Steem-Bangladesh //My Favorite Teacher //contest//23-05-2021 @sikakon

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এ ভালো আছি। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই @STEEM-BANGLADESH কে এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আজকে আমি আমার প্রিয় শিক্ষক সম্পর্কে বলতে যাচ্ছি। যার সম্পর্কে হাজার বললেও খুবই কম বলা হবে। তাহলে শুরু করা যাক-

FB_IMG_1621766457764.jpg

নাম - আল ইমরান বকল
বয়স-৬৫
ঠিকানা- ধানবাড়ি,টাংগাইল

স্বপ্ন থাকতে হবে আকাশ ছোঁয়ার , তাহলে অন্তত পাহাড় চূঁড়া পর্যন্ত উঠতে পারবে-------
কথাটা যেই ব্যক্তিটি আমাদের মনে গেঁথে দিয়েছেন তিনি হলেন আমাদের স্যার আল ইমরান বকল।

তিনি আমাদের ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুলের একজন শিক্ষক। আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন।
জীবনে যে একটা লক্ষ্য স্থীর রাখা খুব প্রয়োজন তা বুঝতে শিখিয়ে ছেন।

ইমরান স্যার এর ক্লাসে আমরা অনেক আনন্দের সাথে সবাই পড়তাম। স্যার ক্লাসে কোনো একটা কিছু লিখতে দিলে আগে সবাই লিখতাম পরে স্যার বলতেন কার উত্তর টা বেস্ট। কখনো যদি আমার উত্তর বেস্ট হতো তখন আমি আনন্দের সাথে বলে উঠতাম -
ইয়েস ইয়েস ইয়েস
ব্রিলিয়ান্ট এফআরসিএস( একটা ডক্টরেট ডিগ্রি আমার স্বপ্ন এই ডিগ্রি. তাই আর কিছু না বলে এইটা বলতাম)
সাথে সাথে পুরো ক্লাসের সবাই হা হা করে হাসতো. স্যার একটু হেসে আবার পরের উত্তর বলতেন।

মাঝে মাঝে পড়ার ফাঁকে ফাঁকে স্যার তার ছোটবেলার গল্প বলতেন। আমাদের সেই সোনার বাংলার গল্প বলতেন.গ্রাম বাংলার সেই মজার মজার খেলাধুলার গল্প , শৈশবের মজাদার দিনগুলি স্যার আমাদের বলতেন। আর আমাদেরকে উৎসাহ দিতেন.আমরাও খুবই মনোযোগ দিয়ে সেই গল্প শুনতাম।

মোটকথা তিনি একাডেমিক পড়ালেখার পাশাপাশি আরো অনেক বিষয় সম্পর্কে জ্ঞান দান করতেন। কখনো বা মহৎ প্রাণ ব্যক্তিদের জীবনী বলার মাধ্যমে উৎসাহিত করতেন।
সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা সকল বিষয়ে সব সময় সচেষ্ট থাকতে শিখিয়েছেন।
ক্লাসে স্যার যেমন ভালো পড়াতেন তেমন ভালো মনোযোগ দিতাম আমরা যেন তার একটা কথাও শোনা বাদ না পড়ে।

একবার উপজেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা নোটিশ নিয়ে আসলো শামীম ভাই। শামীম ভাই আমাদের স্কুলের সকল কাজে সাহায্য করেন, তাকে ছাড়া যেন স্কুল অগোছালো। যাই হোক শামীম ভাই যখন ক্লাসে নোটিশ দিয়ে গেলো ক্লাসে তখন ইমরান স্যার আমাদের ইংরেজি ক্লাস নিচ্ছেন।
তখন স্যার বললেন কে কে অংশ নিতে আগ্রহী?
মাএ কয়েকজন হাত তোলে। তখন স্যার বলেন সকল বিষয়ে পারদর্শী না থাকলেও অংশ নেওয়াটা খুবই জরুরি। পাশাপাশি আরো কিছু অনুপ্রেরনামূলক কথা যেন সবাইকে উদ্দীপ্ত করে।তখন ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী হাত তোলে আর বলে তারাও অংশ নেবে। সবাই নাম জমা দেয়। আর কেউ কেউ প্রথম বা দ্বিতীয় হয়। এতটাই অনুপ্রেরণামূলক ছিল স্যারের কথা গুলো।

আল ইমরান বকল স্যারের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। স্যার এর কথা বলার মধ্যে একধরনের মুগ্ধতা রয়েছে। আদর্শ একজন শিক্ষক। আমার দেখা মতে শিক্ষকতার বাইরের জগতেও তিনি অত্যন্ত সৎ, আর খুবই ভালো একজন। এককথায় তিনি আমার আদর্শ।
আমার স্কুলের সকল শিক্ষকের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। সকলেই অনেক ভালো।যখন প্রিয় শিক্ষক এর নাম আসে তখন আমার আল ইমরান বকল স্যারের নামটাই আগে মনে পড়ে। তিনি আমার আদর্শ। জীবনে তার মতো ভালো একজন মানুষ হওয়ার একটা অদম্য ইচ্ছা আমার।❤️

সবাইকে অসংখ্য ধধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75385.51
ETH 2812.02
USDT 1.00
SBD 2.49