The diary Game || 05 May 2022 ||
আমার ডায়েরি
রোজঃ বুধবার।
তারিখঃ ০৪ মে ২০২২ ইং
আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।
সকাল
আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটি দিন উপভোগ করতে পেরেছি। সবার মতোই আমি ও আমার জন্মস্থানে ঈদ করতে গ্রামের বাড়ি এসেছি। সকালে ঘুম থেকে উঠে শুনলাম আজকে আমার সব ফুফু ও ফুফা সাথে তাদের ছেলে মেয়ে সবাই আসছে। ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে লাগলাম তখন দেখলাম আমাদের পাশের বাসায় কিছু ফুল গাছ লাগিয়েছে অনেক সুন্দর ফুল ফুটেছে তাই কিছু ফটোগ্রাফি করলাম।
•. Location - 445Q+2Q5 Bara Meghala, Jhikargacha, Jeshore.
ছবি তোলা শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আব্বুর সাথে বাজারে আসলাম বাজার করার জন্য। বাজারে এসে গরুর মাংস, কিছু সবজি ও কিছু কাঁচাবাজার করলাম। বাজার করা শেষ করে আমরা বাসায় চলে আসলাম।
দুপুর
বাসায় এসে ফ্রেস হয়ে নিলাম এবার সবাই এক এক করে বাসায় আসা শুরু করেছে। তারপর সবাই সাথে বসে আড্ডা দিলাম। এবার পুকুরে গিয়ে দুপুরের গোসল করে নিলাম। গোসল করা শেষ করে আমরা সবাই একসাথে মিলে বসে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের গরুর মাংস সাথে চিংড়ি মাছের ভুনা খেতে অবশ্য ভালোই লাগছিলো।
•. Location - 444Q+RQX Bara Meghala, Jhikargacha, Jeshore.
বিকেল
দুপুরের খাবার খাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেলো। তারপর আমি আমার ফুফাতো ভাই ও এলাকার কিছু ছোট ভাইদের সাথে নিয়ে বিকালে ঘুরতে বের হলাম।
সন্ধ্যা
ঘোরাঘুরি করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেলো। আমরা পাশের একটি চটপটির দোকান থেকে কয়েক প্লেট চটপটি অর্ডার দিলাম। কিছু সময় পরে আমাদের খাবার দিয়ে গেলো।
•. Location - 4422+Q96 Jhikargacha, Jeshore.
আমরা খাওয়া শেষ করে আরো কিছু সময় ঘোরাঘুরি করতে লাগলাম। তারপর দেখলাম রোডের পাশে একটি দোকানে কাবাব বিক্রি হচ্ছে। আমরা গিয়ে কিছু গরুর কাবাব অর্ডার দিলাম।
•. Location - 4422+R92 Jhikargacha
গরম গরম কাবাব খেতে ভালোই লাগলো। তারপর খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
রাত
বাসায় আসতে আসতে একটু দেরি হয়ে গেলো। বাসায় এসে ফ্রেস হয়ে সবার সাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খেয়ে সবাই মিলে বসে অনেক সময় আড্ডা দিলাম। তারপর আমার রুমে গিয়ে আমি একটি মুভি দেখতে লাগলাম।
•. Location - 444Q+VQQ Bara Meghala, Jhikargacha, Jeshore.
মুভি দেখা শেষ করে আমি বিছানা রেডি করে আমার ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলাম।
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @azmat545 এবং @arunava কে আমন্ত্রণ যানাচ্ছি।
nice post
Thank you