Steem Bangladesh Contest || Movie Review || Lalsalu ||@shahin05 || 16 -06-2021

in Steem Bangladesh3 years ago

আচ্ছালামুয়ালাইকুম

This is @shahin05 from 🇧🇩 Bangladesh

আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি Steem Bangladesh কর্তৃক আয়োজিত "movie review" contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি যে মুভিটি আজকে review করতে যাচ্ছি সেই movie টির নাম হলো লালসালু।তাহলে, চলুন বন্ধুরা movie review শুরু করা যাক,,,,,,,,,,,,

লালসালু

লালসালু_(চলচ্চিত্র).jpg
source
"লালসালু " তানভির মোকাম্মেল রচিত একটি বাংলা চলচ্চিত্র।সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে ২০০১ সালে এটি তৈরি করা হয়েছে।ছবিটি একাধিক জাতীয় পুরস্কার লাভ করে।এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। চলুন চলচ্চিত্রটি সম্পর্কে ভালোভাবে জানা যাক,,,,,,,,,,,

লালসালু চলচ্চিত্র সম্পের্ক কিছু তথ্য

চলচিত্রের নামলালসালু
পরিচালকতানভীর মোকাম্মেল
প্রোযোজকতানভীর মোকাম্মেল
চিত্র নাট্যকারতানভীর মোকাম্মেল
উৎসসৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক লালসালু উপন্যাস
শ্রেষ্ঠাংশেরাইসুল ইসলাম আসাদ(মজিদ), তৌকির আহমেদ (আক্কাস),চাঁদনী (জমিলা),আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল,মুনিরা ইউসুফ মেনী, আলী জাকের,রহিমা
সুরকারসৈয়দ শাবাব আলী অরুজ
চিত্রগ্রাহকআনোয়ার হোসেন
সম্পাদকমহাদেব সি
পরিবেশকচিত্রা ফিল্মস্
মুক্তি২০০১
দৈর্ঘ্য১১০ মিনিট
দেশবাংলাদেশ

চলচ্চিত্রের সংক্ষিপ্ত বর্ননা

lalsalu1.jpg
source

মহব্বতনগর গ্রামে মজিদ এক নাটকীয় দৃশ্যের মাধ্যমে প্রবেশ করে। মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে মতিগঞ্জ সড়কের ওপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওই লোকটি হলো মজিদ।মজিদ জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্য তার এই গ্রামে আসা।মজিদের স্বপ্নাদেশের বিবরন গ্রামের মানুষ শুনে সবাই মনে প্রানে বিশ্বাস করতে লাগে।তার কথায় গ্রামের বাঁশ ঝার সংলগ্ন কবরটি পরিস্কার করা হয়।লালসালুতে ঢেকে দেওয়া হয় কবর।কবরটি অচিরেই মাজারে এবং মজিদের শক্তির উৎসে পরিনত হয়।মাজারে সবাই টাকা পয়শা দিতে থাকে।মজিদ কবরটিকে মোদাচ্ছের পীরের বলে সবার মনে বিশ্বাস জোগায়।

Lalsalu-a-film-by-Tanvir-Mokammel-with-Raisul-Islam-Asad-Toukir-Ahmed-Chandni-2.jpg
source

মাজারের আয় দিয়ে মজিদ অল্পকিছু দিনের মধ্যেই তার ঘড়বাড়ি ও জমিজমার মালিক হয়ে বসে এবং এক বিধবা যুবতিকে সে বিয়ে করে ফেলে। রহিমা খুব ঠান্ডা ভীতু মানুষ।রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী।

Lalsalu-a-film-by-Tanvir-Mokammel-with-Raisul-Islam-Asad-Toukir-Ahmed-Chandni-1.jpg
source
প্রতিষ্ঠা লাভের পর মজিদ ধর্ম কর্মের পাশাপাশি গ্রামের কর্তা-ব্যাক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনিক জীবনে উপদেশ নির্দেশ দেয় । এ ক্ষেত্রে মাতব্বর খালেক ব্যাপারীই তার সহায়ক শক্তি।ধীরে ধীরে মজিদ গ্রামবাশীর পারিবারিক বিষয়েও নাকগলাতে থাকে মজিদ।তাহেরের বাপ-মার একান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাহেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলায়।নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাপ চাওয়ায় ও মাজারে পাঁচ পয়সার সিন্নি দেওয়াতে বাধ্য করে।এই অপমান সহ্য করতে না পেরে তাহেরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশের হয়।

art0111.jpg
source
খালেক ব্যাপারির নিঃসন্তান স্ত্রী আমেনা চরিত্রে কলঙ্ক আরপ করে খালেক ব্যাপারিকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ।গ্রাম বাশিরা যেন শিক্ষার আলোয় আলোকিতো হতে না পারে সে জন্য শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠে। সে আক্কস এর স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়।মজিদ এমনই কূটকৌশল ব্যাবহার করে আক্কাসকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে। এভাবে একের পর এক ঘটনার মধ্যদিয়ে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।

সম্মাননা


২০০১ সালে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পাশাপাশি দর্শকের বিচারে এটি ১০টি বাংলাদেশী চলচ্চিত্রের তালিকায় স্থান পায়।পুরস্কার সমূহ,,
-শ্রেষ্ঠ চলচ্চিত্র
-শ্রেষ্ঠ পরিচালক
-শ্রেষ্ঠ অভিনেতা
-শ্রেষ্ঠ গল্প
-শ্রেষ্ঠ সংলাপ
-শ্রেষ্ঠ চিত্রনাট্যগ্রহণ
-শ্রেষ্ঠ শব্দগ্রহণ

লালসালু চলচ্চিত্র থেকে যা বুঝা যায়


লালসালু একটি সামাজিক সমস্যা মুলক বাঙ্গালী চলচ্চিত্র। যুগযুগ ধরে শিকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে জীবনাকাংখার দ্বন্দ।গ্রামের মানুষের ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে মানুষকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে।সমাজে অনেক মানুষ আছে যারা নিজের অস্তিত্বেকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন অন্যায় কাজ করছে। এভাবেই গড়ে উটছে তাদের মিথ্যার সম্রাজ্য।

চলচ্চিত্রটি যে কারনে দেখা উচিৎ


এ চলচ্চিত্রটি গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষের জিবনের সাথে অতঃপ্রত ভাবে জড়িয়ে আছে। এখানে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার এর কথা উল্লেখ করা হয়েছে। অনেকে আছে যারা মানুষের ধর্মের বিশ্বস কে কাজে লাগিয়ে ব্যাবসা করছে এদিকটি এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।তাই আমি মনে করি জীবনে একবার হলেও এ চলচ্চিত্রটি সবার দেখা উচিত।

তো ব্ন্ধুরা এটাই ছিলো আমার আজকের মুভি review। আশা করি আমার review আপনাদের সবার ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে,,,,,

@shahin05

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53776.88
ETH 2232.91
USDT 1.00
SBD 2.30