#club75 | | The Diary Game - A Simple Day | | 07-01-2022 | | 30% benefit set to @hive-138339

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম


  • আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

🌄 সকাল 🌄


20220103_122305.jpg

একটি ফুল

সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে নিলাম। তারপর বই পড়তে বসলাম। বই পড়তে পড়তে সকাল ৯ টা বেজে গেলো। তারপর পড়া বাদ দিয়ে একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম দোকানে বেশ কয়েকটা ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। আমি তাদের সাথে বসে কিছুক্ষন মেসেঞ্জার ও ইউটিউব চালালাম। তারপর বাড়িতে এসে গরুকে গোসল করানোর জন্য আমার ফুপাতো ভাইকে সাহায্য করলাম।

☀️ দুপুর ☀️


Screenshot_20220108-200814_Candy Crush Saga.jpg

ক্যান্ডি ক্রাস খেলার সময়

গোসল করানো শেষ করে আমিও গোসল করে নিলাম। তারপর বাইরে গিয়ে রোদে দাঁড়িয়ে শরীরটা গরম করে নিলাম। কিছুক্ষন বাড়িতে ফিরে এসে সরিষার তেল ভালো করে গায়ে মাখলাম। তারপর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমার মোবাইলে ক্যান্ডি ক্রাস গেম খেলা শুরু করলাম। গেম খেলতে খেলতে ৫টা লাইফ যখন শেষ তখন বাইরে এসে দেখি বিকাল হয়ে গেছে।

🕔 বিকাল 🕔


20220107_163553.jpg

ফুটবল খেলার আগে তোলা ছবি

বিকালে বাইরে এসে দেখলাম আমাদের পাড়ার ছোটো ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তাদের সাথে আমিও খেলার যোগ দিলাম। আমি মাঠে নামার আগে একটু ফটোগ্রাফি করে নিলাম। তারপর খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে এক পর্যায়ে সন্ধ্যা নেমে এলো। তারপর খেলা শেষ করে বাড়িতে ফিরলাম সবাই। বাড়িতে এসে ভালোভাবে হাত পা ধুয়ে ফ্রেস হয়ে নিলাম। তারপর আমার বন্ধু আল-আমিন কে নিয়ে জমির হাটে গেলাম।

🌇 সন্ধ্যা ও রাত 🌇


20220108_175459.jpg

এক কাপ চা

জমির হাটে গিয়ে আল-আমিন ভাইয়ের দোকানে গিয়ে পুষ্পা মুভিটা ডাউনলোড দিলাম। তারপর আল-আমিনসহ চায়ের দোকানে গিয়ে চা খেলাম। চা খাওয়ার সময় একটু ফটোগ্রাফি করে নিলাম। তারপর বাড়িতে এসে ফ্রেস হয়ে বই পড়তে বসলাম। পড়া শেষ করে আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে এসে মুভি দেখা শুরু করলাম। মুভি দেখে রাত ১২ টার দিকে শুয়ে পড়লাম।


তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে 🖤

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.32
JST 0.051
BTC 103090.04
ETH 3836.90
USDT 1.00
SBD 4.00