Sports 🏏 ||হা-ডু-ডু || কাবাডি || জাতীয় খেলা || 18 May 2021

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ১৮ ই মে, মঙ্গলবার।


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কিংবা কাবাডি যাই বলুন না কেন।
পৃথিবীর প্রায় সব দেশেই একটি জাতীয় খেলা থাকে, সেই রুপ বাংলাদেশের ও একটি জাতীয় খেলা রয়েছে।


81-819896_download-graphic-patterns-kabaddi-png.png

source


হা-ডু-ডু


আমাদের দেশের অতি প্রাচীন একটি খেলার নাম হাডুডু অথবা কাবাডি। বাংলাদেশের গ্রামে গঞ্জে অতি পরিচিত খেলার নাম ছিল এটি, কিন্তু কালের পরিবর্তনে বর্তমান সময়ে আমাদের দেশে এই খেলাটি বিলুপ্ত প্রায়। আমাদের জাতীয় খেলা হলেও আমরা অনেকেই এই খেলা সম্পর্কে অবগত নয়, কিংবা খেলা সম্পর্কে জানলেও জানিনা তার সঠিক নিয়ম।


হা-ডু-ডু / কাবাডি ইতিহাস


প্রথমেই আমি সবার দ্বিধা দ্বন্দ্ব দূর করতে চাই। অনেকেরই প্রশ্ন হতে পারে একই খেলার দুটি নাম কেন?
প্রথমত এটি আমাদের নিজস্ব একটি খেলা যা বহু আগে থেকে খেলে এসেছে আমাদের গ্রাম গঞ্জের লোকেরা। ছিলনা নির্দিষ্ট কোন নিয়ম, তাই একেক এলাকাভেদে একেক রকম খেলা হতো।

বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর, আমাদের এই ঐতিহ্যবাহী খেলা হাডুডু নাম পরিবর্তন করে কাবাডি নামকরণ করেন। নামকরণের পাশাপাশি তৈরি করা হয় নির্দিষ্ট কিছু নিয়ম, সঠিক মাঠের সাইজ, সেইসাথে সম্মানিত করা হয় বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণার মাধ্যমে।


মাঠের সাইজ


3-5.jpg

source

একটি খেলা শুরু করার আগে সঠিক নিয়মে তার মাঠ তৈরি করা উচিত, এই খেলার একটি নির্দিষ্ট মাঠের সাইজ রয়েছে।
(দৈর্ঘ্য * প্রস্থ) (৪২ ফুট * ২৭ ফুট )

অর্থাৎ মাঠটি লম্বা হবে ৪২ ফুট
মাঠটি চওড়া হবে ২৭ ফুট


খেলার সময়


খেলাটি তিন ধাপে শেষ হবে

  • প্রথম ধাপঃ ২০ মিনিট খেলা চলবে
  • দ্বিতীয় ধাপঃ ৫ মিনিট বিরতি চলবে
  • তৃতীয় ধাপঃ ২০ মিনিট খেলা চলবে

সর্বমোট ৪৫ মিনিট হাডুডু খেলা চলতে থাকবে।


খেলার জন্য প্রয়োজন


  • একজন রেফারি ও দুই জন আম্পায়ার

  • দুই পক্ষে ৭ অথবা সমান সংখ্যক লোক থাকতে হবে

  • দুই পক্ষের দুইজন অধিনায়ক থাকতে হবে


v4-460px-Play-Kabaddi-Step-3-Version-2.jpg.jpg

source


খেলার নিয়ম


1469111741_5.jpg

source


প্রথমে রেফারি দুই দলের মাঝে টচ করবে। টাচ এর বিজয়ী দল, ঠিক করবে তারা কোন কোর্টে খেলবে। পরবর্তী খেলার সময় অবশ্যই দুইদলের কোর্ট পরিবর্তন করা হবে।

খেলার শুরুতে দুই দল ভাগ করা হবে। দুই পক্ষ মুখোমুখি দাঁড়াবে কিছুটা গোলাকৃতি ভাবে। টর্চ বিজয়ী দল, খেলা শুরু করতে পারে। দলের অধিনায়ক এর নির্দেশে একজন দম রেখে, কাবাডি কাবাডি অথবা হা-ডু-ডু-ডু-ডু বলতে বলতে তার নিজের কোট থেকে বের হয়ে, বিপক্ষ দলের কোটে যাবে। দম থাকা অবস্থায় বিপক্ষ দলের একজন কিংবা একাধিক জনকে স্পর্শ করে নিজের কোর্টে ফেরত আসতে হবে। তাহলে বিপক্ষ দলের স্পর্শ করা মানুষগুলো আউট হয়ে যাবে এবং অপর পক্ষের পয়েন্ট গণনা করা হবে।


Kabadi.jpg

source


কিন্তু দম নিয়ে ফিরে আসতে না পারলে, কিংবা বিপক্ষদল বাধাপ্রাপ্ত করতে পারলে। বিপক্ষ দলের পয়েন্ট যোগ হবে এবং বাধাপ্রাপ্ত খেলোয়াড় আউট হয়ে যাবে।


আউট হয়ে যাওয়া খেলার মাঠের বাহিরে অপেক্ষা করতে থাকবেন। যদি তার দল বিপক্ষ দলের কাউকে আউট করতে পারে অর্থাৎ 1 পয়েন্ট অর্জন করতে পারে তাহলে এক পয়েন্টের সাথে ওই আউট হওয়া খেলোয়াড়টিকে মাঠে নামাতে পারবে।


download (1).jpg

source


এইভাবে খেলা চলতে চলতে কোন একটি দলের খেলোয়াড় শেষ হয়ে যাবে। শেষে যে থাকবে সে যদি ভালো খেলে তাহলে তার পক্ষের আউট হয়ে যাওয়া লোকদের সে আবার খেলায় ফিরিয়ে আনতে পারে। এইভাবে 45 মিনিট পর গণনা করা হবে কার পয়েন্ট বেশি। যদি কখনো দুই পক্ষের সমান পয়েন্ট হয়, তাহলে উভয়পক্ষের একজন একজন খেলবে। দুইদলের দুইজনের মাঝে যে একজন বিজয় লাভ করবে, তার দলকেই বিজয়ী হিসেবে গণ্য করা হবে।


সাবধানতা


দেশীয় গেম হাওয়ায় এর বেশি একটি নিয়ম কারণ নেই, তবে এই খেলায় যেমন মজা রয়েছে তেমনি ঝুঁকিও রয়েছে। তাই খেলোয়াড় কে ৮০ কেজির কম হতে হবে, এর বেশি কাউকে খেলোয়াড় হিসেবে খেলায় অংশ নেয়া হয়না।

fukuoka-191.jpg

source


সবাইকে বোঝানোর জন্য আমি খুব সহজভাবে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।


𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Sort:  
 3 years ago 

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছো ভাই।
ছবিগুলো ভালো লেগেছে।

Thank u bro💕💕

 3 years ago 

এই খেলাটি আমার খুব প্রিয় 💓
আমি ছোটবেলায় অনেক খেলছি।
সুন্দর রিভিউ করেছেন ধন্যবাদ 🥀

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

Khub sundor ekta khela

thank u bro

আপনার পোস্ট অনেক ভালো হয়েছে

ধন্যবাদ আপু

 3 years ago 

ভাল পোস্ট করেছেন। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57430.35
ETH 2423.72
USDT 1.00
SBD 2.32