Steem Bangladesh Contest - Travel | | Chiklee Water Park | | 30% beneficiaries goes to @hive138339

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


আজকে আমি Steem Bangladesh কর্তৃক আয়োজিত Travel কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। কিছুদিন আগে আমি আমাদের রংপুরের চিকলি ওয়াটার পার্কে গিয়েছিলাম।

চিকলি ওয়াটার পার্ক


1645707952510.jpg

ইলেক্ট্রনিক নাগরদোলার সামনে আমি

পরিকল্পনাটা ছিলো অনেক দিন থেকেই। এর আগে আমি সর্বশেষ ২০২০ সালে চিকলি ওয়াটার পার্কে গিয়েছিলাম। তখন এই পার্কটি এতো উন্নত ছিলো না। কিন্তু কিছুদিন ধরে ফেসবুকে আমার অনেক বন্ধুদের ছবি দেখে বুঝলাম যে চিকলি ওয়াটার পার্কটি আগের থেকে অনেক উন্নত করেছে। তাই সেখানে আমার যাওয়ার ইচ্ছা জাগলো। তাই আমার বন্ধু জয় বিশ্বাসকে বললাম সেখানে যাওয়ার কথা। সেও রাজি হয়ে গেলো। আর দেরি কিসের। পরিকল্পনা অনুযায়ী যাচ্ছিলাম। হঠাৎ করে জয়ের গার্লফেন্ড জেমির সাথে দেখা হয়ে গেলো এবং জেমিও আমাদের সাথে গেলো।

কিভাবে যেতে হয়


20220411_174117.jpg

শাপলা চত্বর থেকে পার্কের দুরত্ব

চিকলি ওয়াটার পার্কটি রংপুর জেলা স্টুডিয়ামের পাশেই অবস্থিত। আপনি রংপুরের শাপলা চত্বর থেকে একটি রিকশা বা অটো নিয়ে সেখানে যেতে পারবেন। শাপলা চত্বর থেকে চিকলি ওয়াটার পার্কের দুরত্ব প্রায় ৩ কিলোমিটার। আবার আপনি যদি রংপুরের বাইরে থেকে এখানে বেড়াতে আসেন এবং যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে রেলওয়ে স্টেশন থেকে অটো বা রিকশা নিয়ে সেখানে যেতে হবে। রংপুর রেলওয়ে স্টেশন থেকে চিকলি ওয়াটার পার্কের দুরত্ব ৪.৫ কিলোমিটার। অটোতে গেলে জন প্রতি ২০ টাকা ভাড়া নিবে। আর রিকশাতে গেলে ৩০ টাকা নিবে কিন্তু ২জন গেলে ৪০ টাকায় রিকশায় যাওয়া যাবে।

1645707952804.jpg

1645707952390.jpg

ইলেক্ট্রনিক নাগরদোলা ও আলোকসজ্জায় সজ্জিত রাস্তা
পার্কে প্রবেশের আগে তিনটা টিকেট কেটে ঢুকে পড়লাম তিনজন। তারপর পুরো পার্কটি ভালোভাবে ঘুরে দেখলাম ও অনেকগুলো ছবি তুললাম রাতের বেলা গিয়েছিলাম আমরা সেখানে অনেক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিলো এবং দূর থেকে পার্কটি দেখতে চমৎকার লাগছিলো। এই পার্কটিতে বর্তমানে যে জিনিসগুলো মানুষকে বেশী অাকর্ষন করে সেটা হলো বিশালাকার ইলেকট্রনিক নাগরদোলা। এই নাগরদোলাটিতে উঠলে পুরো রংপুর শহর দেখা যায়। তবে এখানে অনেক বিলাশবহুল। কেননা এই ইলেকট্রনিক নাগরদোলাটিতে টিকিটের মূল্য ১০০ টাকা। সেখানে কয়েকটা ছবি তুললাম জয় ও জেমীর কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর আবার হাটতে শুরু করলাম।

1645707952126.jpg

1645707953348 (1).jpg

1645707951660.jpg

পার্কের ভিতর আমরা তিনজন

সেখানে আরো একটি চমৎকার জিনিস দেখলাম। সেটা হলো কৃত্রিম ঝর্ণা। রাতের বেলা ঝর্ণার পাশ দিয়ে রং বেরংয়ের লাইট জালানো হয়েছে যার কারনে দেখতে খুবই সুন্দর লাগছিলো। সেখানে কয়েকটা ছবি তোলা পর আমরা একটি টেবিলে বসলাম। বসে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষন পর একজন ওয়েটার আসলো খাবারের অর্ডার নিতে। আর আমরা তখনই বুঝতে পারলাম যে এটা রেস্টুরেন্ট এড়িয়া। আমরা সেখানে বসে অর্ডার না দিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। চিকলি ওয়াটার পার্কে ২ টি বড় বড় মানসম্মত রেস্টুরেন্ট আছে।

1645707951389.jpg

1645707953841.jpg

1645707953913 (1).jpg

রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের ভিতর আমরা তিনজন

আমরা চলে গেলাম সেখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্টে। এটা ছিলো চিকলি ওয়াটার পার্কের নিজস্ব রেস্টুরেন্ট। পার্কের ভিতরে অনেকটা স্থানজুড়ে আছে এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভিতর ঢুকে একটা টেবিলে বসে পড়লাম। তারপর ওয়েটার মেনু কার্ড নিয়ে আসলো। মেনু কার্ড দেখার পর ওয়েটার বললো যে চিকেন কাবাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে। তাই আমরা দুটো চিকেন কাবাবের অর্ডার দিলাম সাথে বাটার নান। অর্ডার দেয়ার পর খাবার আসার আগ পর্যন্ত বসে গল্প করলাম ও কয়েকটা ছবি তুললাম। প্রায় ১৫ মিনিট পর আমাদের খাবার নিয়ে আসলো।

1645707953738.jpg

চিকেন কাবাব

খাবারটা দেখে যেমন ভালো মনে হয়েছিলো খেতেও ঠিক সেইরকম সুস্বাদু। তবে বাটার নানটা ততোটা ভালো না। এর থেকে আমাদের পার্বতীপুরের শাহ হোটেলের বাটার নান অনেক মজার। যাই হোক সবাই একটা করে চিকেন কাবার খাওয়ার পর অতিরিক্ত একটা আমি আর আমার বন্ধু জয় মিলে খেয়ে নিলাম। তারপর ওয়েটার বিল নিয়ে আসলো। বিল আসলো ৯৬০ টাকা। বিল দেবার সময় জয় বললো।যে ওর কাছে শুধু ৩০০ টাকা আছে। এখন কেমনটা লাগে বলেন তো। কি আর করার শেষমেশ আমার পকেটই ফাকা হলো। বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু বিশ্রাম নিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম আর এভাবেই আমার ভ্রমনের সমাপ্তি ঘটে।

1645707953549.jpg

খাবারে বিল

DeviceXiaomi Poco X3
LocationChiklee Water Park
Place Rating8/10
Restaurant Rating7.8/10

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @maulidar@mn14 কে আমন্ত্রণ যানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে 💙


Sort:  
 2 years ago 

wow, amazing, bouncing and very beautiful place. if that's the time how nice to be on that journey. thank you for sharing this beautiful place with us

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

Nice to see you post about your trip bro. I like the pictures you took.good luck.

 2 years ago 

অনেক সুন্দর একটি ভ্রমণ কাহিনী আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর। আপনার বন্ধুত্বের বন্ধন সারা জীবন অটুট থাকুক।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65353.52
ETH 2654.64
USDT 1.00
SBD 2.84