Flowers Photography & Writing Contest | | 30% beneficiaries goes to @hive-138339
আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
Steem Bangladesh কর্তৃক আয়োজিত Flowers Photography & Writting Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি আসলেই দারুন একটা কন্টেস্ট। আমার মতো ফটোগ্রাফি লাভারদের জন্য বেশ ভালোই হয়েছে। তো চলুন বন্ধুরা আমার ফুলের ফটোগ্রাফিগুলো দেখা যাক।
📸 ছবি নং - ০১ 📸
উপরের ফুলটির নাম হলো China Pink. এই ফুলটি নার্সারী ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছাড়া সচারাচর দেখা যায় না। এই ফুলের ছবিটি আমি রংপুর তাজহাটে ঘুরতে গিয়ে তুলেছিলাম। আর ছবিটি এডিট করা হয়েছে Adobe Lightroom & Snapseed এই দুটো এপস দিয়ে।
📸 ছবি নং - ০২ 📸
উপরের ছবিতে যে ফুলটি দেখা যাচ্ছে সেটি আমাদের সবার পরিচিত কাঠগোলাপ ফুল। কাঠগোলাপ ফুলটি যেমন সবার কাছেই পরিচিত তেমনি সবার কাছেই প্রিয়। এই ফুলের ছবিটি আমি খোলাহাটি থেকে তুলেছি। ছবিটি এডিট করেছি Adobe Lightroom এপস দিয়ে।
📸 ছবি নং - ০৩ 📸
উপরের ছবিতে সন্ধার আকাশে একটি জবা ফুলের ছবি দেখা যাচ্ছে। জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এটি লাল জবা। এই ফুলের ছবিটি আমি আমার এক বান্ধবীর জন্মদিন এর দিন ওদের বাড়ি থেকে সন্ধার সময় তুলেছিলাম। Adobe Lightroom & Picsart এই দুটি এপস দিয়ে ছবিটি এডিট করেছি।
📸 ছবি নং - ০৪ 📸
উপরের ছবিটি হলো আমাদের সবার প্রিয় শিউলি ফুলের ছবি। শিউলি ফুলের সুগন্ধ মনকে ভরে দেয়। এই ফুলের ছবি আমি আমাদের পার্বতীপুর রেলওয়ে স্টেশন এর ১নং প্লাটফর্ম থেকে তুলেছি। সকাল বেলা স্টেশনের ১নং প্লাটফর্মে গেলে শিউলি ফুলের সুগন্ধ পাওয়া যায়। ছবিটি এডিট করা হয়েছে Adobe Lightroom আপস দিয়ে।
ধন্যবাদ সবাইকে💙
ধন্যবাদন্তে:)
@saikat000
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ছবিগুলো খুব সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই