Contest: Product Review | Prize: 12+ Steem | 5% To bd-charity| @shakib735

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত প্রোডাক্ট রিভিও কন্টেনটে অংশ গ্রহণ করে যাচ্ছি।আমার বাছাইকৃত প্রোডাক্ট হচ্ছে গিটার। আপনারা যারা গীটার কিনতে চান তাদের জন্য এই পোস্ট কাজে লাগবে ।আসুন শুরু করা যাক,,,

গীটার

IMG_20210622_180720.jpg

পৃথিবীর সকল মানুষের ভিন্ন ভিন্ন শখ থাকে। আমারও অনেক গুলো সখ আছে যার মধ্যে একটা হচ্ছে গিটার। যদিও আমি ঠিক মতো গীটার বাজাতে পারি না। কিন্তু তবুও গীটার কিনার খুব ইচ্ছে ছিলো অবশেষে একটা গীটার কিনে নিলাম।

গীটার সম্পর্কে কিছু কথা

আমার গীটারের নাম AXE AG 48-C। আমার গীটার টির বর্ত্মান দাম ৫৮০০ টাকা। গীটার টি ক্রয় করা হয়েছে এলিফেন্ট রোডেরর একটি গীটার সপ থেকে। গীটার সপটির নাম মিউজিক ওয়ার্ল্ড। সকল ধরনের মিউজিক সরঞ্জাম সেখানে পাওয়া যায়।

Brand Name: AXE
Model: AXE AG 48-C
Colour: Black


Made in : Taiwan
Scale : 25.5
Fret : 20
Size : 40 inch
Back and Sides: Wild cherry
Neck: Silver leaf maple
Top: Cedar (Pressure Tested Solid Top)
Fingerboard and bridge: Rosewood
Finish: Semi-gloss custom varnish

গীটারের বিভিন্ন অংশ

মেশিন হেড

IMG_20210622_180346.jpg

গীটারের গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো মেশিন হেড। মেশিন হেডের মাধ্যমে গীটার টিউনিং এর কাজ করা হয়। AXE AG 48-C তে উন্নত মানের টিউনিং কী ব্যাবহার করা হয়েছে এর ফলে গীটার এর টিউনিং খুবই সহজে করা যায়। ৬ হাজার প্রাইজ রেঞ্জে খুব কম গীটারেই এই ধরনের টিউনিং কী রয়েছে।

নাট

IMG_20210622_194752.jpg
গীটারের নাটের জন্য গীটারকে আকর্ষণীয় লাগে। AXE AG 48-C গীটারে সাদা রঙের নাট ব্যাবহার করা হয়েছে যা গীটার কে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে।

গীটার নিক

IMG_20210622_194911.jpg

গীটার নিক ভালো মানের না হলে ফ্রেডবোর্ড বাকা হয়ে যায়। যার ফলে গীটারে ভালো সাউন্ড পাওয়া যায় না। AXE AG 48-C গীটারে আছে সিলভার লীফ ম্যাপল যা গীটার নিক হিসাবে অনেক ভালো মানের।

ফ্রেডবোর্ড

IMG_20210622_200156.jpg

ফ্রেডবোর্ড ভালো না হলে গীটার বাজানোর সময় হাতে ব্যাথা লাগে। ভালো মানে ফ্রেডবোর্ড থাকলে গীটার বাজানোর সময় কমফোর্টেবল ফিল হয়। AXE AG 48-C তে আছে রোজওড। যা খুব একটা খারাপ না। অনেক ভালো মানের গীটারে রোজওড ব্যাবহার করা হয়।

ব্রিজ

IMG_20210622_200403.jpg

গীটার ব্রিজ ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারন ব্রিজের কারনে গীটারের স্ট্রিং ছিডে যায়। AXE AG 48-C তে রোজওডের ব্রিজ আছে যা এই বাজেটের গীটারের জন্য ঠিক আছে।

টপ ওড

IMG_20210622_194812.jpg

গীটারের টপ ওড ভালো থাকলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। আর বিট বাজানো সময় অনেক ভালো সাউন্ড আসে। AXE AG 48-C তে আছে কেডার যা সাউন্ডকে লাউড করতে সাহায্য করে।

গীটার সাইজ

AXE AG 48-C ৪০ সে.মি। যা গীটার সাইজকে একটু বড করে তুলেছে। যদিও বড় গীটারে সাউন্ড অনেক লাউড হয়।

খারাপ দিক

গীটারটির ফ্রেডবোর্ড অনেক শক্ত তাই ভাজানোর সময় হাতে সামান্য ব্যাথা অনুভব হয়। গীটারটা একটু ভারি এবং সাইজে বড় হওয়ার পরিবহনে কিছুটা সমস্যা হয়। গীটারে ব্রিজ এ টিউনিং এর সময় দাগ বসে যায়।

ভালো দিক

গীটারের বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার গীটারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। স্টামিং এবং লিড বাজানোর জন্য এটা বেস্ট গীটার।

ব্যাক্তিগত মতামত

৬ হাজার টাকা দামের মধ্যে সবচেয়ে ভালো গীটার হলো AXE AG 48-C। সকল দিক বিবেচনায় এই গীটারটি অনেক ভালো মানের এবং অনেক দিন সাচ্ছন্দ্য ভাবে বাজানো যাবে। যারা নতুন গীটার কিনবে আমি অবশ্যই AXE গীটার কিনতে বলবো। ওভার অল আমার গীটারটি অনেক ভালো লাগে।

THANK YOU ALL. SPECIAL THANKS TO @taufiq777 @abuahmad vai

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64006.33
ETH 3077.08
USDT 1.00
SBD 3.87