Steem Bangladesh Contest : Mytownin10pics

in Steem Bangladesh2 years ago

আসসালামু-আলাইকুম

আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।মহান সৃষ্টিকর্তার রহমতে আমি ও ভালো আছি।@steem-bangladesh কতৃক নিয়মিত আয়োজিত @Steem Bangladesh Contest : Mytownin10pics প্রতিযোগিতায় আজ আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার শহরের ছবি। আশা করি সকলের ভালোই লাগবে।



১ম চিত্র

Picsart_22-07-10_21-33-55-757.jpg
location:JWWC+G4H Parbatipur
সুন্দর আকাশের সাথে সুন্দর পার্বতীপুর আদর্শ কলেজ খেলার মাঠ ও কিছু ভবন।এ শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার সাথে খেলাধুলা ও সমান তালে চলে,এর বিশাল মাঠে নিয়মিত আয়োজিত হয় নানান ধরনের খেলা।



২য় চিত্র

Picsart_22-07-10_21-24-41-474.jpg
location:MVJ9+V7X Rajabasor
তাজনগর চরকডাঙ্গা ঈদগাহ মাঠের চমৎকার সদর দরজা।যা দেখতে বেশ সৌন্দর্য পূর্ণ। এখানে অনুষ্ঠিত হয় ২ নং মন্মথপুর ইউনিয়নের সবচেয়ে বড় ঈদের জামায়াত।



৩য় চিত্র

Picsart_22-07-10_21-30-30-145.jpg
location:MW56+9F9 Parbatipur
নানান ধরনের কারুকাজ করা একটি বাড়ি,যা আমাকে আকৃষ্ট করেছিল বেশ। তাই স্মরনীয় করে রাখার জন্য ছবি তুলে রাখি।বাড়িটি কিছু দিন পূর্বেই রং করা হয়েছে।



৪র্থ চিত্র

Picsart_22-07-10_21-35-49-933.jpg
location:JJCJ+QMJ Dinajpur
দিনাজপুর গোড়-এ-শহীদ ঈদগাহ মাঠ, যা আমরা বড় মাঠ হিসেবে চিনি।এর মিনারটা অনেক বড়।দেখতে ও অসাধারণ।এখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।



৫ম চিত্র

Picsart_22-07-10_21-32-35-191.jpg
location:MV7M+9WV Rajabasor
রাজাবাসর স্কুল এন্ড কলেজ নন-এমপিও ভুক্ত একটি প্রতিষ্ঠান।এখানের শিক্ষকরা অনেক আন্তরিক এবং সবার প্রতি বিশেষ ভাবে নজরদারি করে।তাই পড়াশোনার মান দিন দিন উন্নতি দিকে যাচ্ছে।



৬ষ্ঠ চিত্র

Picsart_22-07-10_21-38-04-239.jpg
location:JWM9+8F8 Haldibari
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ক্লাস ৮-১০ পর্যন্ত সকল শ্রেনীর ক্লাস এখানেই হয়।এখানের দালান গুলো অত্যন্ত সুগঠিত এবং মজবুত।



৭ম চিত্র

Picsart_22-07-10_21-37-21-852.jpg
location:MV59+8QP Rajabasor
মেলার মঠ্যে বাদ্যযন্ত্রের দোকান,এখানে পাওয়া যায় নানান ধরনের বাদ্যযন্ত্র।তার মধ্যে অন্যতম হলো ঢোল,দোতারা,একতারা প্রভৃতি।



৮ম চিত্র

Picsart_22-07-10_21-41-37-572.jpg
location:JWGF+C7P Haldibari
পার্বতীপুর মহিলা কলেজ শুধু মহিলাদের জন্য পার্বতীপুরের এক মাত্র কলেজ।এখানের প্রধান অধ্যক্ষ অনেক ভালো একজন মানুষ।এখানে পড়াশোনার মান যথেষ্ট উন্নত।



৯ম চিত্র

Picsart_22-07-10_21-28-31-996.jpg
location:MVR4+5R2 Digharan
খোড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান।এর পড়াশোনার মান অতটা উন্নত না হলে ও দিনে দিনে উন্নতির দিকে ধাবিত হচ্ছে।



১০ম চিত্র

Picsart_22-07-10_21-39-41-405.jpg
location:JWM9+8F8 Haldibari
এটি গাড়ির গ্যারেজ সহ পার্বতীপুর ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পরীক্ষা কেন্দ্র। এখানে নিয়মিত পরীক্ষা আয়োজিত হয়।এখানে আলাদা আলাদা ট্রেডের ক্লাস রুম ও রয়েছে।



@steem bangladesh কমিউনিটিতে তাদের নানান ধরনের অসাধারণ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @rabbani71 @marcojon @oasiskp @nusratjahan77 @nusratjahan77 কে।

🥰ধন্যবাদ🥰

Sort:  
 2 years ago 

সবগুলো ছবিই চমৎকার হইছে ভাই। নাইস ফটোগ্রাফি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া 😇

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Wow the first picture is soo nice
Nature😊

 2 years ago 

Thanks man🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63186.04
ETH 3392.68
USDT 1.00
SBD 2.50