Steem bangladesh contest \ book review /📚(দেবদাস)

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি (দেবদাস )📗বইটির রিভিউ শেয়ার করব।



2010009.jpg
Source

(দেবদাস )

দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রণয়ধর্মী বাংলা উপন্যাস।১৯১৭ সালে দেবদাস উপন্যাসটি প্রকাশিত হয়। 📚এই উপন্যাস নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক দ্বিধায় ছিলেন। তাই অনেক বছর এই উপন্যাস প্রকাশ করা থেকে বিরত ছিলেন। এই উপন্যাসে একটি অসমাপ্ত প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে। দেবদাস উপন্যাস অবলম্বনে ভারতীয় উপমহাদেশে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।📒



লেখকশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেশভারতবর্ষ
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশকজিসিএস
প্রকাশনার তারিখ৩০ জুন ১৯১৭


চরিত্রসমূহ:

দেবদাস:

উপন্যাসের নায়ক, (দেবদাস মুখার্জি) বিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন ব্রাহ্মণ জমিদার বংশের সন্তান।

পার্বতী(পারু):

উপন্যাসের নায়িকা,(পার্বতী)এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে।

হরিমতি:

দেবদাসের মা।

নারায়ণ মুখার্জি:

দেবদাসের বাবা।

ভুবন চৌধুরী:

পার্বতীর স্বামী।

কাহিনী :

220px-দেবদাস_(২০০২-এর_হিন্দি_চলচ্চিত্র)_এর_পোস্টার.jpg
Source

উপন্যাসে দেবদাস ছিল একজন ধনী যুবক বাঙালি ব্রাক্ষণ পরিবারের সন্তান। পার্বতী ছিল মধ্যবিত্ত একটি বাঙালি পরিবারের যুবতী। তারা একই গ্রামে বাস করতেন। দেবদাস এবং পার্বতী ছোটবেলার বন্ধু। দেবদাস-পার্বতীর চাইতে বয়সে বড় ছিল।তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সারাদিন তারা দুজনে প্রায় এক সাথেই থাকতো। পার্বতী কিছু ভুল করলে দেবদাস তাকে মারতো, তবুও এদের সম্পর্ক বন্ধুর মতই ছিল।দেবদাসকে তার পরিবার লেখাপড়ার জন্য শহরে পাঠিয়ে দেয়।

কয়েক বছর পর যখন দেবদাস গ্রামে ফিরে আসে তখন তারা বুঝতে পারে যে তাদের বন্ধুত্ব এখন আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই।অন্য সম্পর্কের দিকে ধাবিত হচ্ছে এটা দ্বারা অনুভব করতে থাকে। পার্বতীর মা দেবদাসের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়।

devdas.jpg
Source

দেবদাসের মা পার্বতী কে পছন্দ করে কিন্তু পার্বতীর পরিবার মধ্যবিত্ত বলে বিয়েতে অসম্মতি জানায়। পার্বতীর বাবা দেবদাসের বাবা-মার কথায় নিজেকে অনেক অপমানিত বোধ করে। পার্বতীর জন্য তিনি অনেক ধনী ঘরে বিয়ে ঠিক করেন। পার্বতী রাতের অন্ধকারে দেবদাস এর সাথে দেখা করে তাকে সব ঘটনা খুলে বলে। পার্বতী দেবদাসকে বলে তার বাবাকে বোঝানোর জন্য। দেবদাস তার বাবাকে জানায় কিন্তু তার বাবার রাজি হয়না।দেবদাস কলকাতায় ফিরে যায় ও পার্বতীর হাতিপোতা গ্ৰামে ভুবন চৌধুরী নামে এক জমিদারের সাথে বিয়ে হয়।

ভুবন চৌধুরীর পূর্বের স্ত্রী মারা গেছেন ও তার তিনজন সন্তান রয়েছে, যারা পার্বতীর প্রায় সমবয়সী বা তার চেয়ে বড়ো।কলকাতায় যাওয়ার পর দেবদাস কোনভাবেই পার্বতী কে ভুলতে পারে না। পার্বতী দেবদাসকে বলেছিল মৃত্যুর আগে যেন একবার তাকে দেখতে পায়।

কলকাতায় গিয়ে দেবদাসের সাথে চুনীলালের বন্ধুত্ব হয়। তার মাধ্যমে চন্দ্রমুখী নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। চন্দ্রমুখি দেবদাসের প্রেমে পড়ে কিন্তু দেবদাস তাকে পছন্দ করে না।

muktochintablog.jpg
Source

হতাশাগ্রস্ত দেবদাস মদ্যপান শুরু করে। অধিক মদ্যপানের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চন্দ্রমুখী দেবদাসের দেখভাল শুরু করে।একপর্যায়ে দেবদাস চন্দ্রমুখীর প্রেমে পড়তে বাধ্য হয় দেবদাস চন্দ্রমুখীর মাঝে পার্বতী কে খোঁজার চেষ্টা করে।তার অবস্থা এতটাই অবনতি হয়, তিনি বুঝতে পারেন যে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে।

শীঘ্র আসন্ন মৃত্যুর কথা অনুভব করতে পেরে দেবদাস, পারুকে দেওয়া তার পূর্বের প্রতিজ্ঞা পূর্ণ করতে হাতিপোতা গ্ৰামে পার্বতীর কাছে র‌ওনা হয়।তাই সে বেরিয়ে পড়ে পার্বতীর সাথে দেখা করার জন্য। পার্বতীর বাড়ির সামনে পৌঁছে এক অন্ধকার শীতের রাতে শারীরিক ও মানসিক যন্ত্রণায় তার মৃত্যু হয়। পার্বতী মৃত্যুসংবাদ শুনে সেখানে ছুটে যেতে চায় কিন্তু তার বাড়ির লোক সেখানে যেতে দেয় না। এই উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি করা হয়েছে।



দেবদাস উপন্যাস অবলম্বনে বিভিন্ন ভাষায় 19 টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। 🎬প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় 1928 সালে।

দেবদাস উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র সমূহ:

Devdas-1955-768x432.jpg
Source

বছরচলচ্চিত্রভাষাপরিচালক
১৯২৮দেবদাসনির্বাক চলচ্চিত্রনরেশ মিত্র
১৯৩৫দেবদাসবাংলাপ্রমথেশ
১৯৩৬দেবদাসহিন্দিপ্রমথেশ বড়ুয়া
১৯৩৮দেবদাসঅসমীয়াপ্রমথেশ বড়ুয়া
১৯৫৩দেবদাসুতামিল ও তেলুগুবেদান্তম রাঘবৈয়াহ
১৯৫৫দেবদাসহিন্দিবিমল রায়
১৯৬৫দেবদাসউর্দুখাজা সরফরাজ
১৯৭৪দেবদাসুতেলুগুবিজয়া নির্মলা
১৯৭৯দেবদাসবাংলাদিলীপ রায়
১৯৮২দেবদাসবাংলাচাষী নজরুল ইসলাম
১৯৮৯দেবদাসমালয়ালমক্রসবেল্ট মণি
২০০২দেবদাসবাংলাশক্তি সামন্ত
২০০২দেবদাসহিন্দিসঞ্জয় লীলা বনসালি
২০০৯দেব.ডিহিন্দিঅনুরাগ কাশ্যপ
২০১০দেবদাসউর্দুইকবাল কাশ্মীরি
২০১৩দেবদাসবাংলাচাষী নজরুল ইসলাম
২০১৭দেবিবাংলারিক বসু
২০১৭দেব ডিডিহিন্দিকেন ঘোষ
২০১৮দাস দেবহিন্দিসুধীর মিশ্র


মন্তব্য : উপন্যাসের কাহিনী অনেক হৃদয়বিদারক। তখনকার সমাজের সামাজিক বৈষম্য এখানে তুলে ধরা হয়েছে। দেবদাস উপন্যাসটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33