The diary game ||24-04-2022

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম

🏝আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে ডায়েরি গেম শেয়ার করবো ।

Polish_20220424_131029018.jpg

এখন যেহেতু রমজান মাস তাই রোজা রাখতে হয়। সাহরী খাওয়ার জন্য তিনটা বিশ মিনিটে ঘুম থেকে উঠি। রাতে রাইস কুকারে ভাত রান্না করে রাখা হয় সেই ভাত খাই। তরকারি রান্না করে ফ্রিজে রেখে দেই সাহরীর সময় গরম করে খাই। আজকে সেহরীতে ডিম ভুনা, বেগুন আলুভাজি এবং শিং মাছ ভুনা খেয়েছি।

IMG_20220206_123124.jpg
https://w3w.co/invites.sensuality.outlive

IMG_20220424_122227-01.jpeg
https://w3w.co/invites.sensuality.outlive
সাহরি খাওয়া শেষ করে বসেছিলাম। আযানের জন্য অপেক্ষা করতেছিলাম। ফজরের আজান দিলে অজু করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 8:30 মিনিটে ঘুম থেকে উঠলাম।ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমার বাগানে যেয়ে অনেকক্ষণ সময় কাটালাম। এখন যেহেতু গ্রীষ্মকাল ফলের মৌসুম। আমাদের বাগানে কয়েকটি গাছে আম ধরেছে আমগুলো মোটামুটি বড় হয়েছে গত কয়েকদিন আগে ঝড়ের কারণে অনেকগুলো আম পড়ে গিয়েছে।

IMG_20220424_130437-01.jpeg
https://w3w.co/invites.sensuality.outlive

IMG_20220424_130453-01.jpeg
https://w3w.co/invites.sensuality.outlive

দুইটি লিচু গাছে লিচু ধরেছে। গাছে গাছে ফল দেখতে অনেক ভালো লাগে। গাছের নিচে অনেক ছায়া থাকে তাই অনেক ভালো সময় সেখানে কাটানো যায়। বাগানে অনেকক্ষণ সময় কাটানোর পরে বাসায় এসে কিছু কাপড় ধুয়ে এবং গোসল করে নেই। এখন রমজান মাস দুপুরে খাওয়া-দাওয়ার ঝামেলা নেই। যোহরের আযান দিলে নামাজ পড়ে নেই। নামায শেষ করার পর বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিকেল তিনটার পরে ইফতার এবং রাতের খাবারের জন্য রান্না শুরু করতে হবে। তিনটা পরে ইফতার বানানোর জন্য প্রস্তুতি নেই। ভিজিয়ে রাখা ছোলাগুলো সিদ্ধ করে নেই। আমাদের বাসায় ইফতারি তৈরি করা হয়।

IMG_20220424_152137.jpg
https://w3w.co/invites.sensuality.outlive

পিঁয়াজু তৈরির জন্য ডাউল ভিজিয়ে রেখে ছিলাম সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর অন্যান্য সব রান্নার জন্য প্রস্তুতি নিলাম। এর মাঝে আসরের আযান দিলে নামাজ পড়ে নেই। ইফতারি ঠিক আধাঘন্টা আগে পিয়াজি ভেজে নিবএবং ছোলা রান্না করব। অনেক আগেই এগুলো তৈরি করলে ঠান্ডা হয়ে যাবে তাই একটু দেরি করে তৈরি করি যাতে গরম মুচমুচে থাকে পিয়াজুগুলো। ইফতারের সময় হলে প্রস্তুতি নেই। ইফতারিতে ছোলা, পিঁয়াজি, শরবত, খেজুর ইত্যাদি ছিল।

IMG_20220424_182853.jpg
https://w3w.co/invites.sensuality.outlive
IMG_20220424_182815.jpg
https://w3w.co/invites.sensuality.outlive

এখন প্রচন্ড গরম তাই ইফতারিতে প্রথমেই শরবত খাওয়া হয়। ইফতারি নিয়ে যখন খাওয়ার জন্য বসে থাকি তখন মনে হয় অনেক খেতে পারব কিন্তু যখন খাওয়া শুরু করি তারপর আর বেশি খাওয়া যায় না। ইফতারি খাওয়া শেষ করার পরে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ শেষ করে রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হল। এশার আযান দিলে নামাজ পড়ি।তারপর তারাবি নামাজ শেষ করে রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সারাদিন রোজা থাকার ফলে শরীর প্রচন্ড ক্লান্ত তাই বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম ধরে যায়।

সবাইকে অনেক ধন্যবাদ

মোবাইল ক্যামেরা: i99

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য
@yenij এবং @Adrianny কে আমন্ত্রণ জানাচ্ছি

Sort:  
 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছে আপু আপনি। খাবারের ছবিগুলো অনেক জোস ছিলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাইরি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

সুন্দর পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ফলের ছবিটি অনেক সুন্দর হয়েছে। ঠিক বলেছেন ইফতারি খাওয়ার সময় খুব বেশি একটা খাওয়া যায় না ইফতারির আগে মনে হয় যে অনেক খাবো।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ইফতারে সময় মনে হয় যে রোজা খুলো অনেক খাবার খাবো। কিন্তু আগে শর্বত খেঁয়েই পেট ভরে যায় খাবার আর কি খাবো।😊 পিঁয়াজু বড়া আমার অনেক পছন্দ। এতো সুন্দর ডাইরি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67130.22
ETH 3466.74
USDT 1.00
SBD 2.73