The Shawshank Redemption :Best movie I have ever seen

in Steem Bangladesh3 years ago (edited)


The Shawshank Redemption (1994)
পরিচালকঃফ্রান্ট ড্যারাবন্ট।
রাইটারঃস্টিভেন কিং।
মুক্তিঃ১৪ অক্টোবর ১৯৯৪
মুভির ধরনঃড্রামা।
আইএমডিবি রেটিংঃ৯.৩/১০
পারসোনাল রেটিংঃ১০ /১০
রান টাইমঃ১৪২ মিনিট।

Screenshot_20210415-144240_Video Player.jpg

The Shawshank Redemption মুভিটা কে না দেখেছে!
ইন্টারনেট মুভি ডাটাবেস (IMDB)-তে বিশ্বের সমস্ত চলচ্চিত্রের মাঝে এটি রয়েছে এক নম্বরে। মুভিটা দেখার পর আপনি এটাকে এক নম্বরে রাখতে কোনভাবেই দ্বিধাবোধ করবেন না। আরো অনেকদিন একনম্বরে থাকার যোগ্যতা আছে মুভিটার।

কিছু কিছু মুভি আছে দেখার পর তার ভালোলাগাটা অনেকক্ষণ, অনেক দিন থেকে যায়। The Shawshank Redemption মুভিটি এ ধরনের। একদম অন্যরকম। আমার মনে হয় প্রত্যেকরই এটা দেখা উচিৎ। না দেখাটা দর্শক হিসেবে অনুচিত কাজের মধ্যে পড়ে।

আসলে এই সিনেমাটা সবদিক থেকে এতই উত্তীর্ণ যে সেরাদের সেরাকেও হার মানিয়ে দেয়। এই সিনেমার বড় একটা মেসেজ ‘আশায় বাঁচো’।

♦️হাল্কা স্পয়লার♦️

Screenshot_20210415-144026_Video Player.jpg

♠️প্রতিটি চরিত্র মানবিক দিক থেকে অনেক আবেদন তুলে। আচ্ছা, একজন কয়েদী যদি তার জীবনের ৪০ টা বছরই জেলে কাটিয়ে দেয় তাহলে কেমন হয় তার চিন্তাধারা? বাকি জীবনটা নিয়ে কী হয় তার পরিকল্পনা? একটু একটু করে মানিয়ে নিয়ে একসময় দেখতে পায় জেলখানাটাই তার সব। জেলখানার বাইরে গেলে তার পৃথিবীটা হয়ে যাবে সম্পূর্ণই ভিন্ন এক জগত। মানুষের মন এত বিচিত্র কেন? এই সিনেমার প্রাণকে আরো শক্তিশালী করেছে এইসব ব্যাপারগুলো।

Screenshot_20210415-144101_Video Player.jpg

জেলখানার বাস্তবতায় একেকজন মানুষের মন, একেকজনের চিন্তাধারা। যার কারণে সিনেমার টুকটাক প্রতিটি চরিত্রই শক্তিশালী। জেলের সাথে কতটা মিশে গেলে একজন লোক মুক্তি পেতে চায় না? কতটা মিশে গেলে একজন লোক বাকি জীবন জেলে থাকার জন্য আবার নতুন করে অপরাধ করতে চায়? কতটা মিশে গেলে জেলের বাইরের জীবন পানসে হয়ে যায়? কতটা হলে বাইরের জীবনকে পানসে মনে করে নিজেকে শেষ করতে পারে?

♠️যারা মুভিটি দেখেননি তাদের ক্ষেত্রে বলবো, এরকম গল্পের স্বাদ এর আগে আপনি কখনো পাননি ১০০%। মুভিটি নন-ব্লকবাস্টার,নন-অ্যাকশন,নন-ফ্যান্টাসি,ডাহলে কি এমন আছে মুভিটাতে যে এটা সবার মন ছুয়ে দিয়েছে।
এজন্য আপনাকে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে মুভিটা পুরোপুরি দেখতে হবে।

Screenshot_20210415-144200_Video Player.jpg

মানুষের জীবন অনেকটা উড়ন্ত পাখির মতো।মুক্তভাবে বিচরণ করা পাখিকে আপনি যদি খাঁচায় বন্দী করে রাখেন তাহলে সে সারাজীবন মুক্ত হওয়ার আর্তনাদ করবে।ঠিক একইভাবে একজন নির্দোষ কয়েদিকে আপনি যতদিন কারাগারে বন্দি রাখুন না কেনো সে সারাজীবন মুক্ত হওয়ার আর্তনাদ করবেই।তাইতো কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় বলেছেন,

কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর বেদি।

♦️প্লট♦️

Screenshot_20210415-144120_Video Player.jpg

আ্যন্ডি ডুফ্রেইন, একজন তরুণ ব্যাংকার ১৯৪৬ সালে তিনি শশাঙ্ক প্রিজনে প্রবেশ করেন স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। স্ত্রী হত্যার অভিযোগে তিনি কতটা নির্দোষ এটা ফুটে না উঠলেও যেটা সবার চোখে পড়ে সেটা হলো,তার নম্র আচরণ ও পরিচ্ছন্ন চিন্তাভাবনা।

সেখানেই তার পরিচয় আর বন্ধুত্ব হয় কিশোর বয়সে রাগের মাথায় খুন করা অ্যাফ্রো-আমেরিকান 'রেড'।ভদ্র চেহারার ঠগ উইলিয়াম স্যাডলার,জেলখানার বৃদ্ধ লাইব্রেরিয়ান জেমস হোয়াইটমোরের সাথে।
সিনেমার ১ম থেকেই ডুফ্রেইনকে অনেক নির্যাতনের শিকার হতে হয়।

Screenshot_20210415-144206_Video Player.jpg

সিনেমাটিতে ১ম থেকেই ভালো লাগা শুরু হবে আপনার। ৩০/৪০ মিনিট যাবার পর আপনার মনে হবে এই সিনেমা আড়াই ঘন্টা না ১০,১৫ ঘন্টা ধরে চললেও ক্লান্তিহীন চোখে দেখতে পারবো।

তাই আপনি যদি এই মাস্টারপিস মুভিটা না দেখে থাকেন তাহলে আপনি মনে করবেন মুভি জগতে আপনি মাস্টারপিস মাস্টওয়াচ একটি মুভি miss করেছেন।

আমার হাল্কা সাজেশনঃ যখন কোনো কাজ থাকবে না, মস্তিষ্ক একদমই অবসরে থাকবে তখন দেখলে ভালো হবে


হ্যাপি ওয়াচিং❤️

Sort:  
 3 years ago 

সুন্দর রিভিউ দিয়েছেন

ধন্যবাদ ভাই

 3 years ago 

Thanks for the 100% unique post. Well detailed and nice usage of markdown. Try to add more markdown.

Screenshot_2021-04-16-00-00-59-262_com.mi.globalbrowser.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55128.91
ETH 2303.77
USDT 1.00
SBD 2.31