Contest | Travel Review | by @shuvoprosad | 24-April-21

in Steem Bangladesh3 years ago (edited)

MVIMG_20200802_110915.jpg

Location :

শেখ রাসেল জাতীয় উদ্যান আর আশুরার বিল (type: Natural and national park) Geo Location

আমার দেখা

2020 এর রমজান মাসের শেষে ঈদ এর দ্বিতীয় দিনের কথা। আমি সোহান দীপ্ত জয় আমাদের কিছু বন্ধুরা মিলে ঠিক করলাম আশুরার বিল ও শেখ রাসেল জাতীয় উদ্যান ঘুরে দেখব। এছাড়া আমাদের সবার একসাথে দেখা হয়ে ওঠেনা ঈদের ছুটি ব্যতীত। আমরা কিছুদিন আগে আমাদের এক বন্ধু সেখান থেকে ঘুরে এসে ছিল তার ছবিগুলো দেখে মূলত আমাদের আগ্রহ হয় সেই জায়গাটা ঘুরে আসতে। আমরা একটা মাইক্রো ঠিক করি 3000 টাকায় যেটা আমাদের সেখানে নিয়ে যাবে বিকেল পর্যন্ত অপেক্ষা করবে এবং আমাদেরকে পার্বতীপুর ফেরত নিয়ে আসবে। আমরা সকাল আটটা নাগাদ বের হই এবং সকলের সাথে দেখা করি। গাড়ির আসার কথা আটটার দিকে হলেও গাড়ি আসতে দেরি করে এবং আমাদের যাত্রা শুরু করতে অনেক দেরি হয়। আমরা প্রায় নয়টা নাগাদ বিরামপুরে দিকে রওনা হয় আমাদের সেখানে পৌছতে প্রায় দেড় ঘন্টা লাগে। সেদিন প্রচুর গরম ছিল। আমাদের ঘুরে দেখার ইচ্ছা ছিল সেখানকার নৌকা লাল-সাদার কাঠের তৈরি ব্রিজ এবং গোলাপি এবং সাদা শাপলায় ঢেকে থাকা নদীর পাড়। আমরা শাপলার মৌসুমটা কখন তা জানতাম না তাই আমাদের ভাগ্যে এবারের মতো শাপলার সৌন্দর্য দেখা হয়ে ওঠেনি। খুনি পৌঁছানোর পর আপনি দুটো পথ অনুসরণ করতে পারেন এক নম্বর পায়ে হেঁটে কাঠের ব্রিজ হয়ে সাল এবং বেত গাছের অরণ্যে যাওয়া অথবা দ্বিতীয় পথ হলো নৌকায় করে নদী পারি দিয়ে সেই অরণ্যে যাওয়া। যারা প্রকৃতি প্রেমী তাদের এখানে নিশ্চয় যাওয়া উচিত, চার পাশে শুধু সবুজের সমারোহ ধূসর আকাশ যেনো নদীর সবুঝাভ জলে ভেঙে পড়ছে, সে এক অপুরুপ প্রাকিতিক সৌন্দর্য ।

এইখানে আসার পথ গুলো হলো :

ট্রেন, বাস অথবা আমাদের মত গাড়ি ভাড়া করে। ট্রেন আসলে অনেক দূরে হয়ে যায় পথটা কিন্তু খরচ অনেকাংশেই কমে যাবে। বাসে অথবা ট্রেনে আসলে আপনাকে আবার অটো রিক্সা অথবা গাড়ি ভাড়া করে আশুরার বিল যেতে হবে। বিরামপুর উপজেলা শহর থেকে জায়গা টা কিছুটা বাইরে গ্রামের দিকে। বিরামপুর শহর থেকে প্রায় ২০-২৫ মিনিট লাগে যেতে।

খাবার ব্যবস্থা:

এখানে খবর বলতে পাবেন ঝাল মুড়ি, ডাব, পেয়ারা, কাচা আম, কিছু ঠাণ্ডা পানিও ও আলুর চিপস্। ভাত বা অন্য কোনো ভারী খবরের জন্যে আপনাকে শহর যেতে হবে।

Rating: ৮/১০

সবকিছুই সুন্দর কিন্তু এখানে পরিবার প্রিয়জন নিয়ে আসা ঠিক হবে না কারণ জাতীয়ও উদ্যান হলেও এখনো পুলিশ তদারকির কোনো ব্যবস্থা নেই। আর খাবার পায়া কষ্টসাধ্য এবং অনেকক্ষেত্রে তাদের দাম বেশি নেই দোকান দারেরা। বন্ধু মিলে ঘুরে আসতে পারেন সমস্যা নেই।

কিছু ছবি :

IMG_20200802_084857.jpg

20200802_085225.jpg

IMG_20200802_093935.jpg

IMG_20200802_102105.jpg

IMG_20200802_113840.jpg

20200802_114604.jpg

IMG20200802103315.jpg

IMG_20200802_101858.jpg

MVIMG_20200802_111916.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60596.21
ETH 2611.46
USDT 1.00
SBD 2.64