Steem Bangladesh Contest : Photography - Rose

in Steem Bangladesh2 years ago

আমাদের নিজস্ব বাড়ি রয়েছে। আর আমাদের বাড়ির ছাদে অনেক ধরনের ফুল, ফল ও শাকসবজির গাছ রয়েছে। আমরা কিছুদিন আগে একটি আম গাছ কিনে আনছিলাম৷ গাছটিতে এই বছরেই আম ধরছে।

received_743016223482726.jpeg

এছাড়া আমাদের ছাদে রয়েছে বেশ কিছু গোলাপ গাছ। গোলাপ আমার খুবই পছন্দের একটি ফুল। আমি আমাদের সাদা, লাল, গোলাপি ও হলুদ বর্ণের গোলাপ ফুলের গাছ আছে৷ এখন তেমন ফুল ফোটে না৷ এখন আমরা গাছ গুলোর ডাল-পালা কেটে দিয়েছি।

লাল গোলাপকে ভালোবাসার প্রতীক বলা হয়৷ লাল গোলাপ দেখতে খুবই আকর্ষণীয় হয়ে থাকে৷

received_1141626753090745.jpeg

received_569848128140747.jpeg

গোলাপ বহু পরিচিত একটি ফুল৷ এটিকে পৃথিবীর সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই ফুলটি তার গন্ধ ও সৌন্দর্য দিয়ে মানুষকে মাতিয়ে রাখে৷ গোলাপ গাছের ফুল দেখতে সুন্দর। তাই এই গাছে কাটা থাকে প্রাণীদের হাত থেকে ফুলকে রক্ষা করার জন্য৷ আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন৷ এবং তিনি প্রত্যেকটি জীবকে কোন না কোন শক্তি দিয়েছেন। যার মাধ্যমে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে৷

received_448886793754302.jpeg

received_713760336352553.jpeg

received_391471839531401.jpeg

গোলাপ গাছের কাটা খুবই শক্ত হয়৷ কিছু কিছু গোলাপ গাছের জাতের খুবই কাটা থাকে৷ আবার কিছু কিছু গাছে কম থাকে৷ গোলাপ বীজ হয় কিনা আমার জানা নেই৷ গোলাপ গাছের কান্ড থেকে কলম করে নতুন গাছ উৎভাবন করা হয়৷

received_420316363374196.jpeg

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

very nice post .

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53