Sports - Hockey || 09 July 2021 || 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ৯ ই জুলাই, শুক্রবার।


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকের @steem-bangladesh টপিক হলো Sports


Hockey (হকি)


হকি একটি আন্তর্জাতিক খেলা। কমবেশি প্রায় প্রতিটি দেশের মানুষই এই খেলার সাথে পরিচিত। অলিম্পিক গেম, বিশ্বকাপ ইত্যাদি স্থানীয় হকির অবদান রয়েছে। নারী-পুরুষ উভয় খেলায় অংশগ্রহণ করতে পারে এবং স্থানভেদে খেলার পরিবর্তন হয় এজন্যই এই গেমটি এতটা জনপ্রিয়।


netherlands-claire-verhage-challenges-with-south-africas-marsha-mareescia1.jpg

source


এটি মূলত দু'টি দলের মাঝে খেলা হয়ে থাকে। প্রত্যেকটি খেলোয়াড়ের হাতে স্টিক থাকে। সেই স্টিক দিয়ে বল কে নিক্ষেপ করতে হবে প্রতিপক্ষের গোলপোস্টের ভিতরে।


হকি খেলার উৎপত্তি


  • প্রাচীন সভ্যতায় এই খেলাটি পাওয়া যায়। আশঙ্কা করা হয় প্রায় ৪০০০ বছর আগে এই খেলার প্রচলন ছিল। তবে খেলাটির নাম লাঠি খেলা হিসেবে পরিচিত ছিল।

  • ৩০০০ বছর পূর্বে মিশরেও এই খেলার প্রচলন ছিল।

  • ১৮৮৩ সালে লন্ডনে একটি ক্লাবে খেলাটি শুরু করা হয়, তবে ছিল না কোনো আধুনিক নিয়ম।

  • ১৮৯৫ সালের আন্তর্জাতিক নিয়মে সর্বপ্রথম ইংল্যান্ডে খেলাটির উৎপত্তি হয়

main-qimg-c8c7cbcd3489de76fbe85ceb7d595fc0.jpg

source


হকি খেলা


দুটি দলে 11 জন করে খেলোয়াড় থাকবে। খেলাটি কিছুটা ফুটবলের মত। দুই পক্ষের সব খেলোয়াড়ের হাতে স্টিক থাকবেন, স্টিক দিয়ে ছোট একটি বলকে, বিপক্ষ দলের হাত থেকে বাঁচিয়ে, বিপক্ষ দলের গোলপোস্টের ভেতরে ঢোকাতে হবে।
ফুটবল খেলার মত রয়েছে পেনাল্টি করার সুযোগ।
খেলাটি যেমন জনপ্রিয়, তার নিয়ম গুলো খুব সহজ।


হকি খেলোয়াড়


  • পুরুষ খেলোয়াড়
  • মহিলা খেলোয়াড়
  • শিশু খেলোয়াড়

24ab8af10ea956ab66b895af83bce510.jpg

source


নিয়ম কানুন


HOCKEY.jpg

source

খেলার নিয়ম কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ।

  • সাধারণ নিয়ম
  • পেনাল্টি কর্নার
  • পেনাল্টি স্ট্রোক

সাধারণ নিয়ম : মোট ৬০ মিনিটের খেলা, বিরতি এবং খেলোয়াড়ের সমস্যা ইত্যাদি সব মিলিয়ে সর্বমোট ৯০ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে । খেলার সময় কে দুই ভাগ করে ৩৫ মিনিট করেও খেলা যাবে অথবা সময়কে ৪ ভাগ করে ১৫ মিনিট করেও খেলা যাবে। মাঝে নির্দিষ্ট টাইম বিরতি থাকবেন।

পেনাল্টি কর্নার : গোলপোস্ট থেকে ১০ গজ দূরে গোল লাইনে দাঁড়িয়ে পেনাল্টি করার সুযোগ আছে। তখন গোলকিপারকে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় সাপোর্ট দিতে পারবে ।

পেনাল্টি স্ট্রোক : ফুটবলের মত হলেও কিছুটা নিয়ম পরিবর্তন করে, বিপক্ষ দলের গোল পোস্ট থেকে ৭ গজ দূরত্ব থেকে গোলকিপারের দিতে বল নিক্ষেপ করতে হবে ।


হকি খেলার প্রকারভেদ


  • ফিল্ড হকি
  • আইস হকি বা স্ট্রিট হকির

ফিল্ড হকি : পৃথিবীর বেশিরভাগ দেশেই ফিল্ড বা মাঠে খেলা হয় । মাঠে খেলা হয়ে থাকে তাই একে ফিল্ড হকি বলে।

আইস হকি : যেসব দেশে বরফ পড়ে, মূলত ওই দেশগুলোতে আইস হকি খেলা হয়।


মাঠের মাপ


আন্তর্জাতিক নিয়ম হিসাবে হকি খেলার মাঠ দৈর্ঘ্য ১০০ গজ এবং প্রস্থ ৬০ গজ হবে।

main-qimg-0c22a13935cf04af0de60442cc0952d9.png

source


হকির আন্তর্জাতিক আয়োজন


  • অলিম্পিক গেমস
  • হকি বিশ্বকাপ,
  • হকি চ্যাম্পিয়নস ট্রফি
  • জুনিয়র হকি বিশ্বকাপ।
  • মহিলা হকি বিশ্বকাপ

বাংলাদেশ হকি


hockey-team-bangladesh-1531921517596.jpg

source

বাংলাদেশের মানুষ শুধু ক্রিকেট খেলায় এগিয়ে গেছে। ফুটবলকে ভালবাসলেও তার অবস্থা বেশ একটা ভালো নয়।

হকি নিয়ে খুব অল্প সংখ্যক মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগের থেকে বর্তমান সময় হকি সম্পর্কে মানুষ আগ্রহ পোষণ করছে

বাংলাদেশ হকি ফেডারেশন নতুন করে হকি খেলার উন্নয়নের কথা ভাবছেন। কোন একদিন বাংলাদেশ হকি খেলা নিয়ে এগিয়ে যাবে, সেই আশা করা যায়।


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 3 years ago 

হকি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।

thank u bro...🥰🥰

 3 years ago 

খুবই ভালো হয়েছে প্রিয় ভাইয়া।

ধন্যবাদ ভাই।🥰🥰

Sundor ekta khela

ji vai. vlo eh laga khela ta

ভাইয়া অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখছেন অনেক সুন্দর হয়ছে😇

Thank u so much apu 🥰

 3 years ago 

Hocky somporke sundor likhecen bro...khub sundor hoyece...

Thank u so much bro 🥰🥰

 3 years ago 

হকি খেলা নিয়ে বিস্তারিত পোস্টটি পড়ে ভালো লাগল। আশা করছি বাংলাদেশ হকি ফেডারেশন এর মাধ্যমে আমাদের দেশ একদিন আরো এগিয়ে যাবে।

জী ভাই, একদিন আমাদের দেশ ও এগিয়ে যাবে। ধন্যবাদ আপানার মূল্যবান মন্তব্য করার জন্য।🥰

সুন্দর একটি পোস্ট করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপু।🥰🥰

 3 years ago 

Oshadharon hoeace vae

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।🥰🥰

 3 years ago 

এই খেলা উৎপত্তিতেও ইংল্যান্ডের ভূমিকা ছিল! ব্রিটিশরা এতো বুদ্ধি নিয়া ঘুমায় কিভাবে :)

😁😁😂

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50