Food Review 🍔 || কাচ্চি ভাই || 18 June 2021|| 2% Beneficiaries to @bd-charity

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ১৮ই জুন, শুক্রবার ।



হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন,
আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আমার কাছে কাচ্চি আরেক নাম ভালোবাসা । সময় পেলেই ছুটে চলে যাই, কোথায় ভালো কাচ্চি পাওয়া যায়। পছন্দের তালিকায় রয়েছে কাচ্চি ভাই এর বাসমতি, এবং খাদক কাচ্চি।


ঠিক তাই, ভার্সিটির কাজ শেষ করে , দুপুরে লাঞ্চ করার জন্য চলে গেলাম আমার পছন্দের কাচ্চি ভাই রেস্তোঁরাতে।



1624012310198-01.jpeg

খাদক কাচ্চি


অর্ডার করার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমাদের পছন্দের কাচ্চির জন্য।


1624012365793-01.jpeg


কাচ্চি ভাই Review


কাচ্চির জগতে একটি বিশেষ নাম হল কাচ্চি ভাই। কাচ্চি ভাইয়ের কাচ্চি গুলো যখন সামনে আসে, তার ঘ্রাণ , এবং মাংসের কালার দেখেই, বোঝা যায় খাবারটি কতটুক সুস্বাদু।

1624012255371-01.jpeg

কাচ্চি ভাইয়ের, খাদক কাচ্চির মধ্যে থাকবে, বড় বড় চারটি খাসির মাংসের পিস, একটি বড় আলু 2 টি পিস , এবং রাইস এর পরিমাণ হবে, প্রাপ্তবয়স্ক দুটি মানুষের খাবারের সমান।

এখানে পরিমান বৃদ্ধি করা যাবে , পরিমাণ অনুযায়ী প্রাইস বৃদ্ধি পাবে।


খাদক কাচ্চি বৈশিষ্ট্য


মাংসগুলো হবে একদম সলিড, হাড়গোড় খুব কমই থাকে।
খাসির মাংস গুলো একদম নরম হয়ে যাবে, যা সহজে হাত দিয়ে ছেড়া যাবে। সবথেকে বেশি ভালো লাগে, আলু গুলো হাত দিয়ে ধরলে, একদম মোমের মতো গলে যায়।


অনুভূতি


কাচ্চি অনুভব করার মত একটি জিনিস। কাচ্চি মুখে দিলেই, আপনি ভুলে যাবেন আশেপাশের সবকিছু। মাংসের তেলের পরিমাণ কম হওয়ার জন্য, সব সময় আমার পছন্দ কাচ্চি ভাই।
আমার সামনে যখন কাচ্চি থাকে , আমি আর অন্য কিছু দেখিনা, শুধু কাচ্চি আর আমি ।


1624012185190-01.jpeg

সালাদ



1624012130197-01.jpeg

পানি



77303595_721682664991596_5739037637100961792_n.jpg

source


এটি হলো কাচ্চি ভাইয়ের মেনু কার্ড।


115.png

রেস্তোরাঁতে যাওয়ার পর, খাওয়া-দাওয়া শেষ হবার সময় যেই জিনিসটি দেয়, তার নাম আমি জানিনা। তবে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো খেতে।

1624012416366-01.jpeg

এর ভিতরে থাকা চকলেট গুলো এবং মিষ্টি যে উপাদান গুলো থাকে আমি শুধু এগুলোই খাই। খাবার শেষে গল্প করতে করতে ভালোই ইনজয় করা যায়।


IMG_20210618_181259.jpg

Facebook page

Location

বসুন্ধারা, উত্তরা, মিরপুর ,ধানমন্ডি সহ তাদের আরও বেশ কয়েকটি শাখা রয়েছে।


ব্যক্তিগত মতামত


যদি কাচ্চি খেতে ভালোবাসেন, তাহলে একবার কাচ্চি ভাই এর কাচ্চি খেতে পারেন। আমার অসম্ভব রকম ভালো লাগে, তাদের পরিবেশ গুলো খুব সুন্দর হয়, পরিবারের সাথে , বন্ধু-বান্ধবের সাথে যেকোনো সময় ইনজয় করা যায়।

এখনতো ফুডপান্ডা থাকাতে খুব সহজেই অনলাইনে অর্ডার করা যায়। ঢাকার যেকোনো প্রান্তে পৌঁছে যাবে আপনার খাবার।

Personal rating: 9/10


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

🙂aklai khailen vai aha

একা খাই নাই। সাথে ৩ জন ছিলো।

 3 years ago 

ভালোবাসার আরেক নাম কাচ্চি। কাচ্চি ভাইয়ের কাচ্চি আমার অনেক ভালো লাগে।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

রিভিউটা ভালো লাগলো ভাই। তবে রেস্টুরেন্ট রিভিউ করলে মেন্যু লিস্টটা দেয়ার চেস্টা করবেন

ঠিক আছে ভাই। আমি ‍add করে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এইবার পার্ফেক্ট হয়েছে ❤️

Thank u so much vai❤️❤️❤️

 3 years ago 

Nice review bro

Thnak u bro 🥰✌️ 😇

ভাই দেখেই খেতে ইচ্ছে করছে 😪 ট্রিট দেন 😀

ট্রিট নিতে হলে আসতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63837.42
ETH 2539.78
USDT 1.00
SBD 2.65