Steem Bangladesh Contest - Art | | 30% beneficiaries goes to @hive-138339
আসসালামু আলাইকুম
আমার আর্ট
উপকরণ
- একটি আর্ট পেপার
- পেন্সিল
- রঙ পেন্সিল
- রাবার
- সার্পনার
- পেন্সিল কম্পাস
- স্কেল
ধাপ - ০১
একটি সাদা কাজগে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিলাম। তারপর মাঝখান দিয়ে একটা দাগ দিলাম ও দাগের উপর দিয়ে পাহাড় একে নিলাম। আর উপরে একটা সূর্য একে নিলাম।
ধাপ - ০২
তারপর সূর্যের উপরে বৃত্তের যে অংশটা আছে সেখানে হালকা করে কমলা রঙ করলাম ও বাকিটা হলুদ রঙ করলাম।
ধাপ - ০৩
তারপর পাহাড়ের চূড়াতে কমলা রঙ করলাম ও নিচ দিয়ে প্রথমে হালকা হলুদ তারপর গাঢ় করে হলুদ রঙ করলাম।
ধাপ - ০৪
পাহাড়ের উপর হলুদ আকাশের মাঝে মাঝে কমলা রঙের মেঘ একে নিলাম। এভাবে অনেকগুলো কমলা রঙের মেঘ অঙ্কন করলাম।
ধাপ - ০৫
তারপর পাহাড়ের নিচ দিয়ে কালো রঙ করে দিলাম। এবার নিচের দিকে নদীর পাড় একে নিলাম ও তাতে সবুজ রঙ করলাম।
ধাপ - ০৬
আকাশের রঙ যেহেতু হলুদ তাই নদীর পানিতেও হলুদ রঙ করে ভরাট করলাম।
ধাপ - ০৭
এবার নদীর একটি পাড়ে পেন্সিল দিয়ে ভালোভাবে একটা হরিন একে ফেললাম।
ধাপ - ০৮
তারপর কালো রঙ করে হরিনটাকে কালো করে ফেললাম এবং হলুদ পানির মধ্যে পেন্সিল দিয়ে হালকা করে হরিনের প্রতিচ্ছবি একে ফেললাম।
ধাপ - ০৯
এবার উপরে ডানপাশে চারটা ও বাম পাশে তিনটা গাছ অঙ্কন করে ফেললাম।
ধাপ - ১০
তারপর নদীর পাড়ে ঘাস একে নিলাম। ব্যাস হয়ে গেলো আমার আর্ট।
আর্টের সাথে আমার সেলফি
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @mn14 ও @maulidar কে আমন্ত্রণ যানাচ্ছি।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
waw, awesome art sketch, good luck my friend
Thank you😊
অনেক সুন্দর আট করেছেন ভাই। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাই😊
সূর্যাস্তের পূর্ব মুহূর্তের মনোমুগদ্ধকর দৃশ্য অংকন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই 😊
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Mindblowing art.
Thanks😊