Steem Bangladesh Contest - 📙Book Review📙 | | শেষের কবিতা | | 09-06-2021

in Steem Bangladesh3 years ago

  • আসসালামু আলাইকুম
  • আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000


    আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত 'Book Review' কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি যেই বইটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো :


  • শেষের কবিতা
  • images (10).jpeg
    Source

    শেষের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ প্রেমকাব্যিক উপন্যাস। এই উপন্যাসে অমিত রায় ও লাবণ্যলতার রহস্যময়ী প্রেমকাথা ও সকরুন বিচ্ছেদেময়তা আছে সেটা সব পাঠকের মনে কড়া নাড়িয়েছে।

    বইটি সম্পর্কে কিছু তথ্য:

    নামশেষের কবিতা
    লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
    ভাষাবাংলা
    বিষয়রোমান্টিক
    ধরনউপন্যাস
    প্রকাশ১৯২৮
    পৃষ্ঠা৮০
    মূল্য৯০ টাকা (https://www.rokomari.com/book/194607/shesher-kobita)

    প্রধান চরিত্রসমূহ

    • অমিত রায়: শেষের কবিতা উপন্যাসটির প্রধান চরিত্র হলো আমিত রায়। তার মধে অনেক প্রগল্ভতা আছে। আত্মপ্রতিষ্ঠার জন্যই সে এই মুখোশ ধরেছে।
    • কেটি: কেটি অর্থাৎ কেতকী হলো অমিতের সহচর। সে ছিলো একদন ভিন্ন ধরনের মানুষ। সবসময় তার মধ্যে শ্রেনীজ্ঞাপক মুখোশ বিদ্যমান থাকে।
    • ল্যাবণ্য: শেষের কবিতা উপন্যাসের নায়িকা হলো লাবণ্য। তিনি ছিলেন একজন আদর্শ ব্যাক্তিত্ব ও তীক্ষ্ণ মেধাসম্পন্ন মানুষ।
    • অভনীশদত্ত, শোভনলাল, যতিশঙ্করকে নিয়ে যথার্থ আভিজাত্যের পরিচয় ফুটে ওঠে।

    কাহিনী

    images (15).jpeg
    Source


    বিলেত ফেরত ব্যারিস্টার আমিত রায় একজন প্রখর বুদ্ধিদীপ্ত ও রোমান্টিক মানুষ। তর্কে প্রতিপক্ষকে হারাতে তিনি পটু। অমিত রায় একবার শিলং পাহাড় বেড়াতে গেল। আর সেখানেই এক মোটর দূর্ঘটনায় লাবণ্যের সাথে তার প্রথম দেখা হয়। তারপর সেখান থেকেই তাদের পরিচয় ও কথাবার্তা শুরু হয়। অমিতের কথাবার্তা, তার চলাফেরার স্টাইল লাবণ্যের ভালো লাগে। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু।

    যদিও লাবণ্যের বন্ধু শোভনলাল একটা সময় তার উপর আকৃষ্ট ছিলো। কিন্তু লাবণ্য তাকে আশানুরূপ মূল্যায়ন করে নি। কিন্তু লাবণ্যের পিতা অবনীশ দত্ত শোভনলালকে যথাযথ স্নেহ করতেন। অমিতের দুই বোন সিসি এবং লিসি লাবণ্যকে আশানুরূপ ভালো চোখে দেখতেন না। কারন তারা ছিলো কিছুটা বিদেশী স্টাইলের। আর লাবণ্য ছিলো একজন বাঙালি মেয়ে এবং তার পোশাক ও চলাফেরায় সেটা সুদৃড়ভাবে ফুটে ওঠে। অমিত রায়ের চরিত্রেও বাঙালি বাঙালি ভাব দেখা যায়।

    images (11).jpeg

    Source

    তাদের প্রেমের সম্পর্ক বেশীদিন দীর্ঘ না হতেই বাস্তববাদী ও বুদ্ধিসম্পন্ন লাবণ্য বুঝতে পারে যে অমিত একেবারেই রোমান্টিক জগতের মানুষ। যার সাথে তার প্রতিদিনের সাংসারিক হিসাব-নিকাশ চলে না। তারপর শিনং এ হাজির হয় অমিত রায়ের সহচর কেটি। হাতে অমিতের দেয়া আংটি দেখিয়ে নিজের বলে দাবি করে সে। তারপর অমিত আর লাবণ্যের বিয়ে ভেঙে যায়।


    শেষ পর্যন্ত অমিত স্বীকার করে যে, লাবণ্যের সাথে তার প্রেম যেন দিঘির জল, সে জল ঘরে আনার মতো নয়, সেই জলে তার মন সাতার কাটবে। আর কেটির সাথে সম্পর্ক ঘড়ায় তোলা জল - প্রতিদিন তুলবে, প্রতিদিন ব্যবহার করবে। এর মাধ্যমে অমিত রায় বোঝাতে চেয়েছেন যে, জীবনে যাকে ভালোবাসা যায়, তাকে ককজনো বিয়ে করা যায় না।


    আমার মতামত

    images (12).jpeg
    Source

    শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অসাধারণ রোমাঞ্চকর প্রেমকাব্য। শেষের কাব্য উপন্যাসের জনপ্রিয়তা ও পাঠকের পাঠ্যপ্রিয়তা কোনোদিন শেষ হবার নয়। অমিত রায় ও লাবণ্যলতার রহস্যময় নিদারুণ প্রেমের গল্প সকল পাঠকের অন্তর কেরেছে। আমার মনে হয় এমন কোনো উপন্যাসপ্রেমী নেই যে এই উপন্যাসটি পড়ে নি। শ্রেষ্ঠ ১০০ বাং উপন্যাসের মধ্যে এটি একটি অন্যতম। উপন্যাসটি একবার পড়া শুরু করলে শেষ না করলে ভালোই লাগবে না। যারা এখনও উপন্যাসটি পড়েননি তারা অবশ্যই পড়ে নিবেন।



    এই ছিলো আমাদের আজকের বই রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভূল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


  • ধন্যবাদ সবাইকে❤️❤️❤️
  • Sort:  

    Shundor post

     3 years ago 

    Dhonnobad vai🖤

    most welcome

     3 years ago 

    Good

     3 years ago 

    Thanks

     3 years ago 

    অসাধারণ হয়েছে

     3 years ago 

    ধন্যবাদ ভাই❤️

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.15
    JST 0.029
    BTC 62820.16
    ETH 2438.32
    USDT 1.00
    SBD 2.69