Steem Bangladesh Contest - Technology | | Refrigerator | | 30% benefit set to @hive-138339

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


  • আজকে আমি Steem Bangladesh আয়োজিত Technology কন্টেস্টটিতে অংশগ্রহন করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো রেফ্রিজারেটর।

istockphoto-842160124-612x612.jpg
Source

রেফ্রিজারেটর কি?

রেফ্রিজারেটর হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যেখানে খাদ্য ও পানীয় ঠান্ডা করে সংরক্ষণ করা যায়। একে সংক্ষেপে ফ্রিজ বলা হয়। এতে থাকে তাপ নিরোধোক কম্পার্টমেন্ট এবং একটি হিট পাম্প যা ফ্রিজের ভিতর থেকে বাইরে তাপ বের করে দেয়। ফলে চারপাশের পরিবেশের তাপমাত্রার চেয়ে ফ্রিজের ভিতরের তাপমাত্রা অনেক কম থাকে। আর আমরা জানি যে নিম্ন তারপমাত্রায় ব্যাকটেরিয়া কম প্রজনন করে ও কম ছড়ায় তাই খাদ্য সহজে পচে না। যার কারনে ফ্রিজে খাদ্য ও পানীয় রেখে সংরক্ষন করা যায়। সর্বপ্রথম উইলিয়াম কুলেন ১৭৮৪ সালে রেফ্রিজারেটরের ডিজাইন করে আর আমেরিকান অলিভার ইভান ১৮০৫ সালে নকশা করেন।

12008762553_604b614d76_b.jpg
Source


ফ্রিজের ধরণ:


আমরা জানি ফ্রিজ হলো দুই প্রকার। যথা-


  • ফ্রস্টঃ এই ধরনের ফ্রিজ ডিব ফ্রিজ নামেই বেশী পরিচিত। দীর্ঘ সময়ের জন্য খাবার সংরক্ষণের জন্য এই ফ্রিজ ব্যবহার করা হয়। ডিব ফ্রিজে খাবার রাখলে খাবার জমে যায়। এই ফ্রিজে সাধারণত মাছ, মাংস, দুধসহ পানীয় সংরক্ষণ করে রাখা হয়। এখানে খাবার রাখলে জমে যায়। মাছ মাংস রাখলে রান্না করার আগে ৩০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হয়।

  • নন ফ্রস্ট: এই ধরনের ফ্রিজ সাধারণত নরমাল ফ্রিজ নামে পরিচিত। সল্প সময়ের জন্য কোনো খাবার সংরক্ষণের জন্য এই ফ্রিজ ব্যবহার করা হয়। সাধারণত রান্না করার খাবার, শাক-সবজি, ফলমূল, ডিম ইত্যাদি এই ফ্রিজে রাখা হয়। বর্তমানে অধিকাংশ ফ্রিজই ফ্রস্ট ও নন ফ্রস্ট এর সংমিশ্রণে বানানো হয়।

Types-of-Refrigerators-styles-hero.jpeg
Source

উপকারিতা:

  • আগে যখন ফ্রিজ ছিলো না তখন পরিবারের জন্য অতিরিক্ত খাবার নিয়ে আসলে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতো। কিন্তু ফ্রিজ সেই সমস্যার সমাধান করে দিয়েছে।

  • অনেকেরই বাড়িতে হাস ও মুরগীর ডিম আছে যেগুলো এই গরমকালে সর্বোচ্চ ৯-১৫ দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু সেই ডিম ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করা যায়।

  • কুরবানির ঈদের সময় সবার বাড়িতেই অনেক মাংস হয়। আগে যখন ফ্রিজ ছিলো না তখন মাংস সিদ্ধ করে প্রতিদিন গরম করতে হতো। আর এখন ফ্রিজের কারনে সেই কষ্ট লাঘব হয়ে গেছে।

  • আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চারা সাধারণত আইসক্রিম খেতে পছন্দ করে। এজন্য অনেকগুলো আইসক্রিম একসাথে কিনে এনে ফ্রিজে রেখে আস্তে আস্তে খাওয়া যেতে পারে যার ফলে বারবার আইসক্রিম কিনতে যাওয়ার সময় বাচবে।

  • আগে আমরা প্রতিদিন বাজার করে প্রতিদিন রান্না করে খেতাম এতে আমাদের অনেক সময় ব্যায় হতো। কিন্তু এখন সারা মাসের বাজার একবারে করে আমরা ফ্রিজে রেখে রেখে প্রতিদিন রান্না করে খেতে পারি অথবা অনেকগুলো রান্না করে ফ্রিজে রেখে গরম করেও খেতে পারি। এতে আমাদের সময় ও শ্রম দুটোই বাচবে।

  • আমরা ফ্রিজে বাড়িতে বসেই আইসক্রিম বানিয়ে খেতে পারি। প্রতিটি ফ্রিজের সাথেই একটা করে আইসবার দেয়া হয়। আইসবারে বা অন্য কোনো পাত্রে আমরা আমাদের পছন্দ মতো উপকরণ দিয়ে আইসক্রিম বানাতে পারি।


An_Empty_American_Style_Double_Door_Refrigerator.jpeg
Source

অপকারিতা:

ফ্রিজের তেমন কোনো অপকারিতা নেই। তবে ফ্রিজে অনেকদিন খাবার সংগ্রহ করা যায় বলে আমরা এখন অনেকটা অলস হয়ে গেছি। তাই আর টাটকা শাক-সবজি এখন খেতে পারি না, খেতে পারি না টাটকা ও সতেজ মাছ মাংস। এসব টাটকা খাবারে অনেক পুষ্টি উপাদান থাকে। কিন্তু ফ্রিজের নিম্ন তাপের কারনে খাবারের পুষ্টিগুন অনেকাংশ কমে যায়। যার কারনে আমরা সঠিক পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছি। আর আমরা সারাবছর ফ্রিজ চালু রাখি যার কারনে অনেক বিদ্যুৎ এর অপচয় হচ্ছে। যার কারনে লোড শেডিং সমস্যাটি দেখা যায়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @ana07@sohag27 কে আমন্ত্রণ যানাচ্ছি।


ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর টেকনোলজি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90664.52
ETH 3131.19
USDT 1.00
SBD 3.05