Steem Bangladesh Contest - Photography | | by @saikat000 | | 20% beneficiaries goes to @steemit-bd
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
Steem Bangladesh কর্তৃক আয়োজিত Photography Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের কিছু ক্রিয়েটিভ ফটোগ্রাফি দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা আমার ফটোগ্রাফিগুলো দেখা যাক।
📸 ছবি নং - ০১ 📸
১ম ছবিটিতে একটি ব্লেডের ম্যাক্রো ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন। সাধারণত ম্যাক্রো ফটোগ্রাফি করতেই আমি বেশী পছন্দ করি। এই ফটোগ্রাফিটি করার জন্য একটি অন্ধকার রুমে একটি ব্লেড দিয়ে একপাশ থেকে লাল লাইটের অপর পাশ থেকে নীল লাইটের আলো দিয়েছি এবং ব্লেডে কিছু পানি ছিটা দিয়েছিলাম। তারপই ছবিটি তোলা হয়েছে।
📸 ছবি নং - ০২ 📸
খোলা আকাশের নীচে একটি পানিভর্তি কাচের গ্লাসে একটি ছোটো গাছের পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। পানিতে রাখার কারনে পাতাগুলো তখনও সজীব ছিলো। আবহাওয়াটা ছিলো চমৎকার। রোদেলা আবহাওয়ায় সাদা মেঘের জন্য আকাশটা আরো বেশী সুন্দর হয়ে উঠেছিলো।
📸 ছবি নং - ০৩ 📸
মেঘলা আকাশের নিচে একটি কৃষ্ণচূড়ার গাছ। ভালো লাগার আরেক নাম হলো কৃষ্ণচূড়া ফুল। এই ফুলের সৌন্দর্য অতুলনীয়। সম্প্রতি খোলাহাটিতে গিয়ে রেল স্টেশনের কাছে এই ফুলের গাছটি আমার চোখে পড়ে। তখন ছিলো খারা দুপুর। আকাশ পরিষ্কার ছিলো সাথে ছিলী সাদা মেঘ।
📸 ছবি নং - ০৪ 📸
একটি গ্লাসের পানিতে একটি লেবু উপর থেকে পড়েছে আর গ্লাসে থাকা পানিগুলো নড়াচড়া করছে। এই ছবিটি তোলার জন্য এরকম অনেকগুলো ছবি তুলতে হয়েছে। তারপর এইটা পেয়েছি। কিন্তু তবুও এটা আমার মনের মতো হয় নি। যদি অন্য কেউ লেবুটি পানিতে ছেড়ে দিতো আর আমি ক্লিক করতাম তাহলে মনে হয় একটু বেশী ভালো হতো।
📸 ছবি নং - ০৫ 📸
নাম না জানা একটি ফুল। এই ফুলটি আমি আমাদের সবজির বাগান থেকে তুলেছিলাম। কিন্তু কোন সবজির ফুল সেটা মনে নেই। একটা ফুল ছিড়ে ধানক্ষেতের আইলে রেখে ছবিটি তুলেছিলাম। ফুলটা দেখতে বেশ ভালোই ছিলো। দেখতে অনেকটা কদুর ফুলের মতো। কিন্তু আসলে কদুর ফুল নয়।
📸 ছবি নং - ০৬ 📸
পানিতে একটি ছোট গাছের পাতা নিয়ে আরো একটি ক্রিয়েটিভ ফটোগ্রাফি। এই ছবিটি একটু ইউনিক টাইপের কেননা এই ছবিটিতে সূর্যকেও ফ্রেমে রাখা হয়েছে। নং ছবিটি তোলার পর আমার মনে হলো যে সূর্যকে ফ্রেমে নিয়ে এইরকম আরেকটি ছবি তুললে কেমন হয়। তাই ছবিটি তুলে ফেলি।
Device | Samsung Galaxy M20 |
---|---|
Edit | Lightroom & Picsart |
Click | @saikat000 |
কোন Apps দিয়ে পিক গুলো এডিট করেছেন উল্লেখ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Ok bro.