Sky Photography contest by shuvoprosad
1
গোধুলি বেলা, রোদ্রু উজ্জ্বল আকাশ, একসারি মেঘ, চার পাশে সবুজের খেলা, পুকুরে তাদের প্রতিফলন, উন্মুক্ত রাস্তা সব মিলিয়ে মন হরণ করার মতো এক দৃশ্য।
2
সূর্য অস্ত হয়েছে মাত্র কিন্তু তার তেজ এখনও কমেনি। তার অনাবিল তীব্র রশ্মির কিরণ এর রেশ ধরে কিছু মেঘ এখনও জ্বলে উঠেছে। গাছ গুলো তাদের সবুজ রঙ ছেড়ে কালোর সাথে আলিঙ্গন করছে।
3
বেগুনি রঙের আলোয় মেঘ ও আকাশ রঙিন। টুকরো টুকরো মেঘ সেই অদূরের বাসা গুলো এক শান্তির অনুভূতি নিয়ে আসে।
4
হাজীগঞ্জ কেল্লা এটি একটি ঐতিহাসিক দূর্গ যা নারায়ণগঞ্জ জেলা সদরে হাজীগঞ্জের কিল্লাপুর নামক স্থানে অবস্থিত। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ যা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। দিনটি ছিল রোদ্র উজ্জ্বল পুরনো লাল ইট গুলো যেনো নতুন প্রাণ পেয়ে ছিল।
খুব সুন্দর ছবি তুলেছেন আকাশের। প্রতিটা ছবিই ভালো ছিল।
অসাধারণ ফটোগ্রাফি। হাজীগঞ্জ দুর্গ কবে গেসিলু? সেই সুন্দর জায়গাটা।
November মাসে গেছিলাম নারায়ণ গঞ্জে তখন গেছিলাম।
অনেক সুন্দর ♥️
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্যে
প্রথম ছবিটার মেঘগুলো দেখে মনে হচ্ছে এরা মাটিতে এসে পড়েছে। দারুণ ফটোগ্রাফি।
আমার অনেক পছন্দের ছবিটা
প্রথম ছবিতে পুকুরের পানিতে আকাশের প্রতিচ্ছবি সত্যিই অসাধারণ।
ছবিটা তোলার সময় বুঝি নাই যে এত সুন্দর আসবে
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Just wowo