Steem Bangladesh Contest - Technology | | Laptop | | 30% benefit set to @hive-138339

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত টেকনোলজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।



laptop-5673901_640.jpg

Source

ল্যাপটপ হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা দেখতে অনেকটাই খুদ্র আকৃতির এবং ভ্রমণ উপযোগী। ল্যাপটপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কর্মক্ষেত্রে, শিক্ষায় এবং ব্যক্তিগত বিনোদনের কাজে। আজকের দিনে ল্যাপটপ ব্যবহার করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। ছোট - বড় সবাই কম বেশি ল্যাপটপ ব্যবহার করে থাকে। বিশেষ করে কর্মক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি এই ল্যাপটপ ব্যবহার করা হয়। এটি বহনযোগ্য হওয়ায় খুব সহজেই এটি সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় বহন করা যায়।

ল্যাপটপ এর আগে সবাই ডেক্সটপ ব্যবহার করত। ১৯৮০ দশকের শুরুর দিকে প্রথম ভাঁজ করা যায় এমন ল্যাপটপ দেখা যায়। ডেক্সটপ এর চেয়ে ল্যাপটপ ব্যবহার করা সবচেয়ে বেশি উপযোগী হিসাবে স্থান পেয়েছে। করন ডেক্সটপ ব্যবহার করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমনঃ- বিদ্যুৎ না থাকলে আমরা ডেক্সটপ ব্যবহার করতে পারি না। এবং এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে পারি না কিন্তু ল্যাপটপ ব্যবহার করতে এমন কোনও অসুবিধা হয় না। ল্যাপটপ সহজে বহন করা যায় এবং এটি সাথে করে নিয়ে সব জায়গায় বহন করা যায়।

ল্যাপটপের উপকারিতাঃ-

ল্যাপটপ সহজে বহন করা যায়। ল্যাপটপ এবং ডেক্সটপ একই পরিমানে কাজ করা যায়। ল্যাপটপে ওয়াই ফাই ও সেলুলার ব্রডব্যান্ড ডাটা সুবিধা থাকার ফলে যে কোন জায়গায় বসে (ওয়াই ফাই সুবিধা আছে এমন জায়গায়, উন্নত বিশ্বের প্রায় সব জায়গায় এই সুবিধা পাওয়া যায়) সহজেই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ সম্ভব। এবং বিদ্যুৎ দিয়ে একবার ল্যাপটপ চার্জ করে অনেক কয়েক ঘন্টা চিন্তা মুক্ত ছাড়াই ব্যবহার করা যায়।



student-849825_640.webp

Source

কর্মক্ষেত্রে ল্যাপটপের ব্যবহারঃ-

আমাদের জীবনে ল্যাপটপের ব্যবহার অপরিসীম। কারন আমরা দিনের বেশির ভাগ সময়ই অফিসে থাকা হয়। আর বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ ল্যাপটপ ব্যবহার করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। এটি সহজে অফিসে বহন করা যায় এবং এটি সাথে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ডেক্সটপ ব্যবহার করা হয়।



blueprints-1837238_640.webp

Source

ল্যাপটপের মাধ্যমে আমরা অফিসে বিভিন্ন কাজ ঘরে বাহিরে যে কোনও জায়গায় করতে পারি। ল্যাপটপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আউটসোর্সিং এর কাজ করতে পারি। ল্যাপটের মাধ্যমে যেখানে ইচ্ছা সেখানে বসে আমরা ভিডিও বা অডিও কলের মাধ্যমে অফিস বা অন্য কাজের কথা বলা যায়। ল্যাপটপ আসার পরে মানুষের কাজ আরো ও অনেক সহজ হয়ে গেছে। তাই মানুষ ল্যাপটপ নিয়ে সহজেই অফিসের কাজ বা ব্যক্তিগত কাজ করতে পারে।



children-593313_640.webp

Source

ব্যক্তিগত বিনোদনের কাজে ল্যাপটপের ব্যবহারঃ-

ব্যক্তিগত কাজে আমরা অনেক বেশিই ল্যাপটপ ব্যবহার করে থাকি।যেমন বাচ্চার ভিডিও গেম এবং কাটুন ইত্যাদি ল্যাপটপের মাধ্যমে দেখে থাকে। ল্যাপটপ মোবাইল ফোনের মতো সহজে বহন যোগ্য হওয়ায় সবাই এটি সাথে করে বহন করে থাকে। ল্যাপটপের মাধ্যমে আমরা ভিডিও কলে বিভিন্ন জনের সাথে কথা বলে থাকি। ল্যাপটপের সাহায্য এতো বেশিই হয়ে গেছে যার কারনে আমরা খুবই কম সময় ডেক্সটপ ব্যবহার করে থাকি।আর সহজে বহন যোগ্য হওয়ার কারনে আমরা ব্যক্তিগত কাজের সাথে অফিসের কাজ ও করে থাকি।



entrepreneur-593378_640.jpg

Source

শিক্ষা ক্ষেত্রে ল্যাপটপের ব্যবহারঃ-

বর্তমান সময়ে আমাদের কোভিড - ১৯ এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই কোভিড এর জন্য শিক্ষা মন্ত্রনালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আর বেশির ভাগ শিক্ষার্থী মোবাইল ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে তাদের ক্লাস গুলো চালিয়ে যাচ্ছে। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। যেমন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল বা কলেজ পর্যায়ে ল্যাপটপ ব্যবহার করতে হবে। এমন অবস্থায় শিক্ষার্থী বৃন্দ তাদের ডেক্সটপ নিয়ে তো আর ক্লাস করতে পারবে না সেই জন্য শিক্ষা ব্যবস্থায় ল্যাপটপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



সুতরাং সর্বশেষে বলা যায় আমাদের জীবনকে সহজ করতে বিজ্ঞান এর গুরুত্ব অপরিসীম। কারন এই বিজ্ঞান এর প্রযুক্তির মাধ্যমে আমরা সহজ ভাবে জীবন যাপন করে যাচ্ছি। আর বিজ্ঞান এর একটি সফল তৈরি হচ্ছে ল্যাপটপ।

পরিশেষে বলতে পারি ল্যাপটের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আরো সহজ ভাবে করতে পারি। যেহেতু ল্যাপটপ আকারে ক্ষুদ্র সেই জন্য এর বহন খরচ লাগে না। আমাদের ইচ্ছে মতো এটি ব্যবহার করতে পারি।



বন্ধুরা এই ছিলো আমার টেকনোলজি নিয়ে আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @samuel20 এবং @maulidar কে আমন্ত্রণ যানাচ্ছি।

Sort:  
 2 years ago 

কম্পিউটিং, টেকনোলজি এবং সায়েন্স কন্টেস্টে বেশি বেশি পার্টিসিপ্যান্ট করুন৷ তাহলে ভালো সাপোর্ট পাবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর উপদেশ এর জন্য। অবশ্যই চেষ্টা করব ভাইয়া।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER:

আপনি সবসময় একই মানুষকে ট্যাগ করেন৷ এটা চেন্জ করতে হবে

 2 years ago 

আমার জানা ছিলো না ভাই জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে চেঞ্জ করে দিবো।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59961.00
ETH 3199.92
USDT 1.00
SBD 2.46