The Diary Game | | A Simple Day | | 21-09-2021

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম



আজ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর, ২০২১
জমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।


শা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারো একটি নতুন দিনে নতুন ডাইরি গেম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক আমার আজকের ডাইরি গেম।



🌄 সকাল 🌄


PicsArt_09-21-05.37.12.jpg

একটি ব্যাঙ এর ছাতা। ছবিটি Picsart এপ দিয়ে এডিট করা হয়েছে।

আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আগে নাস্তা করলাম কারন কাল রাতে আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। নাস্তা করার পর কিছুক্ষন বই পড়লাম। শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছিলো তাই পড়তে তেমন ইচ্ছা করলো না। ইউটিউবে ঢুকে কিছুক্ষন ফানি ভিডিও দেখলাম। তারপর বাড়ি এসে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম দোকানের দিকে। গিয়ে দেখলাম ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। আমি খেললাম না তাদের সাথে বসে মোবাইল চালালাম আর মাঝে মাঝে একটু কথা বলছিলাম।

☀️ দুপুর ☀️


20210921_110606.jpg

খোলা আকাশের নিচে বিশাল একটি গাছ

দুপুরের আগেই বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে একটা মুভি ডাউনলোড দিলাম। আল্লু অর্জুনর মে হু লাকি দ্যা রেসার মুভিটা। এই মুভিটা আমি ১০ বারেরও বেশী দেখেছি তবুও ডাউনলোড দিলাম। আল্লু অর্জুনের মুভি মানেই আগুন। আল্লু অর্জুনের মুভির মধ্যে আমার দেখা প্রথম মুভি এটি। এটা দেখেই আমি তার ফ্যান হয়ে যাই। ডাউনলোড শেষে গোসল করলাম। গোসল সেরে নিয়ে দুপুরের খাবার খেলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে মুভি দেখা শুরু করে দিলাম। ঘন্টার ছবি কেটে কেটে ১ ঘন্টায় দেখে ফেললাম।

🕔 বিকাল 🕔


20210921_144435.jpg

পুকুর পারের দৃশ্য। আকাশটা সেইসময় মেঘলা ছিলো।

বিকালে চলে গেলাম জমির হাট মাঠে। সেখানে গিয়ে দেখলাম আজকেও খেলা আছে আর শহীদ মিনারে ছেলেরা বসে ফ্রি ফায়ার খেলছে। বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা দেখবো। অবশেষে এক ভাতিজার কাছ থেকে মোবাইল নিয়ে আমিও ফ্রি ফায়ার খেলতে শুরু করলাম। বিকালে শুধু কাস্টমই খেলেছি সবাই মিলে। আমরা বেশ কয়েকজন ছিলাম কাস্টমে ৪ বনাম ৪ করে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। এদিকে মাঠের ফুটবল খেলা শেষ তবুও আমরা আস্টম খেলেই যাচ্ছি।

🌇 সন্ধ্যা 🌇


20210920_175923-01.jpeg

একজন জেলে নদীতে মাছ ধরছে।

কাস্টম খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেলো। তারপর যারা বয়সে একটু ছোটো তারা বাড়ি চলে গেলো। আমি ও আমার কয়েকজন বন্ধু মাঠেই ছিলাম। মাঠে বসে বেশ কিছুক্ষন আড্ডা দিলাম। আড্ডা দিয়ে চলে গেলাম স্কুলের ক্যান্টিনে। সেখানে গিয়ে সবাই চটপটি খেলাম সাথে এক কাপ লাল চা। তারপর মাঠে আরো কিছুক্ষন বসে আড্ডা দিলাম। অন্ধকার হওয়ার সাথে সাথে বাড়ির পথে রওয়ানা দিলাম সবাই। আমি আমার বন্ধু আল আমিন ও সোহাগ আমরা একসাথে বাড়ি আসলাম কারন আমাদের সবার বাড়ি একই রাস্তা দিয়ে যেতে হয়।

🌃 রাত 🌃


20210920_194020.jpg

বই দিয়ে একটু ফটোগ্রাফি করার ক্ষুদ্র প্রচেষ্ঠা।

বাড়ি ফিরে এসে ফ্রেস হয়ে পড়তে বসলাম। কিছুক্ষন পড়ার পর আমার এক বন্ধু ফোন দিয়ে মেসেঞ্জারে ঢুকতে বললো। সে একটা সমস্যায় পড়েছিলো। তাই বাইরে গিয়ে মেসেঞ্জারে ঢুকে তার সাথে কথা বলে ওর সমস্যাটার সমাধান করে দিলাম।বাড়ি ফিরে এসে আবার পড়তে বসলাম। পড়ার ফাকে আজকেও গতকালের মতো একটু ফটোগ্রাফি করলাম। তারপর রাত ৮ টার পর বাইরে এসে আমি আজকের এই পোস্টটি লেখা শুরু করি।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে 🖤

Sort:  

onek sundor photography korechen.sundor hoyeche post

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112188.62
ETH 4312.60
SBD 0.84