Steem Bangladesh Contest - Sports | | Football | | 06-06-2021
আসসালামু আলাইকুম
আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000
ফুটবল
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। জনপ্রিয়তার কারনে এটি আন্তর্জাতিক খেলা হিসবে স্বীকৃতি পায়। ইউরোপ ও আমেরিকার অনেক দেশেই এটি জাতীয় খেলা। আমাদের দেশেও ফুটবল ব্যাপক জনপ্রিয়।
খেলার নাম | ফুটবল |
---|---|
ক্রীড়া পরিচালনা সংস্থা | ফিফা |
উপনাম | ফুটবল, সকার, ফুটি, দ্য বিউটিফুল গেম। |
প্রথম খেলেছেন | উনবিংশ শতাব্দীর মধ্যকালে গ্রেট ব্রিটেন, নটিংহামশায়ার, শেফিল্ড। |
শারীরিক স্পর্শ | হ্যা |
দলের সদস্য | প্রতি দলে ১১ জন |
মিশ্রিত লিঙ্গ | হ্যাঁ, পৃথক প্রতিযোগিতা |
বিভাগ | দলীয় খেলা, বল খেলা |
সরঞ্জাম | ফুটবল |
মাঠ | ফুটবল মাঠ |
দেশ বা অঞ্চল | বিশ্বব্যাপী |
ফুটবল খেলার মাঠের বর্ণনা
ফুটবল খেলার মাঠ সাধারণত ১০০-১২০ গজ দীর্ঘ এবং ৫০-৫৬ গজ প্রস্থ হয়ে থাকে। মাঠের দুই প্রান্তে দুটি করে গোলবার থাকে। প্রতিটি গোলবারের উচ্চতা ৮ ফুট এবং একটি গোলবার থেকে অপর গোলবারের দুরত্ব ৮ গজ। মাঠের ঠিক মাঝখানে একটি গোল বৃত্ত থাকে, এটিকে বলা হয় মধ্যমাঠ। এখান থেকেই খেলা শুরু হয়। একটি আদর্শ ফুটবলের ওজন হয় ১৪-১৬ আউন্স।
দল ও খেলোয়াড়
একটি ফুটবল খেলায় ২টি দল পরস্পর মোকাবিলা করে। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়ার খেলে। কিন্তু আরোও ৪ জন অতিরিক্ত খেলোয়ারের নাম ঘোষনা করতে হয়। তারা খেলা চলাকালীন কোনো খেলোয়ারের বদলে বদলী খেলোয়ার হিসেবে মাঠে নামতে পারে।
খেলার নিয়ম
খেলা শুরুর সময় দুই দল মাঠের মাঝখানে মুখোমুখি অবস্থান করে। খেলা পরিচালনা করে ১জন রেফারি, ২জন লাইন্সম্যান ও ১জন টিভি আম্পায়ার। রেফারির বাশি বাজানোর সাথে সাথে খেলা শুরু হয়। ১১ জন খেলোয়ার সাধারণত ৪ ভাগে ভাগ হয়ে খেলে। ১জন থাকে গোলরক্ষক যিনি তার সর্বাঙ্গ দিয়ে বলকে গোল হওয়া থেকে রক্ষা করেন। ৩-৪ জন থাকে ডিফেন্স। তারা প্রতিলক্ষ খেলোয়াড়কে গোল দিতে বাধা দেয়। ২-৪ জন থাকে মধ্যমাঠের খেলোয়ার। ফুটবল খেলা সুন্দর হয় মূলত মধ্যমাঠের খেলোয়ারের জন্য। তারা আক্রমণ শুরু করে এবং বল সাজিয়ে দেয় গোল দেয়ার জন্য। ২-৩ জন থাকে আক্রমণ বিভাগের খেলোয়াড়। এরা সাধারণত গোল দেয়ার জন্য খেলে।
খেলার নিয়ম-কানুন
- প্রথমে বলটি মধ্যস্থলে রাখতে হবে।
- রেফারি বাশি বাজানোর সাথে সাথে খেলা শুরু করতে হবে।
- একমাত্র গোলরক্ষক ছাড়া কেউ বল হাত দিয়ে স্পর্শ করতে পারবে না।
- গোলরক্ষক ছাড়া অন্য কারো হাতে বল লাগলে হ্যান্ড বল হয় এবং বিপক্ষ দল একটি ফ্রি কিক পায়।
- কোনো খেলোয়ারকে অবৈধভাবে ধাক্কা দিলে ফাউল হয় এবং বিপক্ষ দল একটি ফ্রি কিক পায়।
- গুরুতরভাবে কাউকে অবৈধভাবে ধাক্কা দিলে রেফারি তালে শাস্তিস্বরূপ লাল কার্ড বা হলুদ কার্ড দেয়। লাল কার্ড দিলে ওই খেলোয়ারকে মাঠ ত্যাগ করতে হয় সে ওই ম্যাচ এবং সামনের ২ ম্যাচ খেলতে পারে না।
- গোলরক্ষক তার নির্দিষ্ট অঞ্চল বা ডিবক্সের বাইরে এসে বল স্পর্শ করলে ফাউল হবে এবং বিপক্ষ দল একটি ফ্রি কিক পায়।
- খেলোয়াড়দের চিনতে তাদেরকে নির্দিষ্ট জার্সি নাম্বার দেয়া হয়।
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)
বিশ্বব্যাপী ফুটবল খেলার আইন-কানুন, প্রচলন ও নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠা করা হয় FIFA (Federation of International Football Association). ২১মে ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠা লাভ করে সংস্থাটি। বর্তমানের সুইজারল্যান্ডের জুরিখে এটির সদরদপ্তর। ফিফা এর বর্তমান সভাপতি সেপ ব্লাটার ও এর সদস্য সংখ্যা ২০৯ টি দেশ। প্রতি ৪ বছর পর পর সংস্থাটি ফুটবল খেলার সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের আয়োজন করে থাকে। নারী ও পুরুষ উভয়ের জন্যই ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়।
বিশ্বকাপ ফুটবল
ফুটবল খেলার ইতিহাস অনেক দীর্ঘ হলেও বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। ফিফার অধীনে বিশ্বকাপ ফুটবল প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। সবশেষ ২১ তম আসর বসে রাশিয়াতে ২০১৮ সালে। চ্যাম্পিয়ন হয় ফ্রান্স ও রানার্স আপ হয় ক্রোয়েশিয়া। তবে সবচেয়ে বেশী ৫ বার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল ও জার্মানি। এক আসরে সবচেয়ে বেশী গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুটের পুরষ্কার। একাধারে সেরা খেলোয়াড় পার গোল্ডেন বল, সেরা গোলরক্ষক পায় গোল্ডেন গ্লাভস। সামনে ২২২২ সালে কাতারে ফিফার ২২ তম বিশ্বকাপ আসর বসবে।
ফুটবল খেলার উপকারিতা
ফুটবল শুরুমাত্র একটি খেলা নয়, বরং এটা একটা শারীরিক ব্যায়ামও। ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক অবসাদ দূর হয় তেমনি এর উত্তেজনা-আবেগ মনকে আনন্দে ভাসিয়ে তোলে। ফুটবল খেলায় সবসময় পরিশ্রম করতে হয় তাই শরীর সর্বদা ফিট থাকে। খেলার আইন-কানুন খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশিত করে। এছাড়াও ফুটবল খেলা বিশাল লাভজনক ব্যবসায় পরিনত হয়েছে। ইউরোপ ও আমেরিকার ফুটবল ক্লাবগুলো তার অন্যতম উদাহরণ।
ফুটবল খেলায় হার জিত আনন্দ-বেদনা থাকে।সেই আনন্দ-বেদনার ঊর্ধ্বে থাকে লড়াই আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন, স্বদেশের মর্যাদা বৃদ্ধি আর বিজউএর তীব্র বাসনা। ফুটবল খেলা বিশ্বব্যপী মানুষের মধ্যে প্রীতি ও ভালোবাসা সৃষ্টি করে। তাই সকল খেলাকে ছাড়িয়ে ফুটবল খেলা জনপ্রিয়তার শীর্ষে।
Wow 🥺