Steem Bangladesh Contest - Sports || Cricket || 29.04.2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আমি @shopon700🇧🇩 বাংলাদেশ থেকে।Steem Bangladeshকমিউনিটির আজকের টপ পোস্ট টপিক Sports। আমি আজ এই টপিক এর উপর পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন।



cricket-155965_1280.pngSource

পরিচিতি

ক্রিকেট একটি বহুল জনপ্রিয় খেলা। যদিও ক্রিকেট একটি বিদেশি খেলা অন্যদিকে ফুটবল যদিও জনপ্রিয় খেলা তবুও ক্রিকেট খেলাকে বলা হয় খেলার রাজা ।অনেক ব্যয়বহুল ও দীর্ঘ সময়ের খেলা হলেও বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়।

ইতিহাস

ক্রিকেট খেলার জন্মভূমি ইংল্যান্ড। আঠারো শতকে ইংল্যান্ডের মাটিতে প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে পুরো বিশ্বে এই ক্রিকেট খেলার জনপ্রিয় হয়ে উঠেছে। এরপর ইংল্যান্ডের ক্রিকেট দল আন্তর্জাতিক সফরের মাধ্যমে বিশ্বের ক্রিকেট প্রিয় দেশগুলোর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।

প্রকারভেদ

ক্রিকেট খেলা তিন প্রকারের হয়ে থাকে। যথা-টেস্ট ম্যাচ (পাঁচ দিনের খেলা), ওয়ানডে ম্যাচ (একদিনের সীমিত ওভারের খেলা) এবং টি-টোয়েন্টি ম্যাচ (২০ ওভারের খেলা)।

খেলার নিয়ম

ক্রিকেট দু'দলে খেলতে হয়। প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট খেলার জন্য একটি কাঠের ব্যাট ও মুষ্টির ন্যায় আয়তন বিশিষ্ট একটি গোলাকার বলের প্রয়োজন হয়। মাঠের মধ্যস্থলে পরস্পরের সম্পূর্ণ বিপরীত দিকে 22 গজ দূরে উভয়ের দিকে তিনটি করে কাঠের দন্ড থাকে যাকে ক্রিকেটের ভাষায় উইকেট বলা হয়। উইকেট এর মাথায় দুটি করে কাঠের খন্ড থাকে যাকে বেইল বলা হয়। খেলা শুরুর আগে টস করে নেয়া হয় যে পক্ষ টসে জয়লাভ করে সে দল সিদ্ধান্ত নেয় কে আগে ব্যাট করবে। প্রতিপক্ষ ফিল্ডিং এর জন্য প্রস্তুত হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে উভয়পক্ষকে দুবার করে ব্যাট করতে হয় প্রত্যেক বারের খেলা কে একটি ইনিংস বলা হয়। দুই পক্ষের উইকেট এর জন্য দুইজন আম্পায়ার থাকে। বর্তমানে আর এক আম্পায়ার অন্তরালে থাকে যাকে (থার্ড) আম্পায়ার বলা হয়। প্রথমে দুজন ব্যাটসম্যান খেলা শুরু করে এবং বলকে হিট করে ব্যাটম্যান দৌড়ে রান নেয় ,বল যদি মাটি গড়ে সীমানার বাহিরে যায় তাকে 4 রান বলা হয় ।আর যদি বল মাটির উপর দিয়ে সীমানার বাহিরে যায় তাহলে তাকে 6 রান বলা হয় ।প্রতিপক্ষ মাঠের নির্দিষ্ট স্থানে দাঁড়ায় থাকে ফিল্ডিং করা করার জন্য অর্থাৎ ব্যাটসম্যানের হিটকে আটক করার জন্য এবং ক্যাচ ধরার জন্য। একজন বোলার একাধারে 6 ball করতে পারে পরবর্তীতে আরেকজন বল করে এভাবে পর্যায়ক্রমে বল করে যায়। ব্যাটসম্যানদের মধ্যে 10 জন আউট হয়ে গেলে ইনিংস শেষ হয়।

সাম্প্রতিক অবস্থা

বর্তমানে এ খেলা জনপ্রিয় হয়ে উঠেছে এবং খেলার নতুন মাত্রা যোগ হয়েছে দীর্ঘসূত্রিতা কমানোর জন্য টি-টোয়েন্টি খেলা চালু হয়েছে ।এতে প্রত্যেক দল 20 ওভার করে বল করার সুযোগ পায়। এতে যে দল বেশি রান করে সে দল বিজয়ী বলে ঘোষিত হয়। এছাড়াও 50 ওভারের ওয়ানডে ম্যাচেও জনপ্রিয়তা লাভ করেছে।

বিশ্বকাপ ক্রিকেট

1975 সাল থেকে শুরু হয়েছে ক্রিকেটের মহামিলন বিশ্বকাপ ক্রিকেট । যা প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয় ।প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় ।প্রথম ও দ্বিতীয় বার ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয়বার ভারত চ্যাম্পিয়ন হয় ।চতুর্থ অস্ট্রেলিয়া ,পঞ্চম পাকিস্তান-শ্রীলঙ্কা ,এভাবে পর্যায়ক্রমে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছে। 2011 সালে ভারত ।2015 সালে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপ অর্জন করেছে।

পরিশেষ

বর্তমানে দেশ-বিদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। খেলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ক্রিকেট এক কাতারে নিয়ে এসেছে যা বিশ্ব শান্তির পথ উন্মোচিত করেছে।



সকলকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62630.85
ETH 2463.74
USDT 1.00
SBD 2.61