Sky photography Week - 1
আসসালামু আলাইকুম, ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজ @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Sky photography Week - 1 প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।
location:MVH3+VXC Digharan
আকাশে বিশালতা সম্পর্কে জানার এবং বলার আনেক কিছুই আছে।আকাশ সম্পর্কে স্বল্প পরিসরে বর্ননা করলাম।সাধারণত আকাশ শব্দটি ভূপৃষ্ঠ থেকে উপরে যে কোনো বিন্দু নির্দেশ করতে ব্যবহার করা হয়। কিন্তু এর অর্থ এবং ব্যবহার ভিন্ন ভিন্ন ও হতে পারে। যেমন, আবহাওয়ার ক্ষেত্রে আকাশ বলতে কেবলমাত্র বায়ুমণ্ডলের নিচের দিকের অধিক ঘন অংশ বোঝায়।
দিনের আলোয়, আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়।আর রাতের বেলায় আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মত মনে হয়। দিনের বেলায় মেঘ না থাকলে আকাশে সূর্য দেখা যায়।
location:MW38+H7P Parbatipur
আকাশের বিশালতা কোন উপমা দ্বারা বর্ননা করে শেষ করার নয়।স্টেশনে সন্ধ্যাকালীন এই দৃশ্য না দেখলে তার বিশালতা আংশিক পরিমানে ও আন্দাজ করা সম্ভব হতো না।
location:MW47+JXF Parbatipur
বিকেল বেলা বৃষ্টির আগমুহূর্তে কালো মেঘে ☁ ঢাকা পার্বতীপুর।মেঘে ছেয়ে যাওয়ার একটু পরেই নেমে আসে মুষুল ধারে বৃষ্টি।
location:JVW9+WVR Choitapara
বৃষ্টির পরে যখন মেঘের আড়ালে সূর্য হাসে।সূর্যের আগমনের হাতছানির দৃশ্য সত্যি মনোমুগ্ধকর।
location:JVW9+WVR Choitapara
মেঘলা আকাশ যেন পিছু ছাড়ছেই নাহ।একটু বৃষ্টির পড়ে রুটিন মাফিক যেন আবার বৃষ্টি হতেই হবে😪।
location:MVM5+647 Digharan
মেঘলা দিনে কবর স্থানের হিমশীতল দৃশ্য।সকল নিরবতা যেন ভর করেছে এখানেই।
বন্ধুরা এই ছিল আজকের আমার Sky photography পোস্ট।আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @fDigharan
onzalez @sultan-aceh @maher73 এবং @ayana511 আশা করি,আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর কিছু ছবি তুলেছেন।
চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া🥰🥰🥰🥰🥰🥰🥰