Steem Bangladesh Contest | Poetry//02/07/2021
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।@steembangladesh আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি।
কবিতার নাম: মেঘের কোলে রোদ হেসেছে
কবিতাটি লিখেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতাটির লিংক
কবিতাটির লিরিক্স
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেবো ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেনু,
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেনু,
মাখবো গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। পোস্টটিতে কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।