Diary game - 11 October 2021 - পুজোর প্রথম দিন

in Steem Bangladesh3 years ago
Date : 11 October 2021

Diary game

20211010_121432.jpg

20211009_202233.jpg

20211009_201923.jpg

সকাল

রোজকার মত আজও অনেক দেরিতে ঘুম ভেঙেছে। সকালে উঠেই দেখলাম দশটা মিসড কল। গৌরব কল করেছিল। গৌরব কে কল back করলাম। কথা বলা শেষে টয়লেটে গেলাম। মুখ হাত ধুয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা করার সময় দেখলাম ঘড়িতে এগারোটা বাজে। নাস্তা শেষ করে কম্পিউটার অন করে কাজে বসলাম। অনেক গুলো রিসার্চ পেপার পড়তে হবে। ক্লাউড কম্পিউটিং স্যার আমাদের ফাইনাল পরীক্ষার জন্যে টপিক গুলো সব নতুন প্রকাশিত কিছু research paper থেকে সিলেক্ট করেছেন। ইতি মধ্যে আমি শুধু দুইটি পেপার পরে শেষ করেছি। আরো ছয়টি পেপার পড়া বাকি রয়েছে।

দুপুর

পড়লাম অনেকক্ষণ। পড়ার মাঝে মাঝে দুই চারাট গানও শুনলাম। স্যার প্রায় তিরিশ টা প্রশ্ন ও দিয়েছেন ফাইনাল পরীক্ষার বাঁশ হিসেবে। কয়েকটি প্রশ্নের উত্তর খাতায় লিখে রাখলাম। একটাও এখনও মুখস্ত করতে পারিনি। শুধু দেখে দেখে কপি করলাম। এর পর অনেক্ষন শুয়ে ছিলাম। শুয়ে শুয়ে whatspp এ চ্যাট করলাম। কিছু সময় instagram এও নষ্ট করলাম। মা খেতে ডাকদিল প্রায় তিনটার সময়। আজকে পূজার প্রথম দিন তাই আজ থেকে সব আমিষ খাবার বন্ধ। মা শিম ভাজি এবং বেগুন আলুর সবজি রান্না করেছিল। এরপর ঘুমিয়ে ছিলাম।

সন্ধ্যা

সন্ধায় কফি হাউসে গেলাম রাজিব, সোহান, শাওন এবং শামীম এর সাথে। আমরা বার্গার আর কফি খাই। বারোয়ারী মন্দিরের সামনে পান ও আচারের দোকান বসেছে। কফি হাউসে আমরা এখনও আড্ডা দিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60745.88
ETH 2640.15
USDT 1.00
SBD 2.56