Steem Bangladesh Contest || Sports || 8% to @steem-bangladesh and 2% to @bd-charity by @shakib735

in Steem Bangladesh3 years ago

কানামাছি

images (31).jpeg
Source
গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটি খেলা কানামাছি। গ্রামের ছেলে-মেয়েদের মধ্যে ছোট বেলায় কানামাছি খেলেনি এমন মানুষ খুজে পাওয়া কঠিন। কানামা ছোট থেকে বড় সবাই এই খেলা খেলে আনন্দ পেয়ে থাকে।

খেলার নিয়ম

images (32).jpeg
Source
জনপ্রিয় খেলা কানামাছি খেলতে প্রয়োজন একটি কাপড়ের। একজনের চোখে কাপড়টি বেধে দেওয়া হয়। যাকে চোখ বেধে দেওয়া হয় তাকে বলা হয় 'কানা'।
আর বাকি বন্ধুরা তার চার পাশে মৌমাছির মতো ঘুরতে থাকে এবং টোকা দিতে থাকে।এসময় তারা একটি ছড়া বলতে থাকে।
ছড়াটি হলোঃ

কানামাছি ভো-ভো
যারে পাবি তারে ছু

চোখ বাধা অবস্থায় সে অন্যদের ধরতে চেষ্টা করতে থাকে। চোখ বাধা অবস্থায় যদি কাউকে সে ধরতে পারে এবং যাকে ধরেছে তার নাম বলতে পারে তাহলে যাকে ধরেছে সে ব্যক্তিকে 'কানা' সাজতে হয়।

খেলার সুবিধা

images (33).jpeg
Source
কানামাছি এমন একটা খেলা যেটা বিনোদনের জন্য খুবই ভালো একটি মাধ্যম। ছোট-বড় সকলে এ খেলা খেলতে পারে বিধায় খেলাটি এখনো অনেক জনপ্রিয়। কানামাছি খেলা সকলের সকলের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলতে কাজ করে।

খেলার অসুবিধা

images (34).jpeg
Source
কানামাছি খেলায় যেহেতু একজনের চোখ বেধে দেওয়া হয় তাই ছোট-খাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। পা পিছলে পড়ে যাওয়া কানামাছি খেলায় অস্বাভাবিক কিছু না।

ব্যক্তিগত মতামত

কানামাছি খেলা আমার ব্যক্তিগত ভাবে অনেক ভালো লাগে। গ্রামে-শহরে সকল যায়গায় এ খেলা খেলতে পারা যায়। খোলা মাঠ, বাসার ছাদ, ফাকা রোম সকল যায়গায় এ খেলা খেলা যায়। বিকেল বেলা খোলা মাঠে বন্ধুরা মিলে কানামাছি খেললে সত্যিই অনেক ভালো লাগে।

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Choto thakte ami o kheltam ei khela ta😂😂😂

 3 years ago 

❤️

 3 years ago 

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা

 3 years ago 

❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 92832.44
ETH 3114.64
USDT 1.00
SBD 2.89