Diary game - 09 October 2021 - কিছু ভালো করার চেষ্টা

in Steem Bangladesh3 years ago (edited)
Date : 09 October 2021

Diary game

20211009_163944.jpg

20211009_163525.jpg

244429121_1722559271288698_6870014453306519489_n.jpg

সকাল

সাজ্জাদ ভাইয়া কল করছিলো এগারোটা থেকে উনি প্রায় দশ বার কল করছিলেন এর পর আমি টের পাই। ঘুম থেকে উঠে উনাকে আবার কল করলাম। ভাইয়া আমাকে বাজারে আস্তে বললো চাঁদার টাকা নিয়ে। আমার বিকেলে কিছু সনাতন ধর্মাবলম্বী পরিবারকে দুর্গা পূজা উপলক্ষে কিছু ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে টাকা নিয়ে ভাইয়ার সাথে দেখা করলাম। ভাইয়া বাজারের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। উনি আর রাকিব সকাল থেকে সব কেনা কাটা শেষ করে রেখেছেন। আমি গিয়ে টাকা গুলো ভাইয়াকে দিলাম তারপর উনি আমাকে পাঁচটায় পাবলিক স্কুলের সামনে যেতে বললো সেখান থেকে আমরা রামপুরা গ্রামে ত্রাণ গুলো বিতরণ করবো। কিছুক্ষন কথা বলে আমি চলে আসলাম বাসায়। সকলের নাস্তা খাইনি। মাকে বললাম একবারে দুপুরে খাবো।
মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম তারপর কম্পিউটারে সামনে বসলাম কাজ করার জন্যে।

দুপুর

স্নান করে খেতে বসলাম। খাওয়া শেষ করে একটু পড়তে বসলাম। বাইশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। পড়ার পর ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষনের জন্যে। রাজিব কল করে lions club এ যেতে বললো তাকে একটু সাহায্য করার জন্যে। ওইখানে আজকে ছবি আঁকা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে lions club এর পক্ষ থেকে। আমি গিয়ে ওইখানে কিছু কাজে রাজিবকে সাহায্য করি। পাঁচটার সময় সাজ্জাদ ভাই আমাকে কল করে পাবলিক স্কুলের সামনে যেতে বলে ত্রাণ বিতরণ করার জন্যে। আমি রাজিব কে বলে সেখানে চলে যাই।

বিকেল

বিকেলে আমি , সাজ্জাদ ভাই, আলোক, সৌরভ আর সোহান ত্রাণ বিতরণ করতে বের হই। ত্রাণ বিতরণ করতে সন্ধ্যা হয়ে যায়।

সন্ধ্যা

সন্ধায় আমি, রাজিব, বিপ্লব, শাওন আর সোহান কফি হাউস দেখা করি। আমরা এখনো কফি হাউসে আড্ডা দিচ্ছি আর আমি এই পোষ্টটি লিখতেছি।

20211009_174346.jpg

20211009_180952.jpg

20211009_175850.jpg

Sort:  

পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাই। অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন 💙

খুব এ ভালো কাজ করেছেন।সুন্দর দিন ছিল

 3 years ago 

dhonnobad

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66847.77
ETH 3497.61
USDT 1.00
SBD 2.89