The Diary Game | | A Rainy Day | | 18-09-2021

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম



  • আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি @steem-bangladesh এর নিয়মিত আয়োজন The Diary Game কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের ডাইরি।


🌄 সকাল 🌄


20210913_102107.jpg

একটি ঘাসের ফুল

বৃষ্টিভেজা একটি সকালে আমার ঘুমটা ভাঙলো সকাল ৮ টার পর। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে এসাইনমেন্ট লিখতে শুরু করলাম। কারন আজকে আমাদের ৭ম সপ্তাহের এসাইনমেন্ট জমা নেয়ার কথা ছিলো। এসাইনমেন্ট লেঝা শেষ করলাম কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। ঔষধ খেয়ে ভাত খেয়ে নিলাম। তারপর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম। এদিকে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। মেসেঞ্জারে আমার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারলাম কেউই কলেজে যেতে পারে নি। এভাবেই মোবাইল টিপতে টিপতে দুপুর ১২ টা পার হয়ে গেলো।

☀️ দুপুর ☀️


Screenshot_20210918-192016_YouTube.jpg

দুপুরে মুভি দেখার সময়

দুপুর ১২ টার পর ফেসবুক গ্রুপে দেখলাম স্যার পোস্ট করেছে যে বৃষ্টি কারনে এসাইনমেন্ট জমা নেয়া হয়নি। সেটা আগামী ২০ তারিখ জমা নিবে। তাই একটু চিল মুডে এসে KGF-1 মুভিটি ডাউনলোড দিয়ে দেখা শুরু করলাম। মুভি দেখা শেষ করে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আবারো মোবাইল চালানো শুরু করলাম। বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে। দুপুর সাড়ে তিনটার দিকে অবশেষে বৃষ্টি থামলো ও বিকাল ৪ টার দিকে কড়া রোদ উঠলো।

🕔 বিকাল 🕔


20210918_172916.jpg

বিকালে খেলা দেখতে এসে তোলা ছবি

বিকালে এমনভাবে রোদ উঠলো মনে হচ্ছিলো যে সারাদিন কোনো বৃষ্টিই হয় নি। তাই চলে আসলাম জমির হাট মাঠে। এসে দেখলাম তকেয়া পাড়া রাস্তার এপার বনাম রাস্তার ওপার খেলার জন্য প্রস্তুত হচ্ছে। শহীদ মিনারে বসে খেলা দেখছিলাম। আজকের খেলায় বেশ বিনোদন পাওয়া গেছে কেননা আজকের খেলার বেশীরভাগ খেলোয়াড়ই ছিলো অনিয়মিত খেলোয়াড়। তাই খেলা দেখে বেশ মজাই পাচ্ছিলাম। অবশেষে ১-০ গোলে খেলা শেষ হয়।

🌇 সন্ধ্যা 🌇


20210918_182847.jpg

সন্ধার আকাশ

খেলা দেখা শেষে এক ছোটো ভাই এসে বললো সে নাকি তার খালাতো ভাইয়ের স্কোয়ারের সাথে কাস্টম খেলা নিয়েছে। একজনের মোবাইল নিয়ে সন্ধায় সবাই শহীদ মিনারে বসে কাস্টম খেলতে শুরু করলাম। আমরা ম্যাচটা ৭-৪ এ জিতে যাই। তারপর কিছুক্ষন আড্ডা দিয়ে সবাই বাড়ির পথে রওয়ানা দেই।

🌃 রাত 🌃


PicsArt_09-18-07.08.18.jpg

রাতের জমির হাট বাজারের দৃশ্য

রাতে জমির হাট থেকে বাড়িতে আসলাম। এসে আবার আমাদের গ্রামের বড়ার দোজানে গেলাম বড়া খেতে। কিন্তু গিয়ে দেখি বড়ার দোকান আজকে বন্ধ। তাই আবার বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে বসে একটু বিশ্রাম নিলাম। তারপর আমার আজকের এই পোস্টটি লেখা শুরু করলাম।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে 🖤

Sort:  
 3 years ago 

ভালো লিখেছেন ভাই

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

darun photography

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ছবি গুলো অনেক ভালো হইছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

Wlcm

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 84536.99
ETH 2140.12
USDT 1.00
SBD 0.94