My best craft | @shamimhossain
আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত Share with us your best Craft প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।
• কালার পেপার
• আঠা
• ব্লু গাম
• স্কেল
• পেন্সিল
• কেচি
কাগজের নৈপুণ্য বানাতে হলে সবার প্রথমে আমাদের একটি হলুদ রং এর কাগজ নিতে হবে।
এবার একটি স্কেল এর সাহায্য নিয়ে আমরা কাগজটির মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিবো।
এবার আগে থেকে কেটে রাখা কাগজের টুকরাগুলো গোল গোল করে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিবো।
এবার আমরা ৭×৭ সে.মি মাপ নিয়ে ফুল বানানোর জন্য মিষ্টি রং এর কাগজ নিবো।
এবার কাগজটি আমার ত্রিভূজ আকৃতি তে ভাজ করে নিবো।
এই ধাপে আগের কাগজটি আরো ছোটো করে ভাজ করব।
এবার একটি পেন্সিল এর সাহায্য নিয়ে কাগজের উপর দাগ কেটে নিবো যাতে আমাদের ফুল তৈরি করতে অসুবিধা না হয়।
এবার আমরা একটি কেচির মাধ্যমে কাগজে দাগ দেওয়া অংশ টি কেটে ফেলব।
এবার আমাদের ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে এভাবে আরো কিছু পাপড়ি তৈরি করতে হবে।
এবার ফুলের পাপড়ির মধ্যে আঠা লাগিয়ে নিতে হবে তারপর পর পর ৪ টি পাপড়ি লাগিয়ে নিলে আমাদের ফুল তৈরি হয়ে যাবে।
এবার আমরা ২×৩০ সে.মি মাপ নিয়ে হলুদ কাগজ কেটে নিবো।
এই ধাপে কাগজটি ছোট করে ভাজ করে নিবো।
এবার একটি কেচির সাহায্য নিয়ে আমরা হলুদ কাগজটি ছোট ছোট টুকরো করে কেটে নিবো।
কাটা কাগজটি এবার গোল গোল করে ঘুরিয়ে ছোট ফুলের বীজ বানিয়ে নিবো।
এবার আগের তৈরি ফুলের মধ্যে আঠা দিয়ে ফুলের বীজ লাগিয়ে দিবো।
এই ভাবে আমরা আরো ৫ টি ফুল বানিয়ে নিবো একই ভাবে।
এই ধাপে আমরা ব্লু গাম, ফুল, ও ফুল বসানোর জন্য ফ্রেম বানাবো।
এবার আমরা এক এক করে চিকন হলুদ কাগজের পাইপ গুলো দিয়ে ফ্রেম বানাবো।
এবার আমরা প্রতি পাশে ৩ টি করে কাগজের পাইপ গুলো আঠা দিয়ে লাগিয়ে দিবো।
কাগজের ফ্রেমে মধ্যে খানে একটি ফুল বসাবো আঠা দিয়ে।
এবার দুই পাশের দিকে আরো দুইটি ফুল বসাতে হবে।
এই ধাপে বাকি ২ পাশেও একই ভাবে ফুল বসাতে হবে। চারি পাশে চারটি ও মাঝ খানে একটি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিবো।
সর্বশেষ ধাপে আমি আমার তৈরি কাগজের নৈপুণ্য এর সাথে একটি সেলফি তুললাম।
I got the idea from youtube, here is the Source
I am inviting @emmybless & @rezaul-420 to participate in this contest.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর একটি ওয়ালমেড তৈরি করেছেন ভাই। আর অনেক সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন।।
Thank you so much via
Thank you for contributing to #LearnWithSteem theme. This post has been upvoted by @Reminiscence01 using @steemcurator09 account. We encourage you to keep publishing quality and original content in the Steemit ecosystem to earn support for your content.
Regards,
Team #Sevengers
Very nice vaiya
Thank you
Outstanding brother