Sky Photography and Writting Contest | | 26-01-2022 | | 30% beneficiaries goes to @hive-138339

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম।


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


  • আজকে আমি @hive-138339 কর্তৃক আয়োজিত Sky Photography and Writting Contest এ অংশ নিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

📸 ছবি নং - ০১ 📸


20211014_174445 (1).jpg

উপরের ছবিতে সন্ধ্যা বেলায় নদীর উপর হলুদ, কমলা ও নীল রঙের আকাশ দেখা যাচ্ছে আর নদীর পানিতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ছবিটি তোলা হয়েছে বদরগঞ্জে একটি নদীর ধারে। আমরা বন্ধুরা মিলে একদিন ঘুরতে গিয়েছিলাম বদরগঞ্জ এই ছবিটি সেইদিন তোলা হয়েছে।

📸 ছবি নং - ০২ 📸


IMG_20210912_131642.jpg

উপরের ছবিতে সাদা মেঘে ভর্তি নীল আকাশ দেখা যাচ্ছে। ছবিটি দুপুর বেলা খোলাহাটি রেলওয়ে স্টেশন থেকে তোলা হয়েছে। তখন ছিলো হেমন্তকাল। দুপুর বেলা ভালোই রোদ ছিলো তখন। আমি ও আমার বন্ধু মিলে একদিন খোলাহাটি গিয়েছিলাম। ছবিটি সেদিনই তোলা হয়েছে।

📸 ছবি নং - ০৩ 📸


20210912_132132.jpg

উপরের ছবিতে গাছের ডালপালা ও সাদা মেঘে ভরা নীল আকাশ দেখা যাচ্ছে। এই ছবিটিও খোলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তোলা হয়েছে। ২নং ছবিটি যেইদিন তোলা হয়েছিলো এই ছবিটিও ঠিক একই দিনে তোলা হয়েছিলো।

📸 ছবি নং - ০৪ 📸


20211205_070454.jpg

উপরের ছবিতে সকালের সুন্দর আকাশের দৃশ্য দেখা যাচ্ছে। আকাশের এই ছবিটি সকাল বেলা তোলা হয়েছে। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে বাইরে বের হয়েছিলাম। তখন সূর্য মামা ও আকাশের লালাভাব আমাকে মুগ্ধ করে তোলে। তাই সেইসময় এই ছবিটি তুলে ফেলি।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোষ্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি @sohag27 এবং । @chaitanno000 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ যানাচ্ছি।


ধন্যবাদ সবাইকে💙

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68297.87
ETH 3746.45
USDT 1.00
SBD 3.67