাবে দেখা যাচ্ছিলো। তাই শেষ বিকালে কিছু ফটোগ্রাফি করে নিলাম। তারপর সেখান থেকে চলে গেলাম জমির হাটে। জমির হাটে গিয়ে শহীদ মিনারে বসে কিছুক্ষন মোবাইল টিপলাম। তারপর আমার বন্ধু তাজউদ্দীন আসলে একসাথে আড্ডা দিলাম।

🌇 সন্ধ্যা ও রাত 🌇


20211101_185853.jpg

আমার বন্ধু আল-আমিন

আড্ডা দেয়া শেষ করে সন্ধায় হোটেলে গিয়ে নাস্তা করলাম। তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে লেপ গায়ে দিয়ে শুয়ে শুয়ে মেসেঞ্জার চালানো শুরু করলাম ঘন্টা খানেক পর আমার মা ভাত খাওয়ার জন্য ডাকলো। তারপর আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করেএ একটু বিশ্রাম নিয়ে মুভি দেখা শুরু করলাম। মোবাইল টিপে রাত সাড়ে ১১টায় শুয়ে পড়লাম।


তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে 🖤

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

বিকালের ছবিটা দারুণ হয়েছে। ফড়িং এর ছবিটা অসাধারণ হয়েছে। সুন্দর ছিলো আপনার দিনটি।

 3 years ago 

সুন্দর দিন কাটিয়েছেন ভাইয়া। ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।

 3 years ago 

সুন্দর একটি ডাইরি লিখেছেন ভাই।

 3 years ago 

good photography.
I see a lot of light reflection😻

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53