The diary Game || 01 July 2022 ||

in Steem Bangladesh2 years ago


আমার ডায়েরি


রোজঃ বৃহস্পতিবার।
তারিখঃ ৩০ জুন ২০২২ ইং

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।



সকাল

IMG_20220618_113208~2.jpg

শুভ সকাল

•. Location - MW57+XXX Parbatipur

আলহামদুলিল্লাহ আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলো। ঘুম থেকে উঠে ব্রাশ টা নিয়ে আমি বাইরে চলে গেলাম কিছু সময় হাঁটাহাটি করার জন্য। বাইরে থেকে হেঁটে এসে ফ্রেস হয়ে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে রেডি হয়ে অফিসের উদেশ্যে রওনা দিলাম। অফিসে যাওয়ার সময় একটি ছবি তুললাম।

IMG_20220629_081212.jpg

অফিসে যাওয়ার সময় তোলা একটি ছবি

•. Location - MW67+P9 Parbatipur, Bangladesh

ছবি তোলা শেষ করে আমি অফিসে পৌঁছে গেলাম। তারপর অফিসে গিয়ে কাজের পজিশন দেখে আমরা কাজ ভাগ করে নিলাম।

কাজ শেষ করে আমি বাসায় চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। বাসায় এসে দেখলাম খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছে আম্মু। নাস্তা শেষ করে আমি অফিসে চলে গেলাম।



দুপুর

অফিসের কাজ শেষ করে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেলো। বাসায় এসে ফ্রেস হয়ে একটু বাইরের দিকে গেলাম তারপর রুবেল ভাইয়ের দোকানে বসে এক কাপ চা খেলাম।

20220629_191344~2.jpg

চা

•. Location - MW67+5QR Parbatipur

চা খাওয়া শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা গোসলখানায় চলে গেলাম গিয়ে গোসল শেষ করে আমার রুমে চলে আসলাম। তারপর কিছু সময় পরে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করে আমি আবার ও অফিসে চলে আসলাম।



বিকেল

বিকালে অফিস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে কিছু সময় রেস্ট করালাম। তারপর সোহান ভাই এর ফোন পেয়ে আমি রেডি হয়ে চলে গেলাম তার সাথে ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে আমরা পার্বতীপুর বাস টার্মিনাল এ চলে গেলাম এরপর একটি দোকান থেকে আমরা কিছু পিয়াজু খেলাম।

IMG_20220629_181709.jpg

পিয়াজু

•. Location - MW97+2R5 আমেরিক্যান ক্যাম্প

পিয়াজু খাওয়া শেষ করে আমরা দুইজনে গল্প করতে করতে বাসায় চলে আসলাম।



সন্ধ্যা

বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর কিছু সময় ফোনে গান শুনতে লাগলাম। এদিকে আম্মু সন্ধ্যার নাস্তা দিলো খাওয়ার জন্য।

IMG_20220629_200703.jpg

সন্ধ্যার নাস্তা

•. Location - MW67+GG7 Parbatipur

নাস্তা খাওয়া শেষ করে আমি আমার রুমে বসে বসে কিছু সময় বই পড়তে লাগলাম।



রাত

রাতে পড়া শেষ করে আমি খাবার খেতে চলে গেলাম। খাবার খাওয়া শেষ করে সবার সাথে বসে কিছু সময় টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে ইউটিউবে একটি বাংলা নাটক দেখতে লাগলাম।

Screenshot_20220701-161858~2.png

রাতে নাটক দেখার সময় স্কিনশর্ট

•. Location - MW67+HJH Parbatipur

নাটক দেখতে দেখতে প্রায় অনেক রাত হয়ে গেলো তারপর আমি আমার বিছানা টা ঠিক করে আমি আমার ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলাম।

I am inviting @rashmarashma, @irfan20, @awais56 & @azeem22 to participate in this contest.



এইছিল আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।



Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

বড়া দেখে লোভ লেগে গেলো, হোটেলে বসে গরম বরা খেতে কত মজা লাগে।

 2 years ago 

হ্যা ভাই অনেক মজার খাবার এটি।ধন্যবাদ আপনাকে

Hello dear, i enjoyed reading your diary game,i wish you the best.

 2 years ago 

Thank you so much

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64078.16
ETH 3471.05
USDT 1.00
SBD 2.52