My diary game ❤️❤️||13-10-2021||❤️❤️

in Steem Bangladesh4 years ago


আমার ডায়েরি
১৩-১০-২১

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।



সকাল

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজ ও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টা হাতে নিয়ে বাইরে সকালের আবহাওয়ায় একটু হাঁটতে ভালো লাগে। তারপর বাসায় এসে ফ্রেস হয়ে আমার রুমে এসে রেডি হয়ে অফিসে চলে আসি। অফিসে কিছু কাজ থাকায় আর নাস্তা করলাম না কাজ শেষ করে বাসায় গিয়ে ১১ টার সময় সকালে নাস্তা করলাম।



দুপুর

অফিসের কাজ শেষে বাসায় ফিরে এসে আমি সোজাসুজি ড্রেসটা চেঞ্জ করে আমার রুমে একটু রেস্ট নিচ্ছিলাম ঠিক তখনই আম্মু বলল এক মামা ছোট মাছ কিনে পার্কে দাড়িয়ে আছে আমাকে গিয়ে আনতে হবে। রেডি হয়ে চলে গেলাম বাজারে গিয়ে মাছ নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে সোজা ওয়াস রুমে গিয়ে ফ্রেস হয়ে গোসল করে নিলাম।গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ও অফিসে চলে আসলাম।



বিকেল

বিকেলবেলা অফিস থেকে আসার পরে ফ্রেস হয়ে রুমে শুয়ে আছি ঠিক তখনই শুভ দাদা কল দিলো তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে। তারপর আমি বাসায় রেস্ট করতে লাগলাম।



সন্ধ্যা

তারপর আমি সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ভাইদের সাথে বের হওয়ার জন্য। তারপর রেডি হয়ে বাসায় সামনে দাঁড়াতে বলল আমি যাওয়ার পর পরই তারা চলে আসে তাদের সাথে আজও বিভিন্ন পূজা মন্ডব দেখতে বের হয়েছিলাম। আমরা অনেক কিছু দিয়ে নাস্তা করি যেমনঃ আলু পাপড়,সেভেন আপ, আর সবচেয়ে বড় কথা রাতে কিছু ফুল ফুটতে দেখেছিলাম গাছে তাই আর দেরি না করে একটা ছবি তুলে রাখছিলাম আর কি।

IMG_20211012_203800~2.jpg

ফুলের ছবি

IMG_20211012_194419~2.jpg

আলু পাপড়

IMG_20211012_202547~2.jpg

সেভেন আপ



রাত

পূজার মন্ডব দেখতে লাগলাম শুভ দাদা আর রাজিব ভাই আর সোহান ভাইয়ের সাথে। তারপর আমরা সবাই মিলে বিপ্লব দাদার বাসায় আসি তিনি আমাদের নাড়ু খেতে দিলেন। কারন পূজার সময় সকলের বাসায় নাড়ু থাকবেই। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বকুলের চা খেতে চা খাওয়া শেষে আমরা আবার বিপ্লব দাদার বাসার সামনের মন্ডবে অনেক সময় আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাজিব ভাই বলল অন্য মন্ডবে যাবে তাই আমরা সবাই মিলে বানির ঘাট পূজা মন্ডবে যায় গিয়ে দেখি সেখানে অনেক সুন্দর ডান্স হচ্ছে আমরা সেটা উপভোগ করতে লাগলাম। ডান্স দেখে আমরা সকলে বিপ্লব দাদার বাসার চলে আসলাম দেখি অনেক রাত হয়ছে তাই আর দেরি করলাম না সরাসরি বাসার উদ্দেশ্য চলে আসলাম। সেখান থেকে আসতে আসতে রাত হয়ে যায় তাই আর দেরি না করে সোজা বাসায় চলে আসি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আমার বিছানায় এসে স্টিম বাংলাদেশের সকল পোস্ট গুলো দেখে তারপর আমি ঘুমিয়ে পড়ি।

IMG_20211012_195245~2.jpg

নারিকেলের নাড়ু

IMG_20211011_213330~2.jpg

চা

IMG_20211012_220048~2.jpg

পূজার মন্ডব



এইছিল আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।



Sort:  

Good diary!!

 4 years ago 

Thank you bro❤️

 4 years ago 

Good day dada

 4 years ago 

Thank you vai❤️❤️

 4 years ago 

সুন্দর লিখেছেন

 4 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110345.33
ETH 3918.75
USDT 1.00
SBD 0.60