Steem Bangladesh Contest : Travel "Lalbagh"
আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্টিম বাংলাদেশ কমিউনিটি এর ট্রাভেলিং কনটেস্ট এ আমি অংশ গ্রহণ করতে যাচ্ছি।
স্থানঃ- লালবাগ কেল্লা, ঢাকা।
দিনটি ছিলো বৃহস্পতিবার ১০ মার্চ। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে নিলাম কারন আজকে আমার বন্ধুর সাথে লালবাগ কেল্লা ঘুরতে যাবো। আমি ঢাকায় আমার মামার বাসায় বেড়াতে গিয়েছি। আমার মামার বাসা শাহজাহানপুর রেলওয়ে কলোনি, ঢাকা। গোসল করে রেডি হয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি বেরিয়ে পড়লাম সদরঘাট এর উদ্দেশ্যে। কারন আমার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ লেখাপড়া করে। আমি শাহজানপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হেঁটে গেলাম তারপর ৬ নং বাসে উঠে আমি গুলিস্তান এ নেমে গেলাম। গুলিস্তান এ নামার পরে গোলাপ শাহ মাজার পর্যন্ত হেঁটে গিয়ে সদরঘাট এর বাসে উঠলাম। বাসে উঠে আমি আমার বন্ধুকে ফোন দিলাম বলল সে ক্যাম্পাসে আছে। আমি সদরঘাট পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে আমার বন্ধু সম্রাটকে ফোন দিলাম আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর গেটে দাঁড়াত বলল আমি তার কথা মতো তার বিশ্ববিদ্যালয়ে গেটে গিয়ে দেখি আমার জন্য অপেক্ষা করছে। অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হলো। তারপর বন্ধু আমাকে তার ক্যাম্পাসে নিয়ে গেলো ঘোরার জন্য।
• Location - PC56+FCH Dhaka
বন্ধুর সাথে তার পুরো ক্যাম্পাস ঘোরার পর আমরা লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমরা একটি রিক্সা নিলাম লালবাগ কেল্লা তে যাওয়ার জন্য।
• Location - PC55+FGF Dhaka
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের লালবাগ কেল্লায় যেতে সময় লেগেছে প্রায় ১ ঘন্টার মতো। কারণ প্রচুর পরিমাণ জ্যাম ছিলো।
অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম।
লালবাগ কেল্লা
আমরা রিক্সা থেকে নামার পরে ২ টি টিকিট কাটলাম লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য।
• Location - P9CP+2XR Dhaka
টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ওয়াও এতো সুন্দর জায়গা আপনাদের বলে বোঝানো যাবে না।
• Location - P99Q+Q2X Dhaka
প্রথমে আমরা ভিতরে প্রবেশ করলাম। তারপর সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ভিতরে যাওয়ার পরে সবার প্রথম আমাদের চোখে পরি বিবির সমাধি।
• Location - P99Q+F3G Dhaka
তারপর পাশের রুমে দেখলাম সামশাদ বানু এর সমাধি (শায়েস্তা খানের কথিত ছোট কন্যা)।
• Location - P99Q+G4F Dhaka
বাইরে এসে দেখলাম তিনটি সমাধি তার মধ্যে একটি হলো শায়েস্তা খান এর একান্ত বিশ্বস্ত সহ- সেনা অধিনায়ক এবং তার সমাধি র দুই পাশে দুটি অজ্ঞত শিশুর সমাধি ।
• Location - P99Q+F2H Dhaka
এবার পাশে দেখলাম সুন্দর একটি মসজিদ। আর দেরি না করে চলে গেলাম।
• Location - P99P+HX2 Dhaka
এই মসজিদ টি লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত। সুন্দর একটি মসজিদ অবশ্য এমন মসজিদ এখন আর তেমন কোথায় দেখা যায় না। এখন ও এই মসজিদ টি মানুষের নামাজ পড়ার জন্য উন্মুক্ত করা আছে। সবাই ই সব সময় নামাজ পড়তে পারে।
• Location - P99P+HX2 Dhaka
এবার সেখান থেকে আমরা চলে গেলাম বঙ্গবন্ধু জাদুঘরে। সেখানে বঙ্গবন্ধু কে নিয়ে কিছু কথা লেখা আছে এবং কিছু বই পত্রিকা বিক্রি করা হয়।
• Location - P99Q+C74 Dhaka
• Location - P99Q+HCX Dhaka
এই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ সব কিছু সুন্দর ভাবে লেখা আছে এবং অনেক বই ও আছে জাদুঘরে কিছু বই বিক্রি করে।
জাদুঘর থেকে আমরা বের হয়ে সোজ চলে গেলাম শেষ প্রান্তে গিয়ে দেখলাম অনেক বড় একটি পুকুর বাট পুকুরে বিন্দু মাত্র পানি নেই। তবুও পুকুরটি অনেক বড়।
• Location - P99Q+MWM Dhaka
এবার আমরা একটি বড় চূড়ার উপরে উঠলাম যাতে সম্পূর্ণ ভিউ দেখা যায়।
• Location - P99P+8R6 Dhaka
সবচেয়ে ভালো লাগলো লালবাগ কেল্লার ভিতরে অনেক ফুলের গাছ আছে এবং সুন্দর গার্ডেন ও আছে এসব জায়গা এই জন্য ছোট বড় সবারই প্রিয়। কারণ ফুল বা ফুল গাছ ভালো লাগে না এমন মানুষ খুজে পাওয়া যায় না।
• Location - P99P+HX2 Dhaka
হঠাৎ চোখ পড়ল একটি দেয়ালে। এই দেয়ালটি দেখলে বোঝা যাবে মানুষের ভালোবাসার অভাব নাই আর এই ভালোবাসা ঐতিহাসিক স্থানে রাখার জন্য তারা এই দেয়ালটি ব্যবহার করেছেন।
• Location - P99Q+869 Dhaka
সবকিছু ঘোরদ শেষ করে এবার আমরা বেরিয়ে যাবো। অনেক সময় ধরে আমি ও আমার বন্ধু ঘোরাঘুরি করলাম। বের হওয়ার সময় সর্বশেষ একটি ছবি তুলে নিলাম।
• Location - P99P+WX9 Dhaka
আমরা বের হয়ে একটু হেঁটে সামনে চলে গেলাম। গিয়ে একটি বিরিয়ানি হাউজে চলে গেলাম খাওয়ার জন্য। গিয়ে খাসির বিরিয়ানি অর্ডার করলাম।
• Location - P99Q+WV8 Dhaka
কিছু সময় পরে আমাদের খাবার দিয়ে গেলো খাওয়া শেষ করে বন্ধু আমার বিল দিলো তারপর আমরা একটি রিক্সা নিয়ে গুলিস্তানে চলে আসলাম। আসার পরে আমাকে বাসে উঠিয়ে দিয়ে আমার বন্ধু চলে গেলো।
বন্ধুরা এই ছিলো আমার লালবাগ কেল্লা ভ্রমণ। জানি না আপনাদের কেমন লেগেছে। অবশ্য জানাতে ভুলবেন না।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি @anusha96 এবং @haidermehdi কে আমন্ত্রণ যানাচ্ছি।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
লালবাগ কেল্লা খুব সুন্দর। সময় পেলে যাবো একবার।
ধন্যবাদ বস আপনাকে। অবশ্যই ঢাকা গেলে একবার ঘুরে আসবেন অনেক সুন্দর জায়গাটা।
লালবাগ কেল্লা অনেক দিনের পুরনো একটি স্থাপনা। বেশ প্রাচীন এই জায়গাটির ছবি দেখে ভালো লাগল।
ধন্যবাদ ভাইয়া ❤️❤️