Steem Bangladesh Contest - Technology | | Facebook | | by @skhsohag

in Steem Bangladesh2 years ago

30% benefit set to @hive-138339

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি Steem Bangladesh কর্তৃক আয়োজিত Science, Technology, Computing কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি যে বিষটির উপর লিখতে যাচ্ছি সেটি হলোঃ

ফেসবুক


Facebook-Logo-1220x725.jpg
Source

ফেসবুক হলো বর্তমানের সবচেয়ে বেশী ব্যবহৃত ও সবচেয়ে বেশী আলোচিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তার চার বন্ধুকে নিতে ফেসবুক প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিলো এবং পরে সেটা ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পরে। ৩১ জুন, ২০২০ এর তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৭০ কোটি। ফেসবুক মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটস এপ এগুলো ফেসবুকের অধীনস্ত কোম্পানি। আর বর্তমানে ফেসবুকের ধারক কোম্পানির নাম হলো মেটা।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

ফেসবুক সাধারণত ২ ধরনে সেবা প্রদান করে। যথা-

১। ফ্রি ফেসবুক সেবাঃ ফ্রি ফেসবুকের মাধ্যমে বিনামূল্যে ফেসবুকের সদস্য হওয়া যায়। ফ্রি ফেসবুকে আপনি অন্য কারো আপলোডকৃত ছবি বা ভিডিও দেখতে পারবেন না। শুধু পোস্টের লেখাগুলো দেখতে পাবেন। কারো সাথে কলে কথা বলতে বা কাউকে ভয়েস মেসেজ দিতে পারবেন না। ফ্রি ফেসবুকে ফেসবুকে থাকা অন্যান্য নিউজের লিংক গুলোতেও ঢোকা যাবে না।

২। ডাটা ইউজার সেবাঃ সাধারনত সবাই ডাটা ইউজার সেবাটাই গ্রহন করে। ডাটা ইউজার বলতে এখানে ইন্টারনেট সংযোগ বোঝানো হয়েছে। কেননা ডাটা ছাড়া ফেসবুকের আসল মজাটাই পাওয়া যায় না। ফ্রি ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকের যে যে সেবাগুলো থেকে বঞ্চিত হই সেগুলো আমরা ডাটা ব্যবহার করে ভোগ করতে পারি।


ফেসবুকের উপকার


twitter-facebook-together-exchange-of-information-preview.jpg
Source

যোগাযোগ ব্যবস্থাঃ বর্তমানে ফেসবুক হলো সবচেয়ে বড় অনলাইন চ্যাটিং প্লাটফর্ম। এখানে আপনি আপনার বন্ধু-বান্ধবী, আত্মীয়-সজনসহ পরিবারের লোকদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি আপনার একাউন্ট থেকে তাদেরকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিন আর তারা আপনার রিকুয়েষ্ট এক্সেপ্ট করলেই সবার সাথে যোগাযোগ করতে পারবেন।

প্রমোশনঃ বর্তমানে সারা পৃথিবীতে আনুমানিক প্রায় ৩০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই আপনার যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে থাকে তার প্রমোশনের জন্য ফেসবুক একটি আদর্শ প্লাটফর্ম। কেননা এখানে অল্প সময়ের ব্যবধানে অনেক মানুষের কাছে আপনার তথ্য পৌঁছে যাবে। এজন্য আপনি ফেসবুকে একটি পেজ বা গ্রুপ বানিয়ে আপনার কোম্পানির প্রমোশন করতে পারেন।

ভিডিও ও অডিও চ্যাটিংঃ বর্তমানে ফেসবুক মেসেঞ্জার ভিডিও ও অডিও চ্যাটিং এর জন্য খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম। আপনি আপনার ঘরে বসেই ফেসবুকের মাধ্যমে আপনার বন্ধু বা আত্মীয়-সজনের সাথে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন। অনেকেই ক্যারিয়ার গঠনের জন্য নিজের পরিবার পরিজন ছেলে দূরে চলে যায়। তখন তারা ফেসবুকের মাধ্যমে ভিডিও বা অডিও চ্যাট করে থাকে।

আপডেট তথ্যঃ এখন আর নতুন নতুন খবরের জন্য কেউ টিভির সামনে বসে থাকে না। ফেসবুকে নিউজের অনেকগুলো গ্রুপ ও পেজ আছে। আপনি যদি সেগুলোতে জয়েন করেন তাহলে ফেসবুকের মাধ্যমেই প্রতিনিয়ত সব আপডেট নিউজ পেয়ে যাবেন। ফেসবুকে টিভি চ্যানেল ও সাংবাদিকদেরও পেজ আছে। তাদের পেজে লাইক দিলে আপডেট সব তথ্য সহজেই পাওয়া যাবে।

ফেমাস ব্যাক্তি হওয়াঃ বর্তমানে ফেসবুক ব্যবহার করে অনেকেই ফেমাস হয়ে গেছেন। কেনই বা হবে না কারণ এর ইউজার দিন দিন বেড়েই চলেছে। এখানে আপনাকে ফেমাস হতে হলে একটি পেজ বা গ্রুপ খুলতে হবে। আর সেখানে আপনার দক্ষতা তুলে ধরবেন। তাহলে আপনিও একজন ফেমাস ব্যাক্তি হতে পারবেন। আমাদের বাংলাদেশে এরকম অনেক সেলেব্রিটি পাওয়া যাবে যারা ফেসবুকের মাধ্যমেই ফেমাস হয়েছেন।

স্মৃতি মনে করিয়ে দেয়াঃ আপনি কয়েক বছর আগে একটি দিনে কোথায় গিয়েছিলেন বা কি করেছিলেন এটা মনে রাখা আপনার জন্য খুবই কষ্টকর হবে। কিন্তু আপনি যদি কোনো দিনের ঘটনা বা ছবি ফেসবুকে আপলোড করেন তাহলে প্রতি বছর ফেসবুক আপনাকে সেই দিনের স্মৃতি মনে করিয়ে দিবে। আবার আপনার বন্ধুর জন্মদিন আপনার মনে নেই ফেসবুক আপনাকে মনে করিয়ে দিবে।

জীবন বৃত্তান্তঃ বর্তমানে অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে এবং ফেসবুক প্রোফাইলে তাদের ব্যক্তিগত তথ্যগুলো দেয়। যার কারনে আমরা সহজেই একে উপরের সম্পর্কে জানতে পারি। আমরা হয়তো আমাদের অনেক কাছের বন্ধুর জন্মদিন সম্পর্কে নাও জানতে পারি। কিন্তু ফেসবুক আমাদের মনে করিয়ে দেয়।

নিউজফিডঃ বর্তমানে বহূল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। বর্তমানে আমাদের সাথে প্রতিনিয়ত কি কি হচ্ছে না হচ্ছে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো নিয়ে আমরা ফেসবুকে পোস্ট করে থাকি। যেগুলো আমাদের ফেসবুক ফ্রেন্ডরা তাদের নিউজফিডে দেখতে পায়।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXiE7arBNuf15MvfK3qkAxnBtSL4s4Wbk8uodtv1769FzfGkWCc1T9LX1QhLG7AzpNjGHBCnJbMh81S9A3...TAHb8Yt5K9cYp4pkAqRZ4fr3hdLWnnZT4kn1Zbuk41S6wSo6SW4NoUxsH9NHPiNio1nbuZnBhr3Zi6cVuNBUEVJjjuFG8gEUx7Xc2u4RvgoXrTGU9bwsg75mLA.png

ফেসবুকের অপকার


facebook1.jpg
Source

সব জিনিসেরই একটা ভালো দিক থাকে আর এজটা খারাপ দিক। ঠিক তেমনিভাবেই ফেসবুকেরও কিছু ক্ষতিকর দিক রয়েছে। তো চলুন এইবার ফেসবুকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানা যাক।

  • ফেসবুকে অনেকেই লাইক কমেন্ট পাওয়ার আশায় তাদের অনেক গোপন ছবি আপলোড করে। অনেকেই সেই ছবিগুলো খারাপ কাজে ব্যবহার করে। এতে করে প্রাইভেসি নষ্ট হয়ে যায়।

  • অনেকেই ফেইক ফেসবুক একাউন্ট করে মানুষের সাথে প্রতারণা করতেছে। আপনার সাথে তারা বন্ধুত্ব করবে আর আপনার সব ইনফরমেশন জেনে নিয়ে পরে প্রতারণা করবে।

  • বর্তমানে অনেকেই ফেসবুকের প্রতি আসক্ত। অনেকে সারাদিন ফেসবুক ব্যবহার করে। এতে করে তাদের সময়ের অপচয় হচ্ছে। এই সময়টাকে অন্য কাজে ব্যবহার করলে হয়তো ভালো কিছু করতে পারতো।

  • ফেসবুকের মাধ্যমে আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করি। যার কারনে আমরা ফেসবুককেই আসল দুনিয়া মনে করি এবং পরিবার থেকে অনেক দূরে চলে যাই। কেননা পরিবারের মানুষগুলোকে আমরা সময় দিতে পারি না।

  • অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি পায়। এতে করে শরীর খারাপ হয় এবং বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। যার ফলে অনেকেই ডিপ্রেশনে ভোগে।


মতামত


26405898387_5e9e0c2c56_b.jpg
Source

ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশী ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে সারা পৃথিবীর প্রায় ৩০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এটি যেমন আমাদের অনেক উপকারে আসে তেমনি ক্ষতিও করে থাকে। তবে ক্ষতির তুলনায় উপকারই বেশী করে। তাই আমাদের ফেসবুকের ইতিবাচক দিকগুলোকে গ্রহন ও নেতিবাচক দিকগুলোকে বর্জন করা উচিত। এতে করে আর কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। আর আমাদের শিশুরা যেনো কোনোভাবেই ফেসবুক ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @sohag27@ana07 কে আমন্ত্রণ যানাচ্ছি।



ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ফেসবুক সম্পর্কিত বিভিন্ন তথ্য খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

Please beware @lyon89, he hacked my account, and he is a scammer too.

 2 years ago 

ফেসবুক সব থেকে জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। এর অপকারী দিকগুলো আমাদের এড়িয়ে চলতে হবে।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57171.31
ETH 3134.47
USDT 1.00
SBD 2.26