Contest | Travel Review by @shemul21 (18/04/2021)

in Steem Bangladesh3 years ago (edited)

হ্যালো বাংলাদেশ

2021-04-18 21:03:45 Sunday


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ Travel Review Contest এ আমি আমার ছোট অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি।
হাল্কা গান গেয়ে বিনোদন প্রাপ্তির প্রচেষ্টা করেছিলাম

জায়গার নাম "হাতির ঝিল"। ভার্সিটির বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বলা বাহুল্য এই ট্র্যাভেল এ যানবাহনের পরিবর্তে পায়ের উতক্রিস্ট ব্যাবহার করেছিলাম। যদিও দূরত্ত টাউ বেশি ছিল না। তবে হেতে জেতে বেশ ভগান্তি পোহাইতে হইসে। ২ মাইল পথ হাঁটার পর হাতির ঝিল এ পৌছাই। আমরা প্রায় ১৫+ জন বন্ধু মিলে গিয়েছিলাম। বেশ মজা করেছি।

IMG_20190116_134831.jpg
মিথুন,শান্ত ও ফাহিমের সাথে সেলফি

কোথাউ ঘুরতে গেলে একটা সেলফি পরব তো অবশ্যই থাকবে। তবে খুব বেশি ফটোগ্রাফি করার সুযোগ হয়নি। আড্ডা দিতে দিতেই টাইম পার হয়ে গেছে।

IMG_20190116_140711.jpg
মিথুন ও সোনা মিয়ার (সুমন) সাথে সেলফি

এমন আরো বেশ কিছু ছবির মধ্যে নির্বাচিত ছবিগুলোই শেয়ার করতেসি।

IMG_20190116_135351.jpg
সেলফিগ্রাফার ঊর্মির সাথে আমরা সবাই


এবার আসি হাতির ঝিলের বর্ণনায়। কারওয়ান বাজার থেকে একটু এগিয়ে গেলেই হাতির ঝিল শুরু। অনেক বর জায়গা নিয়ে হাতির ঝিলের বিস্তার। এক দিকে কারওয়ান বাজার, অন্য দিক এ গুলশান-বাড্ডা-রামপুরা। জনবহুল ঢাকার যান্ত্রিকতার বেড়াজাল থেকে বেরিয়ে মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস নিতেই ছুটে আসে হাতিরঝিলে। আমরা গিয়েছিলাম ভর দুপুর বেলা। দুপুরের কড়া রোদে মানুশের আনাগোনা অনেকটাই কম থাকে। হাতিরঝিল জমজমাট হয় বিকেল থেকে। চারদিক মানুষে ভরপুর। খাবারের দোকান, খেলনাসহ বিভিন্ন্য ভ্রাম্যমাণ দোকানের অভাব নেই। জাতায়াতের জন্য ঝিলের চারপাশের রাস্তায় ছলে মাইক্রো বাস এবং ঝিলে কয়েকটা নোকা।


হাতির ঝিলের একটি ভিডিও করেছিলাম

সন্ধ্যা নামার পর হাতিরঝিলকে ভিন্য রুপে দেখা জায়। ম্নে হয় আলোকিত হাতিরঝিল। তবে কিছু তরুণ-তরুণীদের বেপরোয়া চলাচল সাধারন মানুষকে বিভ্রান্ত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনজর থাকলে এই সমস্যা টাউ আর থাকবে না আশা করা যায়।

সবশেষে আরো একটি সেলফি দিয়ে আজকের পোস্ট শেষ করছি। আশাকরি সবার ভালো লাগবে। ধন্যবাদ।

IMG_20190116_135306.jpg


লোকেশনঃ

Sort:  
 3 years ago 

হাতির ঝিলের কিছু ছবি এবং লোকেশন add করলে ভালো হত (Plus code/What3words)।

ওকে ভাই। এড করতেসি।

ভাই হাতির ঝিলের ছবি তোলা হয়নি তেমন। একটা ভিডিও করেছিলাম সেটাই ইউটিউব এ আপলোড করে লিঙ্ক দিয়েছি। আর লোকেশন এড করেছি।

Thanks for your suggestions bro @sohanurrahman

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43