Steem Bangladesh Contest : Technology

in Steem Bangladesh2 years ago


আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত টেকনোলজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

আজকে আমি ইসিজি মেশিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।


equipment-3089883_640.jpg

Source

ইসিজির জনক নেদারল্যান্ডের চিকিৎসাবিজ্ঞানী উইলিয়াম আইন্থোভেন।

ইসিজি হলো একটি কাগজ বা ডিজিটাল মিডিয়াতে অন্তরে বৈদ্যুতিক সংকেত রেকর্ডিং। যে ডিভাইসটি এই সংকেতটি গ্রহণ করে এবং রেকর্ড করে তাকে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি মেশিন বলে। ইসিজি মেশিন হার্ট রেট, হার্টের ছন্দ এবং অন্যান্য হার্টের স্থিতির তথ্য অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়।

ইসিজি মেশিন এর মাধ্যমে মানুষের হার্ট বিট কত গতি এবং হার্ট এর কার্যক্ষমতা সব কিছু এই ইসিজি মেশিন এর মাধ্যমে পরীক্ষা করে বেঝা যায়। এই পরীক্ষাটি হার্ট অ্যাটাক, অনিয়মিত হার্টবিট এবং হার্ট ফেইলিওর মতো হার্টের সমস্যাগুলি সনাক্ত ও পরীক্ষা করতেও ব্যবহৃত হয়। আর এগুলো একজন বিশেষজ্ঞ ডাক্তার ই পরামর্শ দিয়ে থাকেন।



heart-799138_640.webp

Source

কি কারণে ইসিজি করা হয়ঃ-

হার্টের স্পন্দন ঠিক আছে কি না, হার্টে কোনও ব্লক আছে কি না, অনেক সময় হার্টের মাংশ পেশি মোটা হয়ে যায় সেই মাংস পেশি ঠিক আছে কি না ইত্যাদি জানার জন্য ইসিজি করা হয়। আর এই ইসিজি করার মাধ্যমে খুব সহজেই এই সব সমস্যা আছে কি-না তা সহজেই বোঝা যায়।



ambulance-3592155_640.jpg

Source

ইসিজি মেশিনঃ-

একজন মানুষকে বিভিন্ন কারনে ইসিজি করা যেতে পারে। যেমনঃ- যদি অতিরিক্ত হার্ট বিট করে, বুকের বাম পাশে যদি অতিরিক্ত ব্যাথা করে, জোরে জোরে যদি বুক ধরপর করে বিশেষ করে এই সব কারনেই বিশেষজ্ঞ ডাক্তার এর কাছে গেলে সর্ব প্রথম আগে বুকের ইসিজি করাতে বলবে। আর ইসিজি করার মেইন উদ্দেশ্য হলো আমাদের হার্টের কার্যক্ষমতা কত টুকু আছে আর আমাদের হার্টের অবস্থা নির্ণয় করে। আর এই রিপোর্ট এর অবস্থা দেখে একজন হার্ট বিশেষজ্ঞ আমাদের চিকিৎসা প্রদান করবেন।



ecg-3345115_640.png

Source

ইসিজি মেশিনে ব্যবহৃত কাগজঃ-

ইসিজি মেশিনে সাধারণত যে কাগজ ব্যবহার করা হয় তার নাম থার্মাল পেপার। আর এই পেপারে কোনও কালি ব্যবহৃত হয় না। সাধারণত হীটের মাধ্যমে এই থার্মাল পেপারে লেখা বা গ্রাফ উঠে থাকে। আর এই পেপারে কোন কালি না কলম ব্যবহৃত হয় না। শুধুমাত্র থার্মাল পেপার দিয়েই ইসিজি করা হয়ে থাকে।



veterinary-4940414_640.jpg

Source

ইসিজি রিপোর্টঃ-

আপনারা যে কাগজটি দেখছেন এটি একটি ইসিজি রিপোর্ট। উপরের কাগজটি এটি একটি সাধারণ কাগজের মতো কিন্তু এই কাগজটির আলাদা একটা মূল্য আছে। করন এটি একটি মানুষের হার্ট এর রিপোর্ট। এই রিপোর্ট একজন হার্ট সার্জন দেখলে বলে দিতে পারবে যে সেই ব্যক্তির হার্টের অবস্থা কেমন। আর এই রিপোর্ট এর মাধ্যমে যদি হার্টের সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তার বুঝতে পারে এবং সেই সমস্যা অনুযায়ী একজন ডাক্তার রোগী কে চিকিৎসা প্রদান করে থাকেন।



ecg-1953179_640.webp

Source

চিকিৎসা প্রদানঃ-

বিশেষজ্ঞ ডাক্তার এই ইসিজি রিপোর্ট দেখে রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। যদি রোগীর অবস্থা ভালো হয় তাহলে রোগীর অন্য টেস্ট করতে হয় এবং সেই টেস্ট দেখে চিকিৎসা দিয়ে থাকেন। আর যদি হার্টের অবস্থা গুরুতর হয়ে যায় সেই সব রোগীর ক্ষত্রে সার্জারির পরামর্শ দিয়ে থাকেন।



বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর এই যুগে ইসিজি মেশিন অসাধারণ কিছু না।কারন আজকের বিজ্ঞান এতো উন্নত যে সব দেশেই এই ইসিজি মেশিন পাওয়া যায় এবং এটি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ইসিজি মেশিন না থাকত তাহলে হাজার হাজার রোগী বিনা চিকিৎসায় মারা যেতো। আর এই ইসিজি মেশিন সম্পূর্ণ বিজ্ঞান এর অবদান। বিজ্ঞান ছাড়া কোনও দিন এটা সম্ভব ছিলো না। তাই বিজ্ঞানের তথ্য প্রযুক্তির জন্য বিশ্ব আজ এতো উন্নত।

সুতরাং ইসিজি মেশিন এর অবদান চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি প্রভাব পড়েছে।



বন্ধুরা এই ছিলো আমার টেকনোলজি নিয়ে আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি @idaali এবং @sarahraudhah কে আমন্ত্রণ যানাচ্ছি।

Sort:  
 2 years ago 

ইসিজি তে কোনো টেস্ট করেছিলেন? এটি একটি যুগান্তকারী আবিষ্কার।

 2 years ago 

হ্যাঁ ভাই চাকরিতে যোগদান করার আগে ইসিজি করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে ❤️❤️

Your post has been supported by @tarpan using @steemcurator07 account.

Thank you for making a post in the #Science/ #Computing/ #Technology category. We appreciate the work you have put into this post.

We have analyzed your post and come up with the following conclusion:

CriteriaRemarks
PlagiarismNone
Quality of Informationgood
Clarity of LanguageGood
Reference IncludedNo
#club100Yes
#steemexclusiveYes
Final ConclusionNot Recommended

Follow @steemitblog for all the latest update.

Feedback:

  • Your title should be relate with the post description.

Steem On

 2 years ago 

Post er title topics kedrik lekhar chest koro.

 2 years ago 

Ok vai thank you

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Nice post bro,its good for us.

 2 years ago 

Thanks bro

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66543.69
ETH 3327.31
USDT 1.00
SBD 2.71