Write about a Seasonal Fruit in My Area
আস-সালা-মু-আলাইকুম।স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজ স্টিম বাংলাদেশ আয়োজিত A Seasonal Fruit নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আশা করি সকলের ভালো লাগবে।
Location:MVH4+X3P Digharan
আম এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ ও পাকা অবস্থায় হলুদ রং ধারন করে। বেশির ভাগ ক্ষেত্রে খাওয়ার জন্যই এই ধরনের ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশির ভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়।
Location:MVH4+X3P Digharan
Location:MVH4+W2G Digharan
সম্পূর্ন পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে।
পাকা আমের আকার, আকৃতি, রঙ, মিষ্টতা এবং গুণগত মান জাতভেদে বিভিন্নরকম হয়।আমগুলো জাত ভেদে লাল,হলুদ, কমলা, বা সবুজ বর্ণের ও হতে পারে।
ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আম থেকে চাটনি, মোরব্বা, জ্যাম, আচার,জেলি, আমসত্ত্ব ও জুস তৈরি করা হয়।
Location: MVH4+X3J Digharan
আমটা খাওয়ার পরে বুঝতে পারলাম স্বাদটা অসাধারণ ছিল,,,আমের আকৃতি বড় হওয়ার কারনে পরিমাণে ও বেশি ছিল,যা একজনের জনের জন্য যথেষ্ট পরিমান ছিল😋😋
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @bakar @adeljose @lhorgic
এবং @ronindboss আশা করি আপনারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: