Steem Bangladesh Contest - Sports | | Copa America Final | | 09-07-2021

in Steem Bangladesh3 years ago

  • আসসালামু আলাইকুম


  • আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000



    আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত Sports কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার পোস্টটি ভালো লাগবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলোঃ




    কোপা আমেরিকা ফাইনাল ২০২১



    বিশ্বের সকল ফুটবল প্রেমী অবগত যে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেনটিনা।

    images (14).jpeg
    Source


    অবশেষে বহুল প্রতিক্ষীত সেই স্বপ্নের ফাইনাল দেখা যাবে রবিবার সকাল ৬ টায়। ব্রাজিল বনাম আর্জেনটিনা ম্যাচ দেখতে পারবো তাও আবার কোপা আমেরিকার ফাইনালে ভাবতেই কি রকম একটা আবেগ কাজ করতেছে।



    🇧🇷ব্রাজিল স্কোয়াড🇧🇷



    images (16).jpeg
    Source

    এলিসন, এডারসন, উইভারটন, মার্কিউনহোস, ই. মিলিটাও, ফিলিপে, টি. সিলভা, লিও ওর্টিজ, আর. লোডি, এলেক্স সানদ্রো, এমারসন রয়্যাল, ডানিলো, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ডগ্লাস লুইস, ফ্রেড, এভারটন, এল. পাকুয়েতা, এভারটন রিবেইরো, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, জি. জেসুস, রিচার্ডলিসন, রবার্তো ফিরমিনহো, গাবি।

    সম্ভাব্য একাদশঃ
    ১। এডারসন
    ২। টি. সিলভা
    ৩। মার্কিউনহোস
    ৪। দানিলো
    ৫। আর. লোডি
    ৬। ক্যাসেমিরো
    ৭। ফ্রেড
    ৮। এভারটন
    ৯। এল. পাকুয়েতা
    ১০। নেইমার
    ১১। রিচার্ডলিসন




    🇦🇷আর্জেনটিনা স্কোয়াড🇦🇷



    images (17).jpeg
    Source

    ই. মার্টিনেজ, জে. মুসো, এ. মার্কেসিন, এফ. আরমানি, সি. রোমেরো, এল. মার্টিনেজ, এল. মার্টিনেজ কোয়েট্রা, এন. ওতামেনডি, জি. পেজেলা, এন. টাগ্লিয়াফিকো, এম. আকুনা, জি. মনটিয়েল, এন. মলিনা, জি. রদ্রিগেজ, এল. পারেদেস, আর. ডি. পল, জি. লো. কেলসো, ই. পেলাসিয়াস, এন. ডমিঙ্গেজ, এন. গনজালেজ, এল. মেসি, এ. ডি. মারিয়া, যে. আলভারেজ, এ. কোরেয়া, জে. কোরেয়া, পাপু গোমেজ, এল. মার্টিনেজ, এস. এগুয়েরো।

    সম্ভাব্য একাদশঃ
    ১। ডি. মার্টিনেজ
    ২। এন. মলিনা
    ৩। জি. পেজেলা
    ৪। এন. ওতামেনডি
    ৫। এন. টাগ্লিয়াফিকো
    ৬। আর. ডি. পল
    ৭। জি. রদ্রিগেজ
    ৮। জি. লো. কেলসো
    ৯। এল. মার্টিনেজ
    ১০। এল. মেসি
    ১১। এ. ডি. মারিয়া



    জার্নি টু ফাইনাল



    images (15).jpeg
    Source

    ব্রাজিল ও আর্জেনটিনা দল দুটো একবারে ফাইনালে ওঠে নি । ফাইনালে ওঠার জন্য তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তাহলে চলুন তাদের প্রথম রাউন্ড থেকে ফাইনালে ওঠা পর্যন্ত রিপোর্ট ফিরে দেখা যাক।



    🇧🇷ব্রাজিল🇧🇷



    YBYFW22QLBBQ5DM36O5GW72F74-scaled.jpg
    Source


    • ১ম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিলো ভেনিজুয়েলার সাথে। শক্তিশালী ব্রাজিলের সামনে দূর্বল ভেনিজুয়েলা টিকতেই পারেনি। ৩-০ এর বিশাল ব্যবধানে ব্রাজিল ভেনিজুয়েলাকে উড়িয়ে দেয়।

    • ২য় ম্যাচেও ব্রাজিল অপ্রতিরোধ্য। পেরু ব্রাজিলের সামনে দাড়াতেই পারে নি। ৪-০ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিল জয়লাভ করে। যদিও প্রথম আর্ধে পেরু অনেক ভালো খেলেছ কিন্তু ২য় আর্ধে আর পাত্তা পায় নি।

    • ৩য় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিলো কলম্বিয়া। কলম্বিয়ার সাথে ২-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। খেলার পুরো সময়ের ৭০% সময় বল ব্রাজিলের পায়ে ছিলো সেই ম্যাচে।

    • গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিলো ইকুয়েডরের সাথে। সবাই ভেবে নিয়েছিলো ব্রাজিল এই ম্যাচও সহজভাবে জিতে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দেয়।

    • কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় শক্তিশালী চিলির সাথে। সেই ম্যাচে ব্রাজিলকে অনেক কষ্ট করে জয়লাভ করতে হয়। পাকুয়েতার একমাত্র গোলে ব্রাজিল চিলিকে হারায়।

    • সেমিফাইনালে ব্রাজিল আবারো পেরুর মুখোমুখি হয়। কিন্তু পেরু এই ম্যাচে আগের ম্যাচের ভূলগুলো সুধরে নতুন রুপে ফিরে আসে ও একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দেয়। ব্রাজিল ১-০ গোলে পেরুকে হারিয়ে পৌছে যায় কোপা আমেরিকার ফাইনালে।


    🇦🇷আর্জেনটিনা🇦🇷



    1204.jpg
    Source


    • ২০১৫ ও ২০১৬ সালের দুই ফাইনালিস্ট আর্জেনটিনা ও চিলি মুখোমুখি হয় কোপা আমেরিকা ২০২১ আসরে তাদের ১ম ম্যাচে। ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ। একটা রোমাঞ্চকর ম্যাচ হয়েছিলো সেদিন।

    • ২য় ম্যাচে আর্জেনটিনা কাম ব্যাক করে। শক্তিশালী উরুগুয়ের সাথে ১-০ গোলে জয়টা ছিলো সস্তির। যদিও বল পজিশনে আর্জেনটিনার থেকে উরুগুয়ে এগিয়ে ছিলো।

    • ৩য় ম্যাচেও প্যারাগুয়ের সাথে১-০ গোলে জয় পার আর্জেনটিনা। নরবরে প্যারাগুয়ের সাথে তেমন একটা ভালো খেলতে পারে নি শক্তিশালী আর্জেনটিনা। বল পজিশনে এই ম্যাচেও আর্জেনটিনা পিছিয়ে ছিলো।

    • গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেন আর্জেনটিনা নতুন রুপে ফিরে আসে। বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে যানান দেয় যে তারাও এই টুর্নামেন্টের টপ ফেভারিট দল।

    • কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেনটিনা। যদিও খেলার ফলাফল ১ তরফা কিন্ত খেলাটি সমানে সমানে হয়েছিলো। বল পজিশনে ইকুয়েডর এগিয়ে ছিলো।

    • সেমিফাইনালে আর্জেনটিনা মুখোমুখি হয় শক্তিশালী কলম্বিয়ার সাথে। রোমাঞ্চকর সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ের ব্যবস্থা না থাকায় সরাসরি পেনাল্টি হয় এবং গোলকিপার মার্টিনেজের কল্যানে আর্জেনটিনা ৩-২ গোলে জয়লাভ করে।


    হেড টু হেড



    images (18).jpeg

    Source

    ব্রাজিলআর্জেনটিনা
    ১১০ম্যাচ১১০
    ৪৩জয়৩৯
    ৩৯পরাজয়৪৩
    ২৫ড্র২৫


    মূল খেলোয়াড়



    🇧🇷ব্রাজিলঃ

    নেইমার এইবারের কোপা আমেরিকায় ২টি গোল ও ৩টি এসিস্ট করেছে। আশা করা যায় যে ফাইনালেও সে ভালো কীছু করবে।

    🇦🇷আর্জেনটিনা🇦🇷

    মেসি এই টুর্নামেন্টে উজ্জ্বল। ৪ গোলের সাথে আছে ৪ এসিস্ট। আশা করা যায় ফাইনালেও মেসি গোল পাবে।



    আমার মতামত



    যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার তাই আমি চাইবো যেনো ম্যাচটি ব্রাজিল জিতে। ব্রাজিল দলের সব খেলোয়াড়রাই বেশ ভালো ফর্মে আছে এবং আর্জেনটিনার খেলোয়াড়রাও ফর্মের তুঙ্গে। কে জিতবে দেখার জন্য চোখ রাখুন আগামী রবিবার সকাল ৬টায়। আর কমেন্ট করে জানান আপনার মতামত।



    তো বন্ধুরা এই ছিলো আমাদের আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রকার ভূল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




    ধন্যবাদ সবাইকে🖤🖤🖤

    Sort:  

    অনেক সুন্দর লিখেছেন পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো 💙

     3 years ago 

    ধন্যবাদ 🖤✌️

    💙💙

     3 years ago 

    খুবই তথ্যবহুল একটি পোস্ট করেছেন, পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া 🖤✌️

    Sundor hoyeche

     3 years ago 

    Dhonnobad

     3 years ago 

    পোস্টটি গোছালো এবং সহজ ভাষা ব্যবহার করায় পোস্টটি সুন্দর হয়েছে।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া 🖤✌️

    সুন্দর হয়েছে অনেক আপনার পোস্ট

     3 years ago 

    ধন্যবাদ আপু🖤✌️

     3 years ago 

    অনেক সুন্দর পোস্ট💜💜💜💜

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া 🖤✌️

     3 years ago 

    Onek sundor akti post likhechen

     3 years ago 

    Dhonnobad vaiya🖤✌️

     3 years ago 

    ভালো এনালাইসিস করেছিলেন। ফাইনালটা বেশ উপভোগ্য ছিল।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া ✌️🖤

    Coin Marketplace

    STEEM 0.27
    TRX 0.11
    JST 0.030
    BTC 67700.29
    ETH 3795.87
    USDT 1.00
    SBD 3.50