Steem Bangladesh Contest - Art | | 30% beneficiaries goes to @hive-138339

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


আমাদের প্রিয় কমিউনিটি এখন নতুন নতুন টপিক এর উপর কন্টেস্ট দেয়া শুরু করেছে। যার ফলে আমাদের দক্ষতাগুলো সকলের মাঝে ফুটিয়ে তুলতে পারবো আর কিউরেটরদের কাছ থেকে ভোটও পেতে পারি। আজকে আমি Steem Bangladesh কর্তৃক আয়োজিত Art কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

আমার আর্ট


20220219_225830.jpg

আমি একটি শেষ বিকালে সূর্যাস্তের পূর্ব মুহূর্তের ছবি অঙ্কন করেছি। নদীর পাড়ে একটি হরিণ পানি খাচ্ছে। শেষ বিকালের এই ছবিটি অঙ্কনের ধাপগুলো নিচে দেয়া হলো।

উপকরণ


20220219_215302.jpg

  • একটি আর্ট পেপার
  • পেন্সিল
  • রঙ পেন্সিল
  • রাবার
  • সার্পনার
  • পেন্সিল কম্পাস
  • স্কেল

ধাপ - ০১


20220219_215756.jpg

একটি সাদা কাজগে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিলাম। তারপর মাঝখান দিয়ে একটা দাগ দিলাম ও দাগের উপর দিয়ে পাহাড় একে নিলাম। আর উপরে একটা সূর্য একে নিলাম।


ধাপ - ০২


20220219_221425.jpg

তারপর সূর্যের উপরে বৃত্তের যে অংশটা আছে সেখানে হালকা করে কমলা রঙ করলাম ও বাকিটা হলুদ রঙ করলাম।


ধাপ - ০৩


20220219_221853.jpg

তারপর পাহাড়ের চূড়াতে কমলা রঙ করলাম ও নিচ দিয়ে প্রথমে হালকা হলুদ তারপর গাঢ় করে হলুদ রঙ করলাম।


ধাপ - ০৪


20220219_222610.jpg

পাহাড়ের উপর হলুদ আকাশের মাঝে মাঝে কমলা রঙের মেঘ একে নিলাম। এভাবে অনেকগুলো কমলা রঙের মেঘ অঙ্কন করলাম।


ধাপ - ০৫


20220219_223623.jpg

তারপর পাহাড়ের নিচ দিয়ে কালো রঙ করে দিলাম। এবার নিচের দিকে নদীর পাড় একে নিলাম ও তাতে সবুজ রঙ করলাম।


ধাপ - ০৬


20220219_224136.jpg

আকাশের রঙ যেহেতু হলুদ তাই নদীর পানিতেও হলুদ রঙ করে ভরাট করলাম।


ধাপ - ০৭


20220219_224528.jpg

এবার নদীর একটি পাড়ে পেন্সিল দিয়ে ভালোভাবে একটা হরিন একে ফেললাম।


ধাপ - ০৮


20220219_224944.jpg

তারপর কালো রঙ করে হরিনটাকে কালো করে ফেললাম এবং হলুদ পানির মধ্যে পেন্সিল দিয়ে হালকা করে হরিনের প্রতিচ্ছবি একে ফেললাম।


ধাপ - ০৯


20220219_225432.jpg

এবার উপরে ডানপাশে চারটা ও বাম পাশে তিনটা গাছ অঙ্কন করে ফেললাম।


ধাপ - ১০


20220219_225830.jpg

তারপর নদীর পাড়ে ঘাস একে নিলাম। ব্যাস হয়ে গেলো আমার আর্ট।


আর্টের সাথে আমার সেলফি


20220220_090642 (1).jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @mn14@maulidar কে আমন্ত্রণ যানাচ্ছি।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


ধন্যবাদ সবাইকে💙

Sort:  
 4 years ago 

waw, awesome art sketch, good luck my friend

 4 years ago 

Thank you😊

 4 years ago 

অনেক সুন্দর আট করেছেন ভাই। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 4 years ago 

ধন্যবাদ ভাই😊

 4 years ago (edited)

সূর্যাস্তের পূর্ব মুহূর্তের মনোমুগদ্ধকর দৃশ্য অংকন করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই 😊

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 4 years ago 

Mindblowing art.

 4 years ago 

Thanks😊

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111147.03
ETH 4319.04
SBD 0.84